Advertisement
১৯ এপ্রিল ২০২৪

টুকরো খবর

ট্যাক্সিচালকদের উপরে প্রশাসনের জুলুম নিয়ে সরব হল সিপিএমের শ্রমিক সংগঠন সিটু। সংগঠনের নেতা অনাদি সাহু বৃহস্পতিবার আন্দোলনে নামার হুমকি দিয়ে জানান, প্রয়োজনে নবান্ন অভিযানও করবেন।

শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৪ ০০:৩৩
Share: Save:

ট্যাক্সির ‘জুলুম’, সরব সিটু

নিজস্ব সংবাদদাতা

ট্যাক্সিচালকদের উপরে প্রশাসনের জুলুম নিয়ে সরব হল সিপিএমের শ্রমিক সংগঠন সিটু। সংগঠনের নেতা অনাদি সাহু বৃহস্পতিবার আন্দোলনে নামার হুমকি দিয়ে জানান, প্রয়োজনে নবান্ন অভিযানও করবেন। পরিবহণমন্ত্রী মদন মিত্র অবশ্য সিটু-র দাবি কার্যত উড়িয়ে দিয়ে বলেন, “৩৪ বছর ধরে ওঁরা মানুষের জন্য অনেক চিন্তা করেছেন। এখন যত কম করেন, ততই ভাল!” তবে অনাদিবাবুদের কিছু দাবির যে বাস্তবতা রয়েছে, তা এ দিন ঠারেঠোরে স্বীকার করে নেন মন্ত্রী। এর মধ্যে প্রধান হল, অষ্টম শ্রেণি বা মাধ্যমিক পাশ না হলে লাইসেন্স নবীকরণ না-করার বিষয়টি। শ্রমিক সংগঠনগুলিকে সঙ্গে নিয়ে বৈঠক ডাকার ব্যাপারে অনাদিবাবুদের প্রস্তাবেও সমর্থন জানান মন্ত্রী। ট্যাক্সিচালকদের যাত্রী প্রত্যাখ্যান সমর্থন না করলেও সংগঠনের নেতা অনাদি সাহু এ দিন বলেন, “যে ভাবে প্রত্যাখ্যানের ক্ষেত্রে জরিমানা ১০০ টাকা থেকে বাড়িয়ে তিন হাজার এবং তিন বার জরিমানা হলে লাইসেন্স বাতিলের কথা বলা হয়েছে, আমরা তার বিরুদ্ধে।” অনাদিবাবুর অভিযোগ, প্রতি মাসে ট্রাফিক পুলিশকে নির্দিষ্ট সংখ্যক ‘কেস’ দেওয়ার নির্দেশ দেওয়া থাকে। তার চাপে পুলিশ ট্যাক্সিচালকদের মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে। অনাদিবাবুর আশঙ্কা, “সরকারের নীতিতে বাস কমেছে। ট্যাক্সি সম্পর্কে এমন স্বৈরাচারী মনোভাব নিলে তা-ও কমে যাবে!” সিটু-র পুলিশি হেনস্থার দাবি স্বীকার করে নিচ্ছে ট্যাক্সিমালিক সংগঠনগুলিও। তবে বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের নেতা বিমল গুহর দাবি, “কেন্দ্রীয় মোটর ভেহিকলস আইন অনুযায়ী, তিন বার চালক নিয়ম ভাঙলে, তাঁর লাইসেন্স বাতিল হতে পারে।”

জাল পাসপোর্ট-সহ ধৃত যাত্রীকে ‘মার’

এক বিমানযাত্রীকে ধরে মারার অভিযোগ উঠল কলকাতা বিমানবন্দরের অভিবাসন দফতরের অফিসারদের বিরুদ্ধে। বিমানবন্দর সূত্রে খবর, ওই যাত্রীর নাম আকবর আলি। বৃহস্পতিবার বিমানে ওঠার আগে দেখা যায়, কোনও এক ভারতীয় যুবকের পাসপোর্টে নিজের ছবি লাগিয়ে তিনি বিদেশ যাওয়ার চেষ্টা করছিলেন। গ্রেফতার করা হয় তাঁকে। বিমানবন্দরের কর্মীদের অভিযোগ, জিজ্ঞাসাবাদের সময়ে ‘সন্তুষ্ট’ করতে না পারায় তিন অফিসার তাঁকে মারধর করেন। আহত অবস্থায় বিমানবন্দর থানায় নিয়ে গেলে পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নিতে অস্বীকার করে। পুলিশ জানায়, ওই যাত্রীর কপাল কেটে রক্ত পড়ছিল। তাঁর বিরুদ্ধে থানায় যে লিখিত অভিযোগ আনা হয়েছিল, সেই অভিযোগ এবং যাত্রীকে নিয়ে অফিসারেরা ফের বিমানবন্দরের ভিতরে চলে যান। জানা গিয়েছে, পরে বিমানবন্দরের চিকিৎসকদের দিয়ে চিকিৎসাও করানো হয়। অভিবাসনের দায়িত্বে থাকা কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার শাকিল আহমেদকে এ নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “তদন্ত করে দেখা হবে।” অবশ্য অভিবাসন দফতর সূত্রে খবর, ওই যাত্রী রাতে তাঁদের হেফাজত থেকে পালিয়ে যান।

অম্বিকেশ কাণ্ড

থানায় আটকে রাখা হয়েছিল মাত্র তিন ঘণ্টা। তার জন্য ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ একটু বেশি বলে কলকাতা হাইকোর্টে জানাল রাজ্য সরকার। ব্যঙ্গচিত্র কাণ্ডে অম্বিকেশ মহাপাত্রকে থানায় তিন ঘণ্টা আটকে রাখা হয়। সেই ঘটনায় ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে সুপারিশ করে রাজ্য মানবাধিকার কমিশন। সরকার তা দেয়নি। তাই হাইকোর্টের দ্বারস্থ হন অম্বিকেশবাবু। বিচারপতি দীপঙ্কর দত্তের এজলাসে সরকারি আইনজীবী প্রশ্ন তোলেন, তিন ঘণ্টার জন্য ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ কি বেশি নয়?

পথ বদল

পুলিশের চাপে গাজা নিয়ে প্রতিবাদ মিছিলেরও পথ বদলাতে হচ্ছে বামেদের! গাজার উপরে ইজরায়েলি আক্রমণের প্রতিবাদে আজ, শুক্রবার ধর্মতলার ওয়াই চ্যানেল থেকে মার্কিন তথ্যকেন্দ্র পর্যন্ত মিছিল ছিল বাম ট্রেড ইউনিয়নগুলির। তথ্যকেন্দ্র পর্যন্ত মিছিল যেতেই দেয় না পুলিশ। কাছাকাছি কোথাও মিছিল শেষ হয়। এ বার পুলিশ বাম শ্রমিক নেতৃত্বকে বলে ওয়াই চ্যানেলের পরিবর্তে মিছিল শুরু করতে হবে রানি রাসমণি অ্যাভিনিউ থেকে। বামেরা মিছিল শেষ করতে চেয়েছিলেন বিড়লা তারামণ্ডলের কাছে।

ধর্ষকের সাজা

খিদিরপুর অঞ্চলে এক কিশোরীকে ভয় দেখিয়ে ঘরে আটকে একাধিক বার ধর্ষণ করার অভিযোগে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিল আলিপুর আদালত। অভিযুক্তের ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের নির্দেশ দেন পঞ্চদশ অতিরিক্ত জেলা ও দায়েরা জজ সুনির্মল দত্ত। সরকারি আইনজীবী অলোক দত্তচৌধুরী জানান, ২০১২ সালের ২৯ অগস্ট শেষ ধর্ষণের ঘটনা ঘটে।

চরস পাচার, ধৃত

মিষ্টির বাক্সে চরস পাচার করতে গিয়ে বিমানবন্দরে ধরা পড়লেন এক ব্যক্তি। ধৃতের নাম জাফর আলম। বাড়ি খিদিরপুরে। বুধবার তাই এয়ারওয়েজের বিমানে তাঁর ব্যাঙ্কক হয়ে হংকং যাওয়ার কথা ছিল। জাফরের গতিবিধি দেখে সন্দেহ হয় শুল্ক অফিসারদের। ব্যাগ তল্লাশি করে মিষ্টির বাক্সে মেলে প্রায় ৭.৭ কেজি চরস। তার বাজার দর ৬ লক্ষ টাকার কিছু বেশি বলে অফিসারেরা জানান।

দু’টি অপমৃত্যু

শহরে দু’টি অপমৃত্যুর ঘটনা ঘটল। পুলিশ জানায়, বৃহস্পতিবার চিৎপুর থানার বীরপাড়া লেনে এক তরুণীর ঝুলন্ত দেহ মেলে। মৃতার নাম সোমা চক্রবর্তী (২৩)। আর জি করে তাঁকে মৃত ঘোষণা করা হয়। এ দিনই মানিকতলা মেন রোডে হরি পাল (৪৬) নামে এক ব্যক্তির ঝুলন্ত দেহ মেলে। পুলিশ জানায়, পেশায় দর্জি হরিবাবু অবসাদে ভুগছিলেন।

উত্তম কুমারের স্মরণে রাজ্য সরকারি অনুষ্ঠানে নায়ক-সাংসদ দেবকে

সম্মান জানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে সম্মানিত কয়েক জন।

বৃহস্পতিবার, নজরুল মঞ্চে। ছবি: দেবাশিস রায়।

আজ তাঁর ৮৫ বছরের জন্মদিন। তার আগে নিজের বাড়িতে

সোমনাথ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার। —নিজস্ব চিত্র।

ভ্রম সংশোধন

বৃহস্পতিবারের ‘গৃহশিক্ষকের তথ্য দিন থানায়...’ শীর্ষক খবরে শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান

অশোকেন্দু সেনগুপ্তের নাম ভুলবশত অশোকেন্দু সিংহ প্রকাশিত হয়েছে। শনিবারের (১৯ জুলাই)

একটি ছবির ক্যাপশনে কলকাতা পুরসভার বর্তমান কাউন্সিলর দুর্গা মুখোপাধ্যায়কে ‘প্রাক্তন’

বলা হয়েছে। অনিচ্ছাকৃত এই ভুলগুলির জন্য আমরা ক্ষমাপ্রার্থী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE