Advertisement
১৮ এপ্রিল ২০২৪

ঘুষ নিয়ে পাকড়াও সেনাবাহিনীর কর্নেল

সিবিআই সূত্রে জানা গিয়েছে, ওই বেসরকারি সংস্থাকে কিছু মালপত্রের বরাত পাইয়ে দেওয়ার জন্য কর্নেল শৈবাল কুমার ১ লক্ষ ৮০ হাজার টাকা ঘুষ চেয়েছিলেন। চলতি বছরের প্রথম দফায় ফেব্রুয়ারি মাসে ৫০ হাজার টাকা নিয়েছিলেন তিনি।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ জুন ২০১৭ ০১:২৯
Share: Save:

ঘুষ নেওয়ার অভিযোগে সেনাবাহিনীর এক কর্নেল-সহ চার জনকে গ্রেফতার করল সিবিআই। গোয়েন্দারা জানিয়েছেন, ধৃত কর্নেলের নাম শৈবাল কুমার। তিনি কলকাতায় সেনার ইস্টার্ন কম্যান্ডে ‘প্ল্যানিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং’ শাখায় কর্মরত। সিবিআইয়ের হাতে পাকড়াও হওয়া বাকি তিন জনের নাম শরৎ নাথ, বিজয় নায়ডু এবং অমিত রায়। তাঁরা পুণের একটি বেসরকারি সংস্থার পদস্থ কর্তা। শরৎ সংস্থার ম্যানেজিং ডিরেক্টর। ওই তিন জনের কাছ থেকেই ৫০ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে ধরা পড়েছেন সেনাকর্তা।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, ওই বেসরকারি সংস্থাকে কিছু মালপত্রের বরাত পাইয়ে দেওয়ার জন্য কর্নেল শৈবাল কুমার ১ লক্ষ ৮০ হাজার টাকা ঘুষ চেয়েছিলেন। চলতি বছরের প্রথম দফায় ফেব্রুয়ারি মাসে ৫০ হাজার টাকা নিয়েছিলেন তিনি। ওই লেনদেনের খবর পাওয়ার পর থেকেই তক্কে তক্কে ছিল সিবিআই। দিন কয়েক আগে পুণে থেকে ওই সংস্থার কর্তারা কলকাতায় আসেন। তার পর থেকেই নজরদারি চালাচ্ছিলেন গোয়েন্দারা।

শনিবার কর্নেলকে আরও ৫০ হাজার টাকা দেওয়ার পরেই সংস্থার ডিরেক্টর বিজয় নায়ডুকে পাকড়াও করা হয়। তাঁর সূত্র ধরে গ্রেফতার করা হয় বাকিদের। কর্নেলের বা়ড়িতে তল্লাশি চালিয়ে ঘুষের টাকাও উদ্ধার হয়েছে বলে সিবিআইয়ের দাবি। এই সূত্রে কলকাতা ও পুণে মিলিয়ে চারটি জায়গায় তল্লাশি অভিযানও হয়েছে। এই চক্রে আর কারা জড়িত রয়েছেন, তা জানতে তদন্ত শুরু করেছেন গোয়েন্দারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Army colonel bribe arrest CBI Bribery
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE