Advertisement
১৯ এপ্রিল ২০২৪

টুকরো খবর

টাকা ছিনতাইয়ের অভিযোগ জানাতে এসে এক বৃদ্ধকে পুলিশ হেনস্থা করেছে বলে অভিযোগ উঠল। বুধবার ঘটনাটি ঘটেছে বাগুইআটি থানায়। ওই বৃদ্ধের নাম শীতলপ্রসাদ সাউ। বাড়ি বাগুইআটির দশদ্রোণ এলাকায়। পুলিশ জানিয়েছে, অবসরপ্রাপ্ত শিক্ষক শীতলবাবু যশোহর রোডে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে পেনশনের ৩০ হাজার টাকা তুলে ফিরছিলেন।

শীতলপ্রসাদ সাউ

শীতলপ্রসাদ সাউ

শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৪ ০১:১১
Share: Save:

অভিযোগ জানাতে এসে ‘হেনস্থা’

নিজস্ব সংবাদদাতা

টাকা ছিনতাইয়ের অভিযোগ জানাতে এসে এক বৃদ্ধকে পুলিশ হেনস্থা করেছে বলে অভিযোগ উঠল। বুধবার ঘটনাটি ঘটেছে বাগুইআটি থানায়। ওই বৃদ্ধের নাম শীতলপ্রসাদ সাউ। বাড়ি বাগুইআটির দশদ্রোণ এলাকায়। পুলিশ জানিয়েছে, অবসরপ্রাপ্ত শিক্ষক শীতলবাবু যশোহর রোডে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে পেনশনের ৩০ হাজার টাকা তুলে ফিরছিলেন। বিমানবন্দরের ২ নম্বর গেটের কাছে একটি মোটরবাইক তাঁকে ধাক্কা মারে। রাস্তায় পড়ে যান শীতলবাবু। তাঁর হাতে-পায়ে চোট লাগে। সেই সুযোগে দুই বাইক-আরোহী তাঁর টাকার ব্যাগটি ছিনিয়ে চম্পট দেয়। এর পরে থানায় অভিযোগ জানাতে যান ওই বৃদ্ধ। ঘটনাচক্রে সে সময়ে থানায় উপস্থিত ছিলেন সংবাদমাধ্যমের লোকজন। শীতলবাবু যখন থানার বাইরে বসে অভিযোগপত্র লিখছিলেন, তখন ওই বৃদ্ধের শরীরে চোট দেখে তাঁরা জানতে চান, ঠিক কী ঘটেছে। শীতলবাবু ঘটনাটি তাঁদের বলার সময়ে এক অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর ওই বৃদ্ধকে কার্যত ধাক্কা মারতে মারতে থানার ভিতরে নিয়ে যান বলে অভিযোগ। পুরো ঘটনাটি ধরা পড়ে থানার সিসিটিভি-তেও। যদিও শীতলবাবু ওই ব্যাপারে কোনও অভিযোগ দায়ের করেননি। বাগুইআটি থানার ওসি জানিয়েছেন, কমিশনারেটের উচ্চপদস্থ কর্তারা ওই এএসআই-কে ডেকে পাঠিয়েছেন। বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা-প্রধান কঙ্করপ্রসাদ বারুই বলেন, “এখনও আমরা কোনও অভিযোগ পাইনি। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে দোষ প্রমাণিত হলে ওই অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

হোমগার্ডদের মারধর করে ধৃত ৩ যুবক

কর্তব্যরত হোমগার্ডদের মারধরের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাত ১টা নাগাদ ঘটনাটি ঘটে পার্ক স্ট্রিট এলাকায়। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম, সরফরাজ খান (২১), মহম্মদ সাব্বির (২৪) এবং জাহিদ খান (২৫)। এদের মধ্যে দু’জন মারকুইস স্ট্রিট এবং এক জন একবালপুরের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, ওই রাতে রফি আহমেদ কিদওয়াই রোড এবং রিপন স্ট্রিটের মোড়ে একটি কিয়স্কে ‘নাইট ডিউটি’ করছিলেন পার্ক স্ট্রিট থানার দুই হোমগার্ড। অভিযোগ, হঠাৎ একটি গাড়িতে তিন যুবক এসে কিয়স্কের গায়ে প্রস্রাব করে। কর্তব্যরত দুই হোমগার্ড নিষেধ করলে ওই তিন জন তাঁদের গালিগালাজ এবং মারধর শুরু করেন। খবর পেয়ে এক কনস্টেবল ঘটনাস্থলে গিয়ে ওই তিন যুবককে শান্ত করার চেষ্টা করেন। অভিযোগ, তখন হোমগার্ডদের ছেড়ে তারা কনস্টেবলকে মারতে শুরু করেন। খবর পেয়ে বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান পার্ক স্ট্রিট থানার এক কর্তা। তিনি ওই তিন জনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। পুলিশ সূত্রে খবর, এর পরেও তিন যুবক রাজ্যের ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা ও মন্ত্রীদের নাম করে শাসাতে থাকেন পুলিশকে। তারা পুলিশকে হুমকিও দেন বলে অভিযোগ। বুধবার দুপুরে অভিযুক্তদের ব্যাঙ্কশাল কোর্টে তোলা হলে আদালত তাদের ন’দিন বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেয়।

সরতে প্রস্তুত, পুরসভার বৈঠকে জানালেন হকারেরা

নিউ মার্কেটের সামনের রাস্তা থেকে সরে যেতে প্রস্তুত হকারেরা। বুধবার পুরসভায় এক বৈঠকে এমনই আশ্বাস দেন হকার ইউনিয়নের প্রতিনিধিরা। সেই সঙ্গে, ওই রাস্তার পার্কিং জোনও তুলে দেবে পুর প্রশাসন। এ দিন নিউ মার্কেটের সামনে থেকে হকার সরানো নিয়ে বৈঠক হয়। সেখানে ছিলেন মেয়র পারিষদ (বাজার) তারক সিংহ-সহ হগ মার্কেটের ব্যবসায়ী ও হকার ইউনিয়নের প্রতিনিধিরা। তারকবাবু জানান, বাট্রাম স্ট্রিট ও শ্রীরাম আর্কেডের সামনে প্রায় ২২৫ জন হকার রয়েছেন। পুরসভা সূত্রের খবর, নিউ মার্কেট চত্বর হকারদের দখলে চলে যাওয়ায় সেখানকার স্বাভাবিক পরিস্থিতি বিঘ্নিত হচ্ছিল। গত কয়েক মাসে কিছু হকারের দৌরাত্ম্যে কিছু শ্লীলতাহানির অভিযোগ নিয়ে ব্যবসায়ী মহলে ক্ষোভের সৃষ্টি হয়। পুরসভায় নালিশও হয়। এ দিন হকার ও ব্যবসায়ীদের সামনে তারকবাবু জানান, সোমবার ওঁদেরকে নিয়ে নিউ মার্কেট ঘোরা হবে। কোন কোন হকারকে সরানো হবে তা জানানো হবে। ওঁঁদের কোনও প্রস্তাব থাকলে তা নথিভুক্ত করা হবে।

বিমানে যান্ত্রিক গোলযোগ

কলকাতা থেকে যাত্রীদের নিয়ে উড়ে গিয়েছিল নির্বিঘ্নেই। কিন্তু, মাত্র ২০ মিনিট উড়ে যাওয়ার পরেই ককপিটে বিপদ সঙ্কেত পেলেন ড্রুক এয়ারের পাইলট। ৬১ জন যাত্রী নিয়ে এয়ারবাস ৩১৯ বিমানটি কলকাতা থেকে যাচ্ছিল সিঙ্গাপুর। কিন্তু, ঝুঁকি না নিয়ে কলকাতা বিমানবন্দরে ফিরে এল সেই বিমান। বিমানসংস্থার তরফে জানানো হয়েছে, সকালে তার আগে ওই বিমানটি যাত্রীদের নিয়ে ভূটানোর পারো থেকে কলকাতায় নেমেছে। কোথাও কোনও সমস্যা ছিল না। কলকাতা বিমানবন্দর সূত্রের খবর, বুধবার সকাল সাড়ে ৮টার কিছু পরে কলকাতা থেকে যাত্রীদের নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হওয়ার পরেই আকাশে দেখা দেয় বিপত্তি। এই যাত্রীদের মধ্যে ২২ জন ভুটানের পারো থেকে সিঙ্গাপুর যাচ্ছিলেন। কলকাতায় নামার পরে বিমানটি প্রাথমিক পরীক্ষা করে দেখা যায় সেটি পুরোপুরি সারিয়ে ফেলা সম্ভব নয়। তাই ঠিক হয় খালি বিমানটি পাঠিয়ে দেওয়া হবে পারোতে। সেখান থেকে ড্রুক এয়ারের অন্য একটি বিমান এসে কলকাতা থেকে যাত্রীদের নিয়ে সিঙ্গাপুর রওনা দেয়।

বাড়ি ফিরলেন চিৎপুরের ধর্ষিতা

ভাল আছে গর্ভস্থ শিশু, অনেকটা সুস্থ তিনিও, সে কারণে বুধবার বিকালে নীলরতন সরকার হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হল চিৎপুর রেলইয়ার্ডে গণধর্ষণের শিকার রেলকর্মীকে। এ দিন দমদম জিআরপি-র পুলিশই তাঁকে হাসপাতাল থেকে এয়ারপোর্ট থানার গঙ্গানগরের বাড়িতে পৌঁছে দেয়। এ দিন নারী ও সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা বলেন, “মেয়েটি ও তাঁর বাচ্চা সুস্থ আছে। সে জন্যই ছেড়ে দেওয়া হয়েছে।” চিৎপুরে কর্মস্থলে দিনের পর দিন নির্যাতনের পরে চার সহকর্মীর বিরুদ্ধে অভিযোগ সম্প্রতি অভিযোগ জানান অন্তসত্ত্বা ওই মহিলা। পরে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। অভিযোগ নিতে টালবাহানার কারণে ক্লোজ করা হয় রেল পুলিশের দুই অফিসারকেও। এর পরে ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসার জন্য নির্যাতিতাকে হাসপাতালে ভর্তি করে পুলিশ।

স্নাতক পার্ট থ্রি-র ফল আজ

কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ, বিএসসি পার্ট-থ্রি অনার্স (মেজর) এবং বিমিউজ পরীক্ষার ফল আজ, বৃহস্পতিবার প্রকাশিত হবে। কলেজের প্রতিনিধিদের মার্কশিট ও গেজেট শুক্রবার কলেজ স্ট্রিট ক্যাম্পাস থেকে দেওয়া হবে বলে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক সুজিতকুমার বড়ুয়া বুধবার জানান। ওয়েবসাইটে বিএ, বিএসসি পার্ট থ্রি অনার্স এবং মেজরের ফল জানা যাবে শুক্রবার ১১টা থেকে। ফল জানা যাবে এই সব ওয়েবসাইটে: www.wbresults.nic.in, www.exametc.com। এসএমএসের মাধ্যমে ফল জানার জন্য CUUG লিখে স্পেস দিয়ে পরীক্ষার্থীর ১০ সংখ্যার রোল নম্বর লিখে ৫৪২৪২ নম্বরে পাঠাতে হবে।

মৃতদেহ উদ্ধার

অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩০) দেহ উদ্ধার করল পুলিশ। বুধবার সকালে, বেহালার সেনহাটির একটি ঝিল থেকে। এলাকার বাসিন্দাদের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। তদন্তকারীরা জানান, তাঁর দেহে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে। দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে। বাসিন্দাদের অভিযোগ, সন্ধ্যা হলেই এই ঝিলটি ঘিরে বিভিন্ন রকম অসামাজিক কার্যকলাপ চলে। পুলিশকে বার বার জানিয়েও এর কোনও সুরাহা হয়নি।

পুড়ে মৃত্যু বৃদ্ধার

অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক প্রৌঢ়ার। বুধবার সকালে, ট্যাংরায়। মৃতার নাম সরযূ কুণ্ডু (৮০)। পুলিশ জানিয়েছে, এ দিন সরযূদেবীর বাড়িতে কেউ ছিলেন না। ওই বৃদ্ধার চিৎকার শুনে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। হাসপাতালে সরযূদেবীকে মৃত ঘোষণা করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, রোজকার মতো এ দিনও ওই মহিলা পুজো করছিলেন। তখনই প্রদীপ থেকে কোনও ভাবে তাঁর শাড়িতে আগুন ধরে যায়।

ফিরল বিমান

আইজল থেকে ফিরে এল এয়ার ইন্ডিয়ার বিগড়ে যাওয়া বিমান। ২০ দিন পরে। বুধবার বিকেলের পরে সেই এয়ারবাস-৩১৯ বিমানটি কলকাতায় নামে। ১০ জুলাই কলকাতা থেকে আইজলে পৌঁছে সেটির ইঞ্জিন খারাপ হয়ে গিয়েছিল। দিল্লি থেকে সড়কপথে বিকল্প ইঞ্জিন আইজলে পৌঁছয় সোমবার। মঙ্গল ও বুধবার সংস্থার ইঞ্জিনিয়ারেরা ইঞ্জিন বদলের কাজ সেরে বিমানটিকে ফিরিয়ে আনেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE