Advertisement
২৪ এপ্রিল ২০২৪

প্রতারণার অভিযোগে ধৃত

ওয়েবসাইটে গাড়ির ব্যবসার নামে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে বৃহস্পতিবার রাতে বেলঘরিয়া থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল বিধাননগর পুলিশ। ধৃতের নাম সন্ময় বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৬ ০১:৩২
Share: Save:

ওয়েবসাইটে গাড়ির ব্যবসার নামে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে বৃহস্পতিবার রাতে বেলঘরিয়া থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল বিধাননগর পুলিশ। ধৃতের নাম সন্ময় বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার বিধাননগর আদালতে ধৃতের তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ হয়। পুলিশ জানায়, কলকাতা হাইকোর্টের আইনজীবী রজতশুভ্র দাসের অভিযোগের ভিত্তিতে এই গ্রেফতার। আইনজীবী জানান, অনলাইনে গাড়ি বিক্রির বিজ্ঞাপন দেখে বিজ্ঞাপনদাতা সংস্থার সঙ্গে তিনি যোগাযোগ করেন। তখনই সংস্থার কর্তা সন্ময়ের সঙ্গে যোগাযোগ হয়। প্রথমে একটি কফি শপে তাঁর সঙ্গে দেখা করেন সন্ময়। পরে বন্ধুত্ব পাতানোর চেষ্টা শুরু হয়। আইনজীবীকে নিয়ে নিজের বাড়ি নিয়ে যান সন্ময়। নানা ভাবে আইনজীবীর বিশ্বাস অর্জন করেন সন্ময়। সেই সূত্র ধরে কয়েক ধাপে ৩ লক্ষ ৩৩ হাজার ৫০০ টাকা দেন আইনজীবী।

অভিযোগ, এর পরে শুরু হয় টালবাহানা। পরে একটি গাড়ি ও গাড়ির নথি দেওয়া হয় আইনজীবীকে। কিন্তু সেই গাড়ি চালানোই যাচ্ছে না দেখে সন্ময়ের সঙ্গে যোগাযোগ করেন ওই আইনজীবী। তাঁকে বলা হয়, ওই গাড়ি যে সংস্থার তার সার্ভিস সেন্টার থেকে গাড়ি মেরামত করিয়ে নিতে। খরচ পরে সন্ময় দিয়ে দেবেন।

সার্ভিস সেন্টারে গিয়ে প্রতারণার গন্ধ পান আইনজীবী। নথি দেখে সার্ভিস সেন্টারের কর্মীরা জানিয়ে দেন, গাড়ির সঙ্গে নথির মিল নেই। এর পরে সন্ময়কে তা নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি আইনজীবীকে জানান, পুলিশকে ধোঁকা দিতে ওই ব্যবস্থা করতে হয়। তিনি গাড়ি মেরামত করিয়ে দেবেন।

অভিযোগ, এই প্রতিশ্রুতি দেওয়ার পরে এক দিন আচমকা আইনজীবীর বাড়িতে গিয়ে গাড়ি নিজেই মেরামত করেন সন্ময়। তার পরে গাড়ি নিয়ে চলে যান। এর পর থেকে গাড়ি কিংবা টাকা কোনওটাই ফেরত পাননি ওই আইনজীবী। এক সেনা অফিসার এবং এক জন পাইলটও একই ভাবে প্রতারিত হয়েছেন বলে জানান ওই আইনজীবী। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আরও কারা যুক্ত, খতিয়ে দেখা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE