Advertisement
২৬ এপ্রিল ২০২৪

টুকরো খবর

চোরাই মাল অনলাইনে বিক্রি করেও রেহাই মিলল না। শুক্রবার পুলিশের জালে ধরা পড়ল দুই অভিযুক্ত। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম শঙ্কর আইচ ও অরিজিৎ নন্দন। সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা এলাকা থেকে ধরা হয় তাদের। পুলিশের দাবি, জেরায় ধৃতেরা জানিয়েছে, মোবাইল, ল্যাপটপ, ট্যাব চুরি করে অরিজিৎকে বিক্রি করে দিত শঙ্কর।

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০১৪ ০০:০০
Share: Save:

অনলাইনে চোরাই মাল বেচে ধৃত ২

নিজস্ব সংবাদদাতা

চোরাই মাল অনলাইনে বিক্রি করেও রেহাই মিলল না। শুক্রবার পুলিশের জালে ধরা পড়ল দুই অভিযুক্ত। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম শঙ্কর আইচ ও অরিজিৎ নন্দন। সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা এলাকা থেকে ধরা হয় তাদের। পুলিশের দাবি, জেরায় ধৃতেরা জানিয়েছে, মোবাইল, ল্যাপটপ, ট্যাব চুরি করে অরিজিৎকে বিক্রি করে দিত শঙ্কর। অরিজিৎ আবার সেগুলি বিক্রি করত অনলাইনে। ধৃতদের কাছ থেকে ৯টি ল্যাপটপ, ২ টি ট্যাব ও ২৪ টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, অক্টোবরের ১৫ তারিখ সকালে সল্টলেকের নয়াপট্টিতে এক আই টি কর্মীর বাড়ি থেকে ল্যাপটপ, মোবাইল চুরি হয়। ওই ব্যক্তি পেইং গেস্ট হিসেবে থাকতেন। তদন্তে নেমে পুলিশ দেখে, গত কয়েক মাসে একই কায়দায় সকালবেলাতেই কয়েকজন আই টি কর্মীর বাড়ি থেকে ল্যাপটপ, মোবাইল, ট্যাব চুরি যায়। নয়াপট্টির ওই ব্যক্তির মোবাইল ট্র্যাক করতে শুরু করে পুলিশ। এর পরে পুলিশ প্রথমে শঙ্করের সন্ধান পায়। সে ওই চোরাই মোবাইলের সিম ব্যবহার করছিল। শঙ্করকে গ্রেফতার করে পুলিশ সন্ধান পায় অরিজিতের। অরিজিতের কাছেই পুলিশ জানতে পারে সে চোরাই মালগুলি শঙ্করের কাছে কিনে কম দামে অনলাইনে বিক্রি করত। উদ্ধার হয়েছে বিক্রি হওয়া কিছু জিনিসও।

শহরে পাঁচটি অগ্নিকাণ্ড

আগুনে পুড়ে গেল কেষ্টপুরের একটি কালীপুজোর প্যান্ডেল। ঘটনাটি ঘটেছে শুক্রবার। পুলিশ জানায়, প্যান্ডেলটি খড়ের তৈরি ছিল। দমকলের অনুমান, ওই খড়ের মধ্যে বাজির ফুলকি পড়াতেই ওই বিপত্তি। দমকলের ছ’টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।এ ছাড়া, কালীপুজোর রাতে আগুন লেগেছে শহরের আরও চারটি জায়গায়। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা নাগাদ আগুন লাগে আমহার্স্ট স্ট্রিট থানার বেচু চ্যাটার্জি স্ট্রিটের একটি পুজো মণ্ডপে। দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নেভায়। আগুন লাগে রিজেন্ট পার্কের বিধান ভবনের একটি পুজো মণ্ডপেও। দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন আয়ত্তে আনে। রাত সাড়ে ১১টা নাগাদ আগুন লেগেছিল পোস্তার কটন স্ট্রিটে একটি বহুতলে। ঘটনাস্থলে যায় দমকলের দু’টি ইঞ্জিন। রাত আড়াইটে নাগাদ টালিগঞ্জ সার্কুলার রোডের দু’টি দোকান ভস্মীভূত হয়ে যায়। দমকলের চারটি ইঞ্জিন দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল সূত্রে খবর, ছোট বড় মিলিয়ে বৃহস্পতিবার শহরে একশোরও বেশি আগুন লাগার ঘটনা ঘটে। বেশির ভাগ ক্ষেত্রেই বাজি থেকে আগুন লেগেছিল। তবে আগুনে কেউ আহত হননি।

শোভাবাজারে বাকি রাস্তা মেরামতির কাজ

শোভাবাজারে পুরসভার পাইপ সারানো হলেও বাকি রয়ে গিয়েছে রাস্তা মেরামতির কাজ। তবে কলকাতা পুরসভার মেয়র পারিষদ অতীন ঘোষ (ইঞ্জিনিয়ারিং) জানান, রাস্তা সারাইয়ের কাজ চলছে। রবিবারের মধ্যে কাজ সম্পূর্ণ হয়ে যাবে। বৃহস্পতিবার শোভাবাজার মেট্রোর কাছে গঙ্গার জলের একটি পাইপ ফেটে যায়। পুরসভা সূত্রে খবর, জল বেরিয়ে রাস্তার মাটি বসে যাওয়ায় সাময়িক ভাবে ধসও নামে। ব্যাহত হয় যান চলাচল। খবর পেয়েই ঘটনাস্থলে যান পুরসভার কর্মীরা। দ্রুত কাজ চালু হয়। অতীনবাবু বলেন, “পাইপ সারানো হয়ে গিয়েছে। দ্রুত রাস্তা সারাইয়ের জন্য ২৪ ঘন্টাই কর্মীরা কাজ করছেন।” ছবিটি তুলেছেন স্বাতী চক্রবর্তী।

সঙ্গীতানুষ্ঠান

সম্প্রতি হাওড়ার রামগোপাল মঞ্চে ‘তোমার সঙ্গে প্রাণের খেলা’ গীতি আলেখ্যে সঙ্গীত পরিবেশন করেন ঝুমুর দাশগুপ্ত ও সুব্রত মুখোপাধ্যায়। এই অনুষ্ঠানে অঞ্জন বসুর এস্রাজও অন্য মাত্রা আনে।

স্মরণ

আনন্দমার্গের প্রতিষ্ঠাতা আনন্দমূর্তির স্মরণে তিলজলার কেন্দ্রীয় আশ্রমে সম্প্রতি একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উপলক্ষে কীর্তন ও প্রভাতসঙ্গীত পরিবেশন করা হয়। দেশ-বিদেশের প্রায় দু’হাজার ভক্ত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সূচনা

‘বিধাননগর আত্মজন’-এর আত্মপ্রকাশ উপলক্ষে ইই ব্লকের নাট্যশোধ প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছিলেন শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের অধ্যক্ষ স্বামী আত্মবোধানন্দ, সুধীর দে প্রমুখ। সংস্থার পক্ষ থেকে সাগর দত্ত জানান, বিভিন্ন সাংস্কৃতিক চর্চা ও সেবামূলক কাজ করবে এই সংস্থা।

অস্বাভাবিক মৃত্যু

আমহার্স্ট স্ট্রিট থানা এলাকায় সীতারাম ঘোষ স্ট্রিটে এক তরুণীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। নাম মালা পণ্ডিত (১৯)। শুক্রবার সকালে অসুস্থ অবস্থায় পাওয়া যায়। মেডিক্যাল কলেজে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশের অনুমান, মালা কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE