Advertisement
১৬ এপ্রিল ২০২৪

ফের বছর পেরিয়ে হুঁশিয়ারি অলীকের

থমকে থাকা ওই বিদ্যুৎ প্রকল্পের কাজ দ্রুত শুরু করতে চাইছে রাজ্য সরকার। কিন্তু তাঁরা যে বিরোধিতা থেকে সরবেন না, বুধবার তা ফের জানিয়ে দিলেন অলীক।

সভায় অলীক চত্রবর্তী। বুধবার তোলা নিজস্ব চিত্র

সভায় অলীক চত্রবর্তী। বুধবার তোলা নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০১৮ ০০:৫৮
Share: Save:

পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলন শুরুর বছর ঘুরতেই ফের ভাঙড় থেকে হুঁশিয়ারি দিলেন নকশাল নেতা অলীক চক্রবর্তী। প্রকল্পের বিরোধিতায় ফের সুর চড়ালেন তিনি।

থমকে থাকা ওই বিদ্যুৎ প্রকল্পের কাজ দ্রুত শুরু করতে চাইছে রাজ্য সরকার। কিন্তু তাঁরা যে বিরোধিতা থেকে সরবেন না, বুধবার তা ফের জানিয়ে দিলেন অলীক। খামারআইট গ্রামের মোড়ে ‘শহিদ সমাবেশে’ তিনি বলেন, ‘‘সরকার এক বছর আগে বলেছিল, মানুষ না চাইলে পাওয়ার গ্রিড হবে না। এখন বলছে পঞ্চায়েত ভোটের আগে, এক মাসের মধ্যে পাওয়ার গ্রিড চালু করবে। ক্রমশ ভাষা বদলে যাচ্ছে।’’ এর পরেই তাঁর হুঁশিয়ারি, ‘‘ক্ষমতা থাকলে কাজ শুরু করুক। বুঝিয়ে দেব, কত ধানে কত চাল। আপনারা আগুন নিয়ে খেলবেন না। আমাদের হুমকি দিয়ে, ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না।’’

গত বছর ১৭ জানুয়ারি গ্রিড বিরোধী আন্দোলনে তেতে উঠেছিল ভাঙড়ের পোলেরহাট-২ পঞ্চায়েত এলাকা। পুলিশ ও আন্দোলকারীদের খণ্ডযুদ্ধ হয়। ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি। গুলিতে মারা যান মফিজুল খান এবং আলমগির মোল্লা নামে দুই যুবক।

বুধবার তাঁদের স্মরণে ওই সমাবেশ করে ‘জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি’। অলীক ছাড়াও ছিলেন সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়, আরএসপি-র রাজ্য সম্পাদক ক্ষিতি গোস্বামী, প্রাক্তন পুলিশ অফিসার নজরুল ইসলাম এবং নকশাল নেতারা। সভায় হাজার দুয়েক লোক হয়েছিল বলে আন্দোলনকারীদের দাবি। মফিজুল-আলমগিরের পরিজনদের হাতে ৬০ হাজার টাকা করে ক্ষতিপূরণ তুলে দেওয়া হয়। একই সঙ্গে সেই সময় গুলিতে জখম এক জনের হাতে ২৫ হাজার টাকা এবং সাম্প্রতিক গোলমালে বোমায় জখম এক মহিলার হাতে ১৫ হাজার টাকা তুলে দেওয়া হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE