Advertisement
২৩ এপ্রিল ২০২৪

টুকরো খবর

দক্ষিণদাঁড়িতে মাদক বিক্রির প্রতিবাদ করায় এক যুবকের উপরে হামলা হয়েছিল শুক্রবার। সেই ঘটনায় অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি ঘিরে রবিবার ফের উত্তাল হল এলাকা। দিনভর অভিযান চালিয়ে ১১ জন ব্যক্তিকে আটক করেছে লেকটাউন থানার পুলিশ।

শেষ আপডেট: ২১ জুলাই ২০১৪ ০২:৪৫
Share: Save:

পুলিশি তল্লাশি ঘিরে ফের তপ্ত দক্ষিণদাঁড়ি
নিজস্ব সংবাদদাতা

দক্ষিণদাঁড়িতে মাদক বিক্রির প্রতিবাদ করায় এক যুবকের উপরে হামলা হয়েছিল শুক্রবার। সেই ঘটনায় অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি ঘিরে রবিবার ফের উত্তাল হল এলাকা। দিনভর অভিযান চালিয়ে ১১ জন ব্যক্তিকে আটক করেছে লেকটাউন থানার পুলিশ। ঘটনার ৪৮ ঘণ্টা পরেও অবশ্য মূল অভিযুক্ত ইসরাফেল ধরা পড়েনি। এ দিন দক্ষিণদাঁড়িতে বিশাল পুলিশবাহিনী তন্নতন্ন করে তল্লাশি চালায়। বাড়ি বাড়ি ঢুকেও চলে তল্লাশি। এ দিন আবার ইসরাফেলের বাড়িতে ভাঙচুর চলে। বাসিন্দাদের অভিযোগ, পুলিশ ফাঁড়ির সামনেই মাদক বিক্রির রমরমা। এত দিন তাদের টনক নড়েনি। এখন প্রতিবাদ করায় তাঁদের মুখ বন্ধ করতে নেমেছে পুলিশ। বাসিন্দাদের আরও অভিযোগ, তল্লাশির নামে পুলিশ নিরপরাধ মহিলাদেরও ধরে নিয়ে যায়। পরে অবশ্য তাঁদের ছেড়ে দেওয়া হয়। শুক্রবার রাতে মাদক বিক্রির প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হন স্থানীয় যুবক রিয়াজুদ্দিন। তাঁর অভিযোগ, তাঁর এবং তাঁদের আত্মীয়ের বাড়িতে পুলিশ তল্লাশি চালিয়েছে। প্রতিবাদ করায় জুটেছে পুলিশের ধমক। সল্টলেক পুলিশের এক কর্তা অবশ্য জানান, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ১১ জনকে আটক করা হয়েছে। কোনও অত্যাচার চালানো হয়নি। অন্য দিকে, সল্টলেকে এক তরুণীকে মারধরের ঘটনায় শনিবারই অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম তপন দাস। রবিবার আদালতে ধৃতের ৫ দিনের জেল হেফাজত হয়।

‘শ্লীলতাহানির চেষ্টা’, ধৃত ১

বাসে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। রবিবার দুপুরে, নিউ মার্কেট থানা এলাকার ঘটনা। পুলিশ জানায়, ধৃতের নাম শাহনওয়াজ হুসেন। সে টিপু সুলতান মসজিদের পাশে হকারি করে। পুলিশ সূত্রের খবর, ওই মহিলা পেশায় হোমগাডর্র্। শনিবার বিকেলে এন্টালি যাওয়ার জন্য ধর্মতলা থেকে একটি বেসরকারি বাসে উঠেছিলেন তিনি। সেই সময়ে ওই যুবক কন্ডাক্টরের সঙ্গে ভাড়া নিয়ে বচসা করছিল। অভিযোগ, ওই মহিলা প্রতিবাদ করলে আরও ক্ষেপে যায় ওই যুবক। তার পরেই সে তাঁকে ধাক্কা মারে এবং শ্লীলতাহানি করার চেষ্টা করে। রবিবার ওই মহিলা নিউ মার্কেট থানায় অভিযোগ করলে ধর্মতলা থেকেই ওই যুবককে ধরা হয়।

ইদের কেনাকাটার ভিড়। রবিবার নিউ মার্কেট চত্বরে।—নিজস্ব চিত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE