Advertisement
২৬ এপ্রিল ২০২৪

টুকরো খবর

প্রতারণার অভিযোগে একটি কেবল সংস্থার অধিকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে নবি মুম্বই থেকে অমিত নাগ নামে ওই ব্যক্তিকে ধরা হয়। পুলিশ জানায়, ক্যামাক স্ট্রিটের একটি কেবল সংস্থার অভিযোগ, চুক্তি ছাড়াই তাদের চাকরি ছেড়ে দিয়ে অমিত নাগ অন্য কেবল সংস্থায় যোগ দিয়েছেন।

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৪ ০১:৫৩
Share: Save:

দু’টি প্রতারণার অভিযোগ, ধৃত ২

নিজস্ব সংবাদদাতা

প্রতারণার অভিযোগে একটি কেবল সংস্থার অধিকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে নবি মুম্বই থেকে অমিত নাগ নামে ওই ব্যক্তিকে ধরা হয়। পুলিশ জানায়, ক্যামাক স্ট্রিটের একটি কেবল সংস্থার অভিযোগ, চুক্তি ছাড়াই তাদের চাকরি ছেড়ে দিয়ে অমিত নাগ অন্য কেবল সংস্থায় যোগ দিয়েছেন। এবং সেখানে নিজের প্রভাব খাটিয়ে তাদের ৪১২ জন লোকাল কেবল অপারেটরকে সরিয়ে নিয়ে গিয়েছেন। তাঁরা বিভিন্ন এলাকায় প্রত্যেকের বাড়ি গিয়ে নিজেদের সেট-টপ বক্স দিয়ে ক্যামাক স্ট্রিটের ওই সংস্থার বক্স তুলে নিয়েছেন। প্রায় ৩০ কোটি টাকা মূল্যের ওই সেট-টপ বক্সগুলির কোনও হদিসও মিলছে না বলে অভিযোগ। এমনকী হ্যাক করা হয়েছে ওই সংস্থার ই-মেল আইডি এবং গুরুত্বপূর্ণ তথ্যও। ঘটনার তদন্তে নেমে নারকেলডাঙা এলাকার একটি বাড়ি থেকে ১ লক্ষ ৮০ হাজার সেট-টপ বক্স উদ্ধার করে পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয় চার জনকে। দু’জন জামিনে পরে ছাড়া পেয়ে যান। এ দিকে, আর্থিক প্রতারণা ও ষড়যন্ত্রের অভিযোগে রবিবার রাতে দমদম এয়ারপোর্ট এলাকা থেকে গ্রেফতার হলেন কার্শিয়াং-এর অতিরিক্ত জেলা শাসক। পুলিশ জানায়, ধৃতের নাম সৌম্য বন্দ্যোপাধ্যায় (৫০)। পুলিশ জানিয়েছে, বিধাননগরের এক বাসিন্দা নীনা গুপ্ত ব্যবসার প্রয়োজনে আঠেরো লক্ষ টাকা দেন সৌম্যবাবুকে। সৌম্যবাবু নীনাদেবীর স্বামীর পরিচিত ছিলেন। পুলিশ সূত্রে খবর, সৌম্যবাবু তাঁকে দেড় লক্ষ টাকা ফেরত দিলেও বাকি টাকা ফেরত না দেওয়ায় নীনাদেবী বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের করেন। সোমবার বিধাননগর আদালতে তোলা হলে সৌম্যবাবুর চারদিনের পুলিশি হেফাজত হয়।

পুজোয় মাতুন আড্ডা জোনে

পুজোর আড্ডার হট টপিকে যদি মিশে যায় একটু শীতল ছোঁয়াও? কিংবা স্কুলের বন্ধুদের পুজো রিইউনিয়ন সটান পৌঁছে যায় ছুটি না পাওয়া প্রবাসী বন্ধুর অফিস-কিউবিক্লে? জমে যায় তো? ঠিক সেইটাই কিন্তু উদ্দেশ্য ‘কোক-এ ফুডে পুজোর মুডে’র। আনন্দবাজার পত্রিকা এবং দ্য টেলিগ্রাফের এই উদ্যোগে যোধপুর পার্ক শারদীয়া উৎসব কমিটি, দমদম পার্ক ভারতচক্র, বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন, দেশপ্রিয় পার্ক দুর্গোৎসব, হাওড়ার ব্যাঁটরা সম্মিলনী, বর্ধমানের সবুজ সঙ্ঘ এবং দুর্গাপুরের নবারুণ সঙ্ঘ এই সাতটি পুজোয় থাকছে আড্ডা জোন। স্ট্রিট ফুড, কোকোকোলা-র জমজমাট খানাপিনা তো বটেই, আড্ডার ছবি লাইভ টেলিকাস্টের সুযোগ করে দিতে থাকছে ওয়াইফাই-ও। আর থাকছেন এক ঝাঁক তারকা। ষষ্ঠী থেকে অষ্টমী আড্ডা জোনে থাকবেন তাঁরাও। আর জমে যাবে ঠেক!

অতিরিক্ত মেট্রো

প্রতি বছরের মতো এ বারেও পুজোর দিনগুলিতে অতিরিক্ত মেট্রো চালাবেন কর্তৃপক্ষ। তবে এ বার পুজো তিন দিন হওয়ায় ওই অতিরিক্ত ট্রেন চলবে তিন দিন। ১ অক্টোবর থেকে ৩ অক্টোবর পর্যন্ত। সপ্তমী, অষ্টমী এবং নবমী-দশমীতে (৩ অক্টোবর) ট্রেন চলাচল শুরু হবে দুপুর ১টা ৪০ মিনিট থেকে। চলবে ভোর ৪টে পর্যন্ত। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, পুজোর দিনগুলোতে মেট্রো চালানো হবে প্রতি ৭ মিনিট থেকে ২০ মিনিট পর পর।

পর্বতে নিখোঁজ

পর্বত অভিযানে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন এক ব্যক্তি। তাঁর নাম সুব্রত গঙ্গোপাধ্যায় (৪৩)। অগস্টে সোনারপুর থেকে পাঁচজনের এক অভিযাত্রী দল হিমালয় অভিযানে যান। ১৭ সেপ্টেম্বর অভিযান শেষে উত্তরকাশী এলাকা থেকে ফিরছিলেন তাঁরা। সুব্রতবাবুর সঙ্গীদের দাবি, তিনি কিছুটা অসুস্থবোধ করছিলেন। নিচে নামার সময় পা ফস্কে তিনি প্রায় ১৮ হাজার ফুট নিচে খাদে পড়ে যান। উত্তরকাশীর পুলিশ সুপারকে বিষয়টি জানানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE