Advertisement
২৫ এপ্রিল ২০২৪

বালকের মৃতদেহ উদ্ধার

দু’দিন নিখোঁজ থাকার পরে বাড়ির কাছে একটি বন্ধ কারখানার পাশে ঝোপঝাড়ে ভরা বাগানের মধ্যে মিলল এক বালকের ক্ষতবিক্ষত দেহ। দেহটি ইট ও পাথর দিয়ে চাপা দেওয়ার পরে পুকুরের কচুরিপানা দিয়ে ঢাকা ছিল।

নিজস্ব সংবাদাদাতা
শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০১৭ ০১:২৪
Share: Save:

দু’দিন নিখোঁজ থাকার পরে বাড়ির কাছে একটি বন্ধ কারখানার পাশে ঝোপঝাড়ে ভরা বাগানের মধ্যে মিলল এক বালকের ক্ষতবিক্ষত দেহ। দেহটি ইট ও পাথর দিয়ে চাপা দেওয়ার পরে পুকুরের কচুরিপানা দিয়ে ঢাকা ছিল।

শনিবার সকালে ঘটনাটি ঘটেছে লিলুয়ার রবীন্দ্র সরণি এলাকার দাসপাড়ায়। পুলিশ জানায়, মৃেতর নাম সোনু পাসোয়ান (১০)। বাড়ি শ্রীপল্লি দাসপাড়ায়। বাবা কানাই পাসোয়ান দিনমজুর। তাঁর অভিযোগ, ছেলেকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে এবং এর সঙ্গে তার বন্ধুরা জড়িত। অভিযোগের ভিত্তিতে খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। এতে জড়িত সন্দেহে ওই বালকের দুই বন্ধু গ্রেফতার হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি সোনু। ছেলে না ফেরায় রাতেই থানায় নিখোঁজের ডায়েরি করেন কানাইবাবু। পুলিশ জানায়, দু’দিন ধরে বিভিন্ন জায়গায় খোঁজার পরেও সোনুর খোঁজ মেলেনি। এ দিন সকালে এক মহিলা সোনুর ছবি দেখে চিনতে পেরে জানান, গত বৃহস্পতিবার চার-পাঁচটি ছেলের সঙ্গে সোনুকে তিনি দেখেছেন। তাঁদের আবাসনের পিছনে ঝোপঝাড়ে ঘেরা বাগানে পাঁচিল ডিঙিয়ে সে নেমেছিল।

এর পরেই ওই বালকের আত্মীয়স্বজন বাগানে তল্লাশি চালিয়ে দেহটি দেখতে পান। তাঁরাই পুলিশে খবর দেন। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না-তদন্তের জন্য পাঠিয়ে দেয়। এ দিন সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, প্রায় গোটা পাড়ার বাসিন্দারা রাস্তায় বেরিয়ে এসেছেন। সকলেরই প্রশ্ন, কী ভাবে মৃত্যু হল ওই বালকের?

যে জায়গায় দেহটি মিলেছে, তার পাশেই একটি বহুতল আবাসন। সেখানকার বাসিন্দা জয়ন্তী কর্মকার জানান, কিছু দিন ধরেই ১০-১২ বছরের কিছু স্থানীয় ছেলে আবাসনের পাশের পাঁচিল ডিঙিয়ে পিছনের ঝোপঝাড়ে ভরা বাগানে ঢুকছিল। অভিযোগ, সেখানে নেশা করার পাশাপাশি আম-নারকেল চুরি করে পালাত তারা। বৃহস্পতিবার বিকেলে তিনি এমনই কিছু ছেলের সঙ্গে সোনুকে বাগানে যেতে দেখেন। জয়ন্তীদেবী বলেন, ‘‘কিছু পরেই বাগান থেকে খুব চেঁচামেচি-কান্নাকাটির আওয়াজ পাই। কিছুক্ষণ পরে সব চুপচাপ হয়ে যায়।’’

তদন্তে নেমে এ দিনই সোনুর দুই বন্ধুকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে তদন্তকারীদের দাবি, মৃত্যুর পিছনে আইপিএল ম্যাচে নাইট রাইডার্সদের হার-জিত নিয়ে টাকার বাজি থাকতে পারে। বাজি হেরে যাওয়ার পরে টাকা দিতে না পারায় সোনুকে কয়েক জন বন্ধু মিলে ওই ঝোপে নিয়ে গিয়ে মারধর করেছিল কি না এবং সেটিই বালকের মৃত্যুর কারণ কিনা, খতিয়ে দেখা হচ্ছে। হাওড়ার পুলি‌শ কমিশনার দেবেন্দ্রপ্রকাশ সিংহ জানান, ছোট ঘটনা নিয়ে গোলমাল। রবিবার দু’জনকেই আদালতে তোলা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dead body Boy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE