Advertisement
২৫ এপ্রিল ২০২৪

খেলার অনুমতি রবীন্দ্র সরোবরে

রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে নৈশালোকে আইএসএল খেলার অনুমতি দিল জাতীয় পরিবেশ আদালত। তবে খেলার সময়ে পরিবেশ বিধির নজরদারি রাখতে বলেছে বিচারপতি এস পি ওয়াংদি এবং বিশেষজ্ঞ-সদস্য পি সি মিশ্রের ডিভিশন বেঞ্চ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৬ ০১:৫২
Share: Save:

রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে নৈশালোকে আইএসএল খেলার অনুমতি দিল জাতীয় পরিবেশ আদালত। তবে খেলার সময়ে পরিবেশ বিধির নজরদারি রাখতে বলেছে বিচারপতি এস পি ওয়াংদি এবং বিশেষজ্ঞ-সদস্য পি সি মিশ্রের ডিভিশন বেঞ্চ। বুধবার আদালত জানিয়েছে, সরোবরের ভারপ্রাপ্ত সংস্থা কেআইটি, খেলার আয়োজক এবং রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে এই নজরদারি রাখতে হবে। নজর রাখতে বলা হয়েছে কলকাতার পুলিশ কমিশনারকেও।

রবীন্দ্র সরোবর স্টে়ডিয়ামে খেলার বিতর্ক নিয়ে দায়ের হওয়া মামলায় প্রশ্ন উঠেছিল, রাতে আলো জ্বালালে পাখি ও গাছের সমস্যা হবে। তারস্বরে সাউন্ডবক্স বাজালেও দূষণ হবে। এ সব খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ কমিটি নিযুক্ত করেছিল পরিবেশ আদালত। সেই কমিটি পরিদর্শন করে রিপোর্টও জমা দিয়েছে। তাতে আলো নিয়ে পাখি ও গাছের সমস্যা হবে না বলেই জানানো হয়েছে। তবে পরিবেশ বাঁচাতে কয়েকটি সুপারিশও করা হয়েছে।

সেই রিপোর্ট অবশ্য সন্তোষজনক নয় বলেই এ দিন মন্তব্য করেন বিচারপতি ওয়াংদি। কিন্তু ফের পরিদর্শনের সময় না থাকায় নজরদারির মধ্যে খেলা চালাতে বলেন তিনি। সাউন্ডবক্সে ঘোষণা, থিম সং এবং জাতীয় সঙ্গীত ছাড়া অন্য কোনও ঘোষণা করা যাবে না বলেও আদালত জানিয়েছে। সরোবরে সাতটি খেলা হওয়ার কথা। আয়োজকদের আইনজীবী অর্পিতা চৌধুরী এ দিন আদালতে বলেন, অ্যাটলেটিকো দে কলকাতা সেমিফাইনালে উঠলে আট নম্বর খেলার আয়োজন করতে হবে। ফলে অতিরিক্ত খেলার অনুমতি দেওয়া হোক। আদালত জানিয়েছে, আট নম্বর খেলার প্রয়োজন হলে ফের নতুন ভাবে আর্জি জানিয়ে অনুমতি নিতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rabindra Sarobar Stadium ISL
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE