Advertisement
২০ এপ্রিল ২০২৪
State news

খেলতে বেরিয়ে উধাও কুঁদঘাটের পাঁচ কিশোর-কিশোরী

রবিবার বিকালে বেরিয়েছিল। সন্ধ্যা পেরিয়ে রাত গড়ালেও তারা কেউ বাড়ি ফিরে আসেনি। আর এই ফিরে না-আসা নিয়ে পরিবারগুলিতে ছড়িয়েছে উদ্বেগ। দুশ্চিন্তা। তবে কি কেউ অপহরণ করে নিয়ে গেল ওই কিশোর-কিশোরীদের?

শেষ রবিবার বিকাল ৫টা ৫১ মিনিটে নেতাজী মেট্রো স্টেশনে দেখা গিয়েছিল এই নিখোঁজ কিশোর-কিশোরীদের। ছবি সৌজন্যে নেতাজী মেট্রো স্টেশনের সিসিটিভি ফুটেজ।

শেষ রবিবার বিকাল ৫টা ৫১ মিনিটে নেতাজী মেট্রো স্টেশনে দেখা গিয়েছিল এই নিখোঁজ কিশোর-কিশোরীদের। ছবি সৌজন্যে নেতাজী মেট্রো স্টেশনের সিসিটিভি ফুটেজ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:৩২
Share: Save:

বাড়িতে ওরা বলে গিয়েছিল, খেলতে যাচ্ছি। কিন্তু, তার পর আর ফিরে আসেনি।

রবিবার বিকালে বেরিয়েছিল। সন্ধ্যা পেরিয়ে রাত গড়ালেও তারা কেউ বাড়ি ফিরে আসেনি। আর এই ফিরে না-আসা নিয়ে পরিবারগুলিতে ছড়িয়েছে উদ্বেগ। দুশ্চিন্তা। তবে কি কেউ অপহরণ করে নিয়ে গেল ওই কিশোর-কিশোরীদের? পুলিশের কাছে দৌড়েও সুরাহা মেলেনি। রাতভর দুশ্চিন্তায় কাটানোর পর ছ’জনের মধ্যে এক কিশোর বাড়ি ফিরে আসে। কিন্তু, খেলতে গিয়ে কী ভাবে উধাও হয়ে গেল বাকি ৫ কিশোর-কিশোরী? তা নিয়ে তদন্ত শুরু করেছে রিজেন্ট পার্ক থানা।

পুলিশ জানিয়েছে, রবিবার বিকালে বাড়ি থেকে খেলার নাম করে বেরিয়েছিল দেবরাজ ঘোষ (৭), অর্পিতা সরকার (১২), অভিজিৎ সরকার (১৬), প্রিন্স সাউ (১৪), রাজদীপ জানা (১৪) এবং প্রিয়া কর্মকার (১৩)। ওরা প্রত্যেকেই কুঁদঘাটের পূর্ব পুঁটিয়ারির বাসিন্দা। এদের মধ্যে একমাত্র রাজদীপ সোমবার সকালে বাড়ি ফিরে আসে। তাকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজ শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: জঙ্গির গুলিতে জখম মহিলা জন্ম দিলেন কন্যাসন্তানের

এর আগেও এক বার প্রিন্স কাউকে না জানিয়ে বাড়ি থেকে পালিয়েছিল। পরে ফিরেও আসে। সে বার সে পটনায় মামার বাড়িতে গিয়েছিল। রাজদীপকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জেনেছে, রবিবার বিকেল ৪টে নাগাদ তারা একসঙ্গে বাড়ি থেকে বেরিয়েছিল। নেতাজি মেট্রো স্টেশনে রাজদীপকে এক পরিচিত ব্যক্তি দেখতে পান। তিনি সঙ্গে সঙ্গেই রাজদীপের বাবাকে ফোন করে বিষয়টি জানান। রাজদীপের বাবা ছেলের সঙ্গে ওই ব্যক্তির ফোন থেকেই কথা বলেন। ছেলেকে তিনি বাড়ি ফিরে আসতে বলেন। তবে, রাজদীপরা দলবেঁধে কোথায় যাচ্ছিল, তা তিনি জানতেন না বলেই পুলিশকে জানিয়েছে। এর পর বাড়ি ফিরছি বলে ফোন রেখে রাজদীপরা মেট্রো স্টেশন থেকে বেরিয়ে যায়। কিন্তু, তারা কেউই বাড়ি ফেরেনি।

 

নিখোঁজ কিশোর-কিশোরীদের অভিভাবকেরা জানান, সন্ধ্যা ৭টা পর্যন্ত অপেক্ষা করার পর কেউই বাড়ি ফিরছে না দেখে এবং আত্মীয়-স্বজনদের থেকেও খোঁজ না পেয়ে পুলিশে অভিযোগ করেন তাঁরা। সোমবার সকালে রাজদীপ বাড়ি ফিরে আসে। পুলিশকে সে জানিয়েছে, রবিবার তারা সারা রাত শিয়ালদহ স্টেশনে ছিল। সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ সেখান থেকেই একটি ট্রেনে ওঠে তারা। কিন্তু, রাজদীপ নাকি ওই ট্রেনে উঠতে পারেনি। ট্রেনটি সম্ভবত বর্ধমান লোকাল ছিল বলে পুলিশকে জানিয়েছে সে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kolkata Kundghat Missing কলকাতা
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE