Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ভর্তির পরীক্ষা নিয়ে জট প্রেসিডেন্সিতে

বরাবরই প্রবেশিকা পরীক্ষা নিয়ে পড়ুয়া ভর্তি করা হয় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। কিন্তু আগামী শিক্ষাবর্ষে সেই প্রবেশিকা পরীক্ষা নিয়ে ছাত্রছাত্রী ভর্তি করা হবে কি না, তা নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে। এই বিষয়ে বিভাগীয় প্রধানদের মতামত চেয়ে পাঠিয়েছেন বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষ।

নিজস্ব সংবাদাদাতা
শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৫ ০২:৫২
Share: Save:

বরাবরই প্রবেশিকা পরীক্ষা নিয়ে পড়ুয়া ভর্তি করা হয় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। কিন্তু আগামী শিক্ষাবর্ষে সেই প্রবেশিকা পরীক্ষা নিয়ে ছাত্রছাত্রী ভর্তি করা হবে কি না, তা নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে। এই বিষয়ে বিভাগীয় প্রধানদের মতামত চেয়ে পাঠিয়েছেন বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষ।

প্রবেশিকা পরীক্ষার বিষয়টিকে ঘিরে প্রেসিডেন্সির অন্দরমহলে টানাপড়েন চলছে কয়েক মাস ধরেই। এই পরিস্থিতিতে বুধবার ভর্তি বিষয়ক কমিটির বৈঠক বসে। তার পরেই পরীক্ষা নিয়ে ভর্তির ব্যাপারে বিভাগীয় প্রধানদের অভিমত জেনে সমাধানের চেষ্টা শুরু হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, কলেজ স্ট্রিটের মতো ব্যস্ত রাস্তার উপরেই প্রেসিডেন্সির অবস্থান। তাই প্রবেশিকা পরীক্ষার দিন যান চলাচল সামলাতে সমস্যায় পড়তে হয় বলে প্রেসিডেন্সি-কর্তৃপক্ষকে জানিয়েছিল কলকাতা পুলিশ। লালবাজারের তরফে বলা হয়েছিল, প্রবেশিকা পরীক্ষার দিন বিভিন্ন জায়গা থেকে প্রচুর ছাত্রছাত্রীর সঙ্গে তাঁদের বাবা-মায়েরা আসেন। অনেক গাড়িও আসে। সেই সব গাড়ি রাখার বিষয়টিকে ঘিরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। হিমশিম খেয়ে যায় পুলিশ। তাই এ বার প্রবেশিকা নিতে হলে বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষ যেন নিজেরা প্রয়োজনীয় ব্যবস্থা করে নেন। তার পরেই জল্পনা শুরু হয়, আদৌ পরীক্ষা নেওয়া হবে কি না।

ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ের পরিচালন সমিতির বৈঠকে এই বিষয়ে বিস্তর আলোচনা হয়। প্রেসিডেন্সি সূত্রের খবর, কর্তৃপক্ষ প্রবেশিকা পরীক্ষা তুলে দিতে চাইলেও অনেক বিভাগীয় প্রধান তা মানতে চাননি। তখন বিভাগীয় প্রধানদের বলা হয়, তাঁরা নিজেদের মতো করে যদি নিজেদের বিভাগে ভর্তির পরীক্ষা নিতে চান, নিতে পারেন। বুধবার ভর্তি কমিটির বৈঠকের পরে কর্তৃপক্ষের পক্ষ থেকে বিভাগীয় প্রধানদের কাছে ই-মেল পাঠিয়ে এই ব্যাপারে ফের তাঁদের মতামত জানতে চাওয়া হয়। আজ, বৃহস্পতিবারেই বিভাগীয় প্রধানদের মতামত জানিয়ে দিতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুরাধা লোহিয়া এ দিন জানান, ১৭ এপ্রিল পরিচালন সমিতির বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের তরফে ইঙ্গিত মিলেছে, প্রবেশিকা পরীক্ষা যদি হয়ও, বিভাগীয় প্রধানদের নিজেদের দায়িত্বে নিজ নিজ বিভাগের জন্য তার ব্যবস্থা করে নিতে হতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE