Advertisement
১৬ এপ্রিল ২০২৪

আজ খুলছে আনন্দলোক

এক দিনেই সিদ্ধান্ত বদল। আজ, বৃহস্পতিবার থেকে পরিষেবা দেওয়ার কাজ ফের শুরু করছে সল্টলেকের আনন্দলোক হাসপাতাল। হাসপাতাল ১৮টি ইউনিটই আজ চালু হয়ে যাবে। বুধবার এক সাংবাদিক সম্মেলনে এ কথা ঘোষণা করেন সংস্থার অন্যতম কর্ণধার দেবকুমার শরাফ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৭ ০১:২৪
Share: Save:

এক দিনেই সিদ্ধান্ত বদল। আজ, বৃহস্পতিবার থেকে পরিষেবা দেওয়ার কাজ ফের শুরু করছে সল্টলেকের আনন্দলোক হাসপাতাল। হাসপাতাল ১৮টি ইউনিটই আজ চালু হয়ে যাবে। বুধবার এক সাংবাদিক সম্মেলনে এ কথা ঘোষণা করেন সংস্থার অন্যতম কর্ণধার দেবকুমার শরাফ। হাজির ছিলেন বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত। মেয়র বলেন, ‘‘এক জন আবাসিক হিসেবে হাসপাতালের পাশে দাঁড়িয়েছি। সল্টলেকের ব্যবসায়ীরাও পাশে দাঁড়িয়েছেন। হাসপাতাল ফের খুলবে।’’

দেবকুমারবাবু জানান, কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থা অর্থ সাহায্য করেছে। আরও অনেকে অর্থ সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। হাসপাতালের কর্মীরাও আপাতত এক মাসের বেতন নিচ্ছেন না। তাতে কিছুটা সঞ্চয় বাড়বে। কর্তৃপক্ষের দাবি, এর ফলে বকেয়া মেটানো সম্ভব হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Anandalok Hospital
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE