Advertisement
১৭ এপ্রিল ২০২৪

মাদক মেশানো সিগারেট খাইয়ে কেপমারি, গ্রেফতার অভিযুক্ত

এক ব্যক্তিকে মাদক মেশানো সিগারেট খাইয়ে ৯ হাজার টাকা কেপমারির অভিযোগ উঠল। সোমবার রাতে আর জি কর হাসপাতাল চত্বরের ঘটনা। অভিযুক্ত ব্যক্তির নাম সৌমেন রায়। তার বাড়ি পূর্ব যাদবপুর থানার বাঘাযতীনে। তাকে গ্রেফতার করেছে টালা থানার পুলিশ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ জুন ২০১৫ ১৩:০১
Share: Save:

এক ব্যক্তিকে মাদক মেশানো সিগারেট খাইয়ে ৯ হাজার টাকা কেপমারির অভিযোগ উঠল। সোমবার রাতে আর জি কর হাসপাতাল চত্বরের ঘটনা। অভিযুক্ত ব্যক্তির নাম সৌমেন রায়। তার বাড়ি পূর্ব যাদবপুর থানার বাঘাযতীনে। তাকে গ্রেফতার করেছে টালা থানার পুলিশ।
কী হয়েছিল?

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২২ জুন উত্তর চব্বিশ পরগনার মসলন্দপুরের বাসিন্দা গৌর পরামাণিক তাঁর সন্তানসম্ভবা স্ত্রীকে আর জি কর হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি করেন। ওইদিন রাতেই তাঁদের একটি সন্তান হয়। কিন্তু স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক থাকায় কয়েক দিন ধরে হাসপাতাল চত্বরেই থাকছিলেন গৌরবাবু। সোমবার রাত সাড়ে দশটা নাগাদ গৌরের সঙ্গে ভাব জমান সৌমেন রায় নামে অভিযুক্ত ওই ব্যক্তি। তিনি জানিয়েছিলেন, তাঁর বাড়িও মসলন্দপুরে। প্রত্যক্ষদর্শীদের দাবি, এর পরেই দু’জনে সিগারেট খান। তার কয়েক মিনিটের মধ্যেই গৌরবাবুর চিত্কার শুনতে পান হাসপাতাল চত্বরে থাকা লোকজন। তাঁর চিত্কার শুনেই লোকজন দৌড়ে এসে সৌমেনকে ধরে ফেলে। তাকে হাসপাতালের ভিতরে থাকা পুলিশ আউটপোস্টে নিয়ে যাওয়া হয়। গৌরের দাবি, দু’জনের কথার মধ্যেই সৌমেন তাঁকে একটি সিগারেট দেন। সেটি খাওয়ার কিছুক্ষণের মধ্যেই আচ্ছন্ন বোধ করেন তিনি। তখন বুঝতে পারেন সৌমেন তাঁর পকেট থেকে টাকা তুলে নিচ্ছেন। তার পরই তিনি চিত্কার শুরু করেন। সৌমেনের পকেট থেকে পুলিশ ৯ হাজার টাকা উদ্ধার করে। এই টাকা কোথা থেকে এল তার সদুত্তর মেলেনি অভিযুক্তের কাছ থেকে। পুলিশ জানিয়েছে, সৌমেনের বাড়ি পূর্ব যাদবপুর থানার বাঘাযতীনে। তাঁর বিরুদ্ধে এর আগেও কেপমারির অভিযোগ উঠেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE