Advertisement
১৯ এপ্রিল ২০২৪

কাজের দিনে ফের মিছিল, ভোগান্তি

সপ্তাহের প্রথম কাজের দিনেই যানজটে নাকাল শহর।

থমকে পথ। সোমবার, ধর্মতলায়। — নিজস্ব চিত্র

থমকে পথ। সোমবার, ধর্মতলায়। — নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৫ ০৩:৫১
Share: Save:

সপ্তাহের প্রথম কাজের দিনেই যানজটে নাকাল শহর।

সোমবার বেলা ১১টায় শ্যামবাজার থেকে এক ধর্মীয় সংগঠনের মিছিল শুরু হয়। ব্যস্ত সময়ে পাঁচ মাথার মোড় বন্ধ হলে সমস্যায় পড়েন মানুষ। পাইকপাড়া থেকে চিত্তরঞ্জন অ্যাভিনিউ, সর্বত্র যানজট। ছাড় পায়নি অ্যাম্বুল্যান্সও। এক ভুক্তভোগী জানান, ‘‘বেরিয়েছিলাম ১০টারও আগে। দুপুর ২টোতেও আরজিকরে পৌঁছতে পারলাম না।।’’ দীর্ঘ সময় স্কুলগাড়িতে বসে থেকে অসুস্থ হয়ে পড়ে কয়েকজন স্কুলপড়ুয়া।

দুপুরে ফের তীব্র যানজট হয় বিজেপির মিছিলে। আড়াইটে নাগাদ কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৩টে নাগাদ তা শেষ হয় ধর্মতলায় গাধীঁ মূর্তির পাদদেশে। এ দিন যানজট সামাল দিতে কিছু বাসের রুট বদলে দেয় পুলিশ। নিত্যযাত্রীরা জানান, তাতেও সমস্যা মেটেনি। চারটে নাগাদ পরিস্থিতি খানিক স্বাভাবিক হয়।

তবে দুর্ভোগকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ কলকাতা পুলিশ। ডিসি (ট্রাফিক) ভি সলোমন নেসাকুমার জানান, কর্মসূচিগুলির কথা ওয়েবসাইটে ছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE