Advertisement
২৪ এপ্রিল ২০২৪

বেপরোয়া গাড়ি উল্টে মৃত তরুণী

নিউ টাউনের ফাঁকা রাস্তায় ফের বেপরোয়া গাড়ি। এবং মৃত্যু। সোমবার, পঞ্চমীর বিকেলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে গেলে প্রাণ হারান এক তরুণী। পুলিশ জানায়, মৃতা আঁখি বন্দ্যোপাধ্যায়ের (১৮) বাড়ি বেলেঘাটায়। চালকের আসনে থাকা তাঁর সঙ্গী, সল্টলেকের বাসিন্দা সায়ন্তন চট্টোপাধ্যায় বেসরকারি হাসপাতালে ভর্তি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৪ ০২:৩৮
Share: Save:

নিউ টাউনের ফাঁকা রাস্তায় ফের বেপরোয়া গাড়ি। এবং মৃত্যু। সোমবার, পঞ্চমীর বিকেলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে গেলে প্রাণ হারান এক তরুণী। পুলিশ জানায়, মৃতা আঁখি বন্দ্যোপাধ্যায়ের (১৮) বাড়ি বেলেঘাটায়। চালকের আসনে থাকা তাঁর সঙ্গী, সল্টলেকের বাসিন্দা সায়ন্তন চট্টোপাধ্যায় বেসরকারি হাসপাতালে ভর্তি।

স্থানীয়দের অভিযোগ, নিউ টাউনের অধিকাংশ মোড়ে পুলিশ না থাকায় রেস দিতে গিয়ে মাঝেমধ্যেই দুর্ঘটনায় পড়ে মোটরবাইক বা গাড়ি। যদিও পুলিশের দাবি, আগের চেয়ে মোড়ে পুলিশের সংখ্যা বেড়েছে। সোমবারের ঘটনা অবশ্য রেস দিতে গিয়ে নয়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সায়ন্তনদের গাড়িটি নিউ টাউন অ্যাকশন এরিয়া থ্রি-তে সুখবৃষ্টি আবাসনের কাছের রাস্তা ধরে প্রচণ্ড গতিতে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ডিভাইডারে উঠে গিয়ে বার তিনেক উল্টেপাল্টে গেলে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় আঁখির।

পুজোয় উত্তর শহরতলির ঠাকুর দেখে গভীর রাতে নিউ টাউন রোড ধরে ফেরার সময়ে প্রায়শই বেপরোয়া গাড়ি চালান অনেকেই। বিধাননগর কমিশনারেটের এডিসি সন্তোষ নিম্বলকর বলেন, “পুজোয় নিউ টাউনে দুর্ঘটনা এড়াতে রাতভর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ থাকবে। টহলদারি জিপ ও মোটরবাইকও আছে। তবে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে।”

এ দিকে, মঙ্গলবার বাইপাসে রাস্তা পেরোনোর সময়ে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় লক্ষ্মী দাস (৭০) নামে এক বৃদ্ধার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE