Advertisement
১৮ এপ্রিল ২০২৪

জাদুঘরের ঠিকাদার এ বার ‘ক্ষতি’ করল ভিক্টোরিয়ার

যারা জাদুঘরে মূর্তি ভেঙেছিল, তারাই এ বার অ্যাসিডে নষ্ট করে ফেলল ভিক্টোরিয়া মেমোরিয়ালের সজ্জা। অভিযোগ খোদ পুরাতত্ত্ব সর্বেক্ষণ সংস্থার। এ বারও অভিযোগের আঙুল যাদের দিকে, কেন্দ্রীয় সরকারের সেই ঠিকাদারি সংস্থা ‘ন্যাশনাল বিল্ডিং কনস্ট্রাকশন কর্পোরেশন’ (এনবিসিসি)-এর বিরুদ্ধেই কিছু দিন আগে জাদুঘর সংস্কার করতে গিয়ে একাধিক গ্যালারি ও শিল্পসামগ্রী নষ্টের অভিযোগ উঠেছিল।

‘ক্ষতিগ্রস্ত’ অংশ এ ভাবেই ঢেকে রেখেছেন কর্তৃপক্ষ। — নিজস্ব চিত্র।

‘ক্ষতিগ্রস্ত’ অংশ এ ভাবেই ঢেকে রেখেছেন কর্তৃপক্ষ। — নিজস্ব চিত্র।

কাজী গোলাম গউস সিদ্দিকী ও দীক্ষা ভুঁইয়া
শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৫ ০১:১৪
Share: Save:

যারা জাদুঘরে মূর্তি ভেঙেছিল, তারাই এ বার অ্যাসিডে নষ্ট করে ফেলল ভিক্টোরিয়া মেমোরিয়ালের সজ্জা। অভিযোগ খোদ পুরাতত্ত্ব সর্বেক্ষণ সংস্থার।

এ বারও অভিযোগের আঙুল যাদের দিকে, কেন্দ্রীয় সরকারের সেই ঠিকাদারি সংস্থা ‘ন্যাশনাল বিল্ডিং কনস্ট্রাকশন কর্পোরেশন’ (এনবিসিসি)-এর বিরুদ্ধেই কিছু দিন আগে জাদুঘর সংস্কার করতে গিয়ে একাধিক গ্যালারি ও শিল্পসামগ্রী নষ্টের অভিযোগ উঠেছিল। যদিও অভিযোগ মানতে নারাজ ভিক্টোরিয়া বা এনবিসিসি-র কর্তৃপক্ষ। তাঁদের দাবি, তেমন কোনও ক্ষতি হয়নি।

ভিক্টোরিয়া মেমোরিয়ালের একটি সূত্রের খবর, সম্প্রতি সংস্কারের একটি অংশের কাজ দেখতে এসেছিলেন পুরাতত্ত্ব সর্বেক্ষণ (এএসআই)-এর পূর্বাঞ্চলের অধিকর্তা ফণীভূষণ মিশ্র। ভিক্টোরিয়ায় দাঁড়িয়েই তিনি পুরাতাত্ত্বিক নির্মাণ এবং সামগ্রীর নষ্টের অভিযোগ তুলে তাঁর ক্ষোভের কথা জানিয়ে দেন। শুধু তাই নয়, মৌখিক ভাবে ভিক্টোরিয়া কর্তৃপক্ষকে ওই ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে পুলিশে অভিযোগও জানাতে বলেছেন তিনি।

কিন্তু ভিক্টোরিয়া এবং ঠিকাদার সংস্থা এনবিসিসি-র কর্তৃপক্ষ এএসআইয়ের ওই কর্তার সঙ্গে একমত হননি। ভিক্টোরিয়ার কিউরেটর-সেক্রেটারি জয়ন্ত সেনগুপ্ত বলেন, ‘‘কোনও পুরাতাত্ত্বিক সামগ্রী নষ্ট হয়নি। একটি গ্যালারির সংস্কার করতে গিয়ে মনে হয়েছে বিশেষজ্ঞদের আরও মতামতের প্রয়োজন রয়েছে। তাই সেখানে কাজ বন্ধ রাখা হয়েছে। পুরো বিষয়টি অছি পরিষদের সভাপতি তথা রাজ্যপাল এবং কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের নজরে আনা হয়েছে।’’

ভিক্টোরিয়া কর্তৃপক্ষ বিষয়টিতে বিশেষ গুরুত্ব না দিলেও এএসআই কর্তা বিষয়টিকে খুব একটা হাল্কা ভাবে নিচ্ছেন না। এএসআই সূত্রের খবর, ভিক্টোরিয়ার উত্তর দিকের গেটের ভিতরে মূল ভবনের মুখে দু’পাশে রয়েছে দু’টি ‘ব্রোঞ্জের ডেকোরেটিভ রিলিফ প্যানেল’। এএসআই-এর অভিযোগ, ওই দু’টি প্যানেলের মূর্তিগুলি (রিলিফ) অ্যাসিড দিয়ে পরিষ্কার করতে গিয়ে নষ্ট করে ফেলা হয়েছে। সূত্রের খবর, অ্যাসিডে নষ্ট হয়ে যাওয়া প্যানেল দু’টি ‘ইররিমুভেব্‌ল’ রং দিয়ে পালিশ করার পরিকল্পনা করা হয়েছিল। তাতে বাধ সেধেছেন এএসআই-এর পূর্বাঞ্চলীয় অধিকর্তা। এটিকে ‘অপরাধ’ হিসেবে চিহ্নিত করে এনবিসিসি-র বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করার সুপারিশ করেছেন তিনি।

শুধু এই মূর্তি নিয়ে অভিযোগ তোলাই নয়, ভিক্টোরিয়ার দোতলায় ‘ন্যাশনাল লিডার’ গ্যালারির দু’দিকের ৯টি করে মোট ১৮টি বড় মাপের ফুটো করা হয়েছে। সেখানে লোহার রড দিয়ে মাচা বেঁধে ‘সেন্ট্রাল এসি’ বসানোর ব্যবস্থা করা হচ্ছে। এই কাজের জন্য প্রায় ৩০০ মেট্রিক টন লোহার রড বসানোর পরিকল্পনা ছিল ওই ঠিকাদার সংস্থার। ভিক্টোরিয়ার একটি সূত্র জানিয়েছে, এএসআই অধিকর্তা গ্যালারির ওই অবস্থা দেখে প্রচণ্ড ক্ষুব্ধ হন। তাঁর অভিযোগ, গ্যালারিতে এই কাজ করতে গিয়ে ঠিকাদার সংস্থা ভিক্টোরিয়ার একটি অংশের বড় রকমের ক্ষতি করে ফেলেছে। এতে ভিক্টোরিয়া মেমোরিয়ালের স্থাপত্য নষ্ট হয়েছে বলেও তিনি অভিমত প্রকাশ করেন।

এএসআই-এর এই অভিযোগ প্রসঙ্গে কী বলছেন ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষ?

ব্রোঞ্জের মূর্তি (রিলিফ) নষ্টের প্রসঙ্গে ভিক্টোরিয়ার কিউরেটর-সেক্রেটারি জয়ন্ত সেনগুপ্ত বলেন, ‘‘এএসআইয়ের ওই কর্তাকে আমরাই ডাকি কাজ দেখার জন্য। কিন্তু তিনি এসে কাজ দেখে গেলেও এখনও আমাকে কোনও লিখিত রিপোর্ট পাঠাননি। তিনি আরও বলেন, ‘‘সিঁড়ির দু’পাশের ‘ব্রোঞ্জের ডেকোরেটিভ প্যানেল’টির ধুলোবালি সাফ করা হচ্ছিল। তা করতে গিয়েই ওই মূর্তির পালিশটি উঠিয়ে ফেলেছে ঠিকাদার সংস্থা। কিন্তু তাতে প্যানেলের ব্রোঞ্জ-মূর্তির কোনও ক্ষতি হয়নি।’’ তাঁর দাবি, ‘‘যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক বিশেষজ্ঞকে দিয়ে ‘রিলিফটি’ পরীক্ষা করানো হয়েছিল। ওই বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই ফের তা পালিশ করা হচ্ছিল।’’ গ্যালারি নষ্টের অভিযোগ প্রসঙ্গে জয়ন্তবাবু বলেন, ‘‘বিশেষজ্ঞের পরামর্শ মেনেই কাজ করা হচ্ছিল। পরে আবার এ ব্যাপারে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে।’’

এ ব্যাপারে কী বলছেন অভিযুক্ত ঠিকাদারি সংস্থা এনবিসিসি কর্তৃপক্ষ? সংস্থার এক কর্তা বলেন, ‘‘ব্রোঞ্জের প্যানেলের ধুলোবালি তুলতে তা রাসায়নিক দ্রবণ দিয়ে পরিষ্কার করা হয়েছে। তাতে প্যানেলের মূর্তির কোনও ক্ষতি হয়নি। ভিক্টোরিয়ার সংস্কারের সব কাজই বিশেষজ্ঞদের দিয়ে যাচাই করানো হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE