Advertisement
২৫ এপ্রিল ২০২৪

টুকরো খবর

বিধাননগরে গণধর্ষণের ঘটনায় নির্যাতিতা মহিলার মেডিক্যাল পরীক্ষার রিপোর্ট থেকে নির্দিষ্ট কোনও সূত্র মেলেনি। তেমনই জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। আর সেখানেই গণধর্ষণের ঘটনাটির সারবত্তা নিয়ে সংশয়ে পড়েছেন তদন্তকারীরা। রবিবার বিধাননগর পূর্ব থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের হয়। অন্য দিকে, ২৭ ফেব্রুয়ারি রেস্তোরাঁ মালিকের পক্ষ থেকে ওই পরিচারিকার স্বামীর বিরুদ্ধে কয়েক লক্ষ টাকা চেয়ে ফোনে হুমকির অভিযোগ দায়ের হয়।

শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৫ ০১:৫০
Share: Save:

‘ধর্ষণ’ নিয়ে ধন্দে পুলিশ

নিজস্ব সংবাদদাতা

বিধাননগরে গণধর্ষণের ঘটনায় নির্যাতিতা মহিলার মেডিক্যাল পরীক্ষার রিপোর্ট থেকে নির্দিষ্ট কোনও সূত্র মেলেনি। তেমনই জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। আর সেখানেই গণধর্ষণের ঘটনাটির সারবত্তা নিয়ে সংশয়ে পড়েছেন তদন্তকারীরা। রবিবার বিধাননগর পূর্ব থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের হয়। অন্য দিকে, ২৭ ফেব্রুয়ারি রেস্তোরাঁ মালিকের পক্ষ থেকে ওই পরিচারিকার স্বামীর বিরুদ্ধে কয়েক লক্ষ টাকা চেয়ে ফোনে হুমকির অভিযোগ দায়ের হয়। দু’টি অভিযোগের তদন্তে নেমে ধন্দে পড়েছেন তদন্তকারীরা। রেস্তোরাঁ মালিককে হুমকির অভিযোগ দায়ের হওয়ার পরে কেন গণধর্ষণের অভিযোগ দায়ের করা হল, প্রশ্ন উঠেছে তা নিয়ে। পুলিশ সূত্রের খবর, এখনও পর্যন্ত পাওয়া তথ্যে অসঙ্গতি রয়েছে। ফলে সব মিলিয়ে ২৩ ফেব্রুয়ারি রাতে ঠিক কী ঘটেছিল, তা নিয়ে নিশ্চিত ভাবে কিছু জানাতে পারেনি পুলিশ। ওই ঘটনায় জড়িত সন্দেহে সোমবার তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ঘটনার প্রতিকার চেয়ে এ দিন সন্ধ্যায় বিধাননগর পূর্ব থানায় বিক্ষোভ দেখান বাম মহিলা কর্মীরা। পরে তাঁরা পুলিশকে স্মারকলিপিও দেন।

আত্মসমর্পণ করে জামিন সুমনেরও

বারাসত আদালতে সুমন মুখোপাধ্যায়।—নিজস্ব চিত্র।

আত্মহত্যার চেষ্টা, হোটেলে ভাঙচুর ও প্রতারণার মামলায় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় জামিন পেয়েছেন তিন দিন আগে। সোমবার সংশ্লিষ্ট মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন নাট্যকর্মী সুমন মুখোপাধ্যায়ও। বারাসত আদালতের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট মধুমিতা রায় চার হাজার টাকার বন্ড এবং দু’জন জামিনদার রেখে তাঁর জামিন মঞ্জুর করেন। গত ২২ মে রাজারহাটের একটি হোটেলে ভাঙচুর এবং হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টার অভিযোগ ওঠে স্বস্তিকার নামে। হোটেলের এক রক্ষীর অভিযোগের ভিত্তিতে মামলা হয় সুমনের বিরুদ্ধেও। নিউ টাউন থানার পুলিশ সুমনকে অনেক ক্ষণ আটকে ‘হেনস্থা’ করেছে বলে শোরগোল হয়। ৮ জানুয়ারি সুমন-স্বস্তিকার নামে চার্জশিট দেয় পুলিশ। শুক্রবার বারাসত আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন স্বস্তিকা। তাঁদের আইনজীবী সৌম্যজিৎ রাহা জানান, পরবর্তী শুনানি ১৩ মার্চ।

অঙ্কের বই নিয়ে নালিশ

সরকারি পাঠ্যক্রম কমিটির পাঠ্যসূচি মেনে স্কুল স্তরে নতুন পাঠ্যবই তৈরি হয়েছে। তা নিয়ে ছাত্র-শিক্ষকদের মতামত জানার দায়িত্ব পাঠ্যক্রম কমিটিকেই দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কোনও বই নিয়ে অসুবিধা থাকলে পরিবর্তন করা হবে বলে সোমবার বিধানসভায় জানান তিনি। সিপিএমের রঞ্জিত মণ্ডলের অভিযোগ, নবম শ্রেণির গণিত বইটি খুব কঠিন। ওই বই পড়ালে অনেক ছাত্রছাত্রীরই অকৃতকার্য হওয়ার আশঙ্কা আছে। বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিবেচনার আশ্বাস দেন মন্ত্রী। অধিবেশন কক্ষের বাইরে পার্থবাবু বলেন, “জেলা ধরে চার-পাঁচটি স্কুলে পাঠ্যবই সম্পর্কে মত নিতে বলেছি পাঠ্যক্রম কমিটিকে।”

মিলল জামিন

একটি মানহানির মামলায় অভিযুক্ত হয়ে কংগ্রেস কাউন্সিলর প্রকাশ উপাধ্যায় সোমবার আলিপুর আদালতে জামিন নেন। ৩০ এপ্রিল তাঁকে ফের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। প্রকাশবাবুর আইনজীবী সমীর দাস জানান, তাঁর মক্কেলের বিরুদ্ধে সমন জারি হয়েছিল। তাই এ দিন আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। গড়িয়ার একটি বিজ্ঞাপন সংস্থা প্রকাশবাবুর বিরুদ্ধে কলকাতা পুরসভার কিছু অসত্য তথ্য প্রকাশের অভিযোগ এনে মানহানির মামলা করেছে।

ব্লেড চালিয়ে

ক্লাসে হাজিরার হার যথেষ্ট ছিল না। তবু ভোট প্রক্রিয়ায় যোগদানের অধিকার চেয়ে অনশন করেছিলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা-সহ কিছু পড়ুয়া। প্রয়োজনীয় হাজিরা না-থাকা সত্ত্বেও পরীক্ষায় বসতে দেওয়ার দাবিতে এ বার নিজেরাই নিজেদের হাতে ব্লেড চালিয়ে রক্তপাত ঘটালেন ক্ষুদিরাম বোস সেন্ট্রাল কলেজের পাঁচ ছাত্র। ঘটনাটি ঘটেছে সোমবার। কর্তৃপক্ষ অবশ্য জানিয়ে দিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী হাজিরা না-থাকলে পরীক্ষায় বসতে দেওয়া কোনও মতেই সম্ভব নয়।

পুড়ে গেল সিটিসি-র এই বাসটি। সোমবার রাতে শিয়ালদহের বিদ্যাপতি সেতুতে ওঠা মাত্রই বাস থেকে ধোঁয়া বেরোতে দেখেন চালক।

মিনিট পনেরোর মধ্যে ভস্মীভূত হয়ে যায় বাস। দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। এর জেরে ব্যাপক যানজট হয়।—নিজস্ব চিত্র।

রং-বাহাদুর

পিচকিরি আর মুখোশ নিয়ে খুদেদের লড়াই। সোমবার, আমহার্স্ট স্ট্রিটে। ছবি: স্বাতী চক্রবর্তী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

cal tukro brief story
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE