Advertisement
২৪ এপ্রিল ২০২৪

অস্ত্র পাচার চক্রের ৪ চাঁই গ্রেফতার

শ কয়েক বছর ধরেই বেআইনি আগ্নেয়াস্ত্র সরবরাহ বেড়ে যাচ্ছিল হাও়ড়ায়। মাঝে মধ্যেই বিভিন্ন জায়গা থেকে গুলিচালনার খবরও আসছিল পুলিশের কাছে। এই বিষয়ে খোঁজখবর করতে গিয়ে দক্ষিণ ২৪ পরগনার একটি অস্ত্র পাচারকারী দলের সন্ধান পান হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ জুন ২০১৬ ০৭:১০
Share: Save:

বেশ কয়েক বছর ধরেই বেআইনি আগ্নেয়াস্ত্র সরবরাহ বেড়ে যাচ্ছিল হাও়ড়ায়। মাঝে মধ্যেই বিভিন্ন জায়গা থেকে গুলিচালনার খবরও আসছিল পুলিশের কাছে। এই বিষয়ে খোঁজখবর করতে গিয়ে দক্ষিণ ২৪ পরগনার একটি অস্ত্র পাচারকারী দলের সন্ধান পান হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। কিন্তু কিছুতেই তাদের ধরা যাচ্ছিল না। অবশেষে শনিবার সন্ধ্যায় গ্রেফতার করা হল এই চক্রের চার জনকে। ধৃতদের মধ্যে রয়েছে এক জন মহিলাও।

হাওড়া গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক মাস ধরে বারবার খবর পেয়ে ধরার চেষ্টা করলেও শেষ মুহূর্তে জায়গা বদল করে ফেলায় কিছুতেই গ্রেফতার করা যাচ্ছিল না ওই চক্রের দুষ্কৃতীদের। শনিবার হাওড়ার একটি নির্দিষ্ট জায়গায় ওই দলের কয়েক জন অস্ত্র সরবরাহ করতে আসবে বলে ফের গোপন সূত্রে খবর পায় পুলিশ। সেই তথ্যের ভিত্তিতেই অভিযান চালিয়ে হাও়ড়ার বেলিলিয়াস রোড থেকে চার জনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সঞ্জয় সিকদার, সুকুমার ধর, ভিকি হাসান এবং মর্জিনা বিবি। সঞ্জয় সোনারপুরের বাসিন্দা। ভিকি ও মর্জিনার বাড়ি বারুইপুরে। অন্য দিকে, সুকুমার ধরের বাড়ি লেক থানা এলাকায়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে দু’টি আগ্নেয়াস্ত্র এবং ছ’টি গুলি। ওই দু’টি আগ্নেয়াস্ত্রই মুঙ্গেরের তৈরি সেভেন এমএম পিস্তল বলে জানিয়েছে পুলিশ। এই চক্রের আরও কয়েক জনের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

arms smuggling
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE