Advertisement
২৫ এপ্রিল ২০২৪

টুকরো খবর

কলকাতা বিমানবন্দরের প্রশাসনিক ভবনের পাশে তৈরি হতে চলেছে নতুন এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) ভবন ও টাওয়ার। সোমবার সায়েন্স সিটি-তে আয়োজিত একটি অনুষ্ঠানে রিজিওনাল এগ্জিকিউটিভ ডিরেক্টর (পূর্বাঞ্চল) শুদ্ধসত্ত্ব ভাদুড়ী জানান, ২০১৭ সালের মধ্যে পরিকাঠামো তৈরির কাজ শেষ করে দেওয়া হবে। ২০১৮ সালে পুরোপুরি চালু হয়ে যাবে নতুন এটিসি।

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৪ ০১:৫৮
Share: Save:

তৈরি হচ্ছে নয়া এয়ার ট্রাফিক কন্ট্রোল

নিজস্ব সংবাদদাতা

কলকাতা বিমানবন্দরের প্রশাসনিক ভবনের পাশে তৈরি হতে চলেছে নতুন এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) ভবন ও টাওয়ার। সোমবার সায়েন্স সিটি-তে আয়োজিত একটি অনুষ্ঠানে রিজিওনাল এগ্জিকিউটিভ ডিরেক্টর (পূর্বাঞ্চল) শুদ্ধসত্ত্ব ভাদুড়ী জানান, ২০১৭ সালের মধ্যে পরিকাঠামো তৈরির কাজ শেষ করে দেওয়া হবে। ২০১৮ সালে পুরোপুরি চালু হয়ে যাবে নতুন এটিসি। জানা গিয়েছে, বিমানবন্দরের প্রশাসনিক ভবনের পাশে তিন একর জমি নিয়ে একটি পাঁচতলা ভবনে এটিসি-র টেকনিক্যাল ব্লক তৈরি হবে। তার পাশেই থাকবে ৮০ মিটার উচ্চতার এটিসি টাওয়ার। বিমানবন্দর কর্তৃপক্ষের বোর্ড সদস্য জি কে চৌকিয়াল জানান, ওই নতুন এটিসি-র পরিকাঠামো তৈরির কাজ ২০১৫ সালের মধ্যে শেষ করার কথা ছিল। তবে, আর্থিক অভাবে তা সময়ের মধ্যে তৈরি করা যায়নি। এ বার নতুন এটিসি তৈরির মেয়াদ বাড়ানোর পাশাপাশি বরাদ্দ টাকাও ২০০ কোটি থেকে বাড়িয়ে ২৩০ কোটি করা হয়েছে বলে তিনি জানান। নতুন এটিসি-তে নানা আধুনিক যন্ত্র আনার ব্যবস্থা করা হবে। আগামী মাস দুয়েকের মধ্যে টেন্ডারিং প্রক্রিয়াও শুরু করে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

নয়া সরকারি বাস শীঘ্রই

কয়েক মাসের মধ্যে কলকাতা শহর ‘বাঘমার্কা’ সরকারি বাসে ভরে যাবে। সোমবার দুপুরে নিউ টাউনে ইকো পার্কের সামনে শহরের ১৩টি রুটের ৩৭টি বাস উদ্বোধন করে এ কথা জানালেন পরিবহণ মন্ত্রী মদন মিত্র। তিনি বলেন, “ডিসেম্বর মাসের মধ্যে কয়েক দফায় শহরে ৬৩২টি সরকারি বাস চালু হবে। পুজোর আগেও আর এক দফায় চালু হবে বেশ কিছু বাস।” মন্ত্রী জানান, শহরে বেসরকারি বাস যেমন থাকবে, তেমনই সরকারি বাসের পরিষেবাও অনেক বাড়বে। এ দিন দুপুর দুটো নাগাদ সবুজ পতাকা উড়িয়ে বাস উদ্বোধন করেন মদনবাবু। তিনি জানান, এর আগে যে কয়েক দফায় বাস উদ্বোধন হয়েছিল, তার বেশির ভাগই ছিল এসি। এ বার ৩৭টি বাসের মধ্যে মাত্র ৪টি বাস এসি। এই বাসগুলি ‘জনবাস’ বলে চিহ্নিত করেন মদনবাবু। তিনি জানান, বেশ কিছু পুরনো বন্ধ হওয়া সরকারি বাস রুটও চালু হচ্ছে।

তিনটি দুর্ঘটনায় মৃত ২

তিনটি দুর্ঘটনায় সোমবার শহরে প্রাণ হারালেন দু’জন। আহত আরও এক। কাশীপুর থানার কে পি সিংহ দেও রোডে লরির ধাক্কায় মৃত্যু হয় এক পথচারীর। মৃত শ্যামনারায়ণ পাণ্ডে (৩৫) নৈহাটির বাসিন্দা। পুলিশ জানায়, লরিটি ঘুরতে গিয়ে ওই যুবককে ধাক্কা মারে। হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়। সন্ধ্যায় বেলভেডিয়ার রোডে দক্ষিণ-পশ্চিম ট্রাফিক গার্ডের কাছে একটি বাস এক ব্যক্তিকে ধাক্কা মারে। পুলিশ জানায়, স্বপনকুমার দে (৫৫) নামে কসবার বাসিন্দা ওই ব্যক্তি হাসপাতালে মারা যান। এ দিনই ডায়মন্ড হারবার রোড ও বর্ধমান রোডের মোড়ে জোকাগামী একটি বাস এক মহিলাকে ধাক্কা মারে। তিনি হাসপাতালে ভর্তি। দুই ক্ষেত্রেই বাসগুলি আটক হয়। চালকেরা পলাতক।

সোনা আটক

সোনা-সহ কলকাতা বিমানবন্দরে ধরা পড়লেন এক যুবক। শুল্ক দফতর সূত্রে খবর, রবিবার রাতে সঞ্জয় সিংহ (২৭) নামে ওই যুবক ইন্ডিগোর বিমানে ব্যাঙ্কক থেকে কলকাতা আসেন। তাঁর গতিবিধি দেখে সন্দেহ হয় শুল্ক অফিসারদের। তল্লাশি করে তাঁর কাছ থেকে প্রায় ৫৭০ গ্রাম সোনা বাজেয়াপ্ত করা হয়, যার বাজার দর ১৬ লক্ষ টাকার কিছু বেশি বলে জানান শুল্ক অফিসারেরা। তবে, সোনার মূল্য ২০ লক্ষ টাকার কম হওয়ায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি।

শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার

এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হল। সোমবার সকালে, আনন্দপুর থানার নোনাডাঙা এলাকা থেকে। পুলিশ জানায়, মৃত রকি মণ্ডলের (২৭) বাড়ি নদিয়ায়। পরমা উড়ালপুলের প্রস্তুতকারক সংস্থার অধীনে শ্রমিক ছিলেন তিনি। এ দিন সকালে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় দেখা যায় রকিকে। পুলিশ এসে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

কেমন মানায়... সিমা গ্যালারিতে শুরু হল ‘আর্ট ইন লাইফ’। তারই উদ্বোধনী দিনে কোয়েল মল্লিক। সোমবার। ছবি: প্রদীপ আদক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE