Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ফের বিগড়ে গেল মেট্রো

‘রেল উপভোক্তা পক্ষ’ চলছে। এক বছরে কী কী অগ্রগতি হয়েছে, তা নিয়ে মঙ্গলবার সাংবাদিক বৈঠকও ডেকেছিলেন মেট্রোর জেনারেল ম্যানেজার রাধেশ্যাম। কিন্তু তা শুরুর আগেই ফের অবনতির খবর এল।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ মে ২০১৫ ০২:২৪
Share: Save:

‘রেল উপভোক্তা পক্ষ’ চলছে। এক বছরে কী কী অগ্রগতি হয়েছে, তা নিয়ে মঙ্গলবার সাংবাদিক বৈঠকও ডেকেছিলেন মেট্রোর জেনারেল ম্যানেজার রাধেশ্যাম। কিন্তু তা শুরুর আগেই ফের অবনতির খবর এল।

এ দিনও ‘লো মোটোরিং’-এর জেরে পনেরো মিনিট শ্যামবাজার স্টেশনে দাঁড়িয়ে রইল মেট্রো। দুপুর দু’টো নাগাদ টালিগঞ্জমুখী ট্রেনটির তৃতীয় লাইনে বিদুৎ না আসায় কিছুক্ষণ ভোগান্তি হয়। তবে দ্রুত রেক সারিয়ে নিয়ে আবার চালু হয় পরিষেবা।

মেট্রো জানায়, সব রেক পুরনো হওয়ায় এই বিপত্তি। জিএম জানান, দ্রুতই নতুন রেক আসছে। সঙ্গে তিনি জানান, জমি-জটের কারণেই আটকে আছে বাকি ৫টি মেট্রো প্রকল্প। তা নিয়ে আলোচনা করতে ২ জুন মুখ্যসচিবের কাছে যাবেন তিনি। তার পরে বোঝা যাবে সেগুলির ভবিষ্যৎ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

metro technical problem shyambazar tollygunge
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE