Advertisement
২৬ এপ্রিল ২০২৪

জালিয়াতির ঘটনায় ধৃত খোদ ব্যাঙ্ককর্মী-সহ তিন

ব্যাঙ্ককর্মী সেজে জালিয়াতি আকছারই ঘটে। কিন্তু এ বার জালিয়াতির ঘটনায় ধরা পড়লেন খোদ এক ব্যাঙ্ককর্মী। তদন্তকারীদের অভিযোগ, ব্যাঙ্কে বসেই জালিয়াতি করতেন ওই কর্মী। এক বৃদ্ধার টাকা হাতানোর অভিযোগে বৃহস্পতিবার রাতেই তাঁকে গ্রেফতার করে লালবাজারের ব্যাঙ্ক জালিয়াতি দমন শাখা। ধরা হয়েছে তাঁর দুই শাগরেদকেও।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৪ ০০:০৮
Share: Save:

ব্যাঙ্ককর্মী সেজে জালিয়াতি আকছারই ঘটে। কিন্তু এ বার জালিয়াতির ঘটনায় ধরা পড়লেন খোদ এক ব্যাঙ্ককর্মী। তদন্তকারীদের অভিযোগ, ব্যাঙ্কে বসেই জালিয়াতি করতেন ওই কর্মী। এক বৃদ্ধার টাকা হাতানোর অভিযোগে বৃহস্পতিবার রাতেই তাঁকে গ্রেফতার করে লালবাজারের ব্যাঙ্ক জালিয়াতি দমন শাখা। ধরা হয়েছে তাঁর দুই শাগরেদকেও।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম অভিরূপ সরকার। তিনি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মানিকতলা শাখার কর্মী। তাঁর দুই শাগরেদের নাম সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও সতীশ সাউ। সল্টলেকে সতীশের একটি টাকা লেনদেন সংস্থার ফ্র্যাঞ্চাইজি রয়েছে।

পুলিশ জানায়, চিৎপুরের বাসিন্দা অঞ্জলি মিত্রের ছেলে ফ্রান্সে থাকেন। তিনি সেখান থেকে একটি টাকা লেনদেন সংস্থার মাধ্যমে মাকে টাকা পাঠান। এই ধরনের লেনদেনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থা দশ সংখ্যার ‘কোড’ পাঠায়। সেপ্টেম্বর মাসে এমনই একটি ‘কোড’ নিয়ে ওই ব্যাঙ্কের মানিকতলা শাখায় গিয়েছিলেন অঞ্জলিদেবী। তাঁর অভিযোগ, ব্যাঙ্কে গিয়ে অভিরূপবাবুকে ওই ‘কোড’ দিয়ে টাকা অ্যাকাউন্টে এসেছে কি না, তা জানতে চান। অভিরূপবাবু জানান, ‘কোড’টি কাজ করছে না। দিন কয়েক পরে অঞ্জলিদেবী ফের ব্যাঙ্কে গেলে অভিরূপবাবু জানান, অঞ্জলিদেবীর ৬৬ হাজার টাকা বিদেশ থেকে তুলে নেওয়া হয়েছে। এর পরেই চিৎপুর থানায় অভিযোগ দায়ের করেন অঞ্জলিদেবী। তদন্তে গোয়েন্দারা জানতে পারেন, বিদেশ নয়, সল্টলেকের সিএ ব্লকে একটি টাকা লেনদেন সংস্থার শাখা থেকে টাকা তোলা হয়েছে। ওই শাখার মালিক সতীশ।

অন্য একটি প্রতারণার ঘটনায় দিল্লির একটি নামী স্কুলে ভর্তির প্রতিশ্রুতি দিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৩৫ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে এক যুবক। বাঁশদ্রোণীর বাসিন্দা সুব্রত মজুমদার পার্ক স্ট্রিট থানায় ফারহান খান ওরফে শাহনওয়াজ খান নামে ওই যুবকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE