Advertisement
২৫ এপ্রিল ২০২৪

টুকরো খবর

বন্ধ কারখানার পাঁচিল থেকে পড়ে মৃত্যু হল এক যুবকের। পুলিশের দাবি, ওই যুবক চুরি করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। বুধবার রাতে বরাহনগরের ঘটনা। পুলিশ জানায়, মৃতের নাম খোকন খান (২৫)।

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৪ ০০:০১
Share: Save:

পাঁচিল থেকে পড়ে মৃত্যু

নিজস্ব সংবাদদাতা

বন্ধ কারখানার পাঁচিল থেকে পড়ে মৃত্যু হল এক যুবকের। পুলিশের দাবি, ওই যুবক চুরি করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। বুধবার রাতে বরাহনগরের ঘটনা। পুলিশ জানায়, মৃতের নাম খোকন খান (২৫)। পুলিশ জানায়, গোপাললাল ঠাকুর রোডে কেন্দ্রীয় সরকারের একটি বন্ধ ওষুধ কারখানা রয়েছে। তারই মধ্যে থেকে বৃহস্পতিবার সকালে খোকনের মৃতদেহ মেলে। স্থানীয়দের অভিযোগ, গত তিন-চার বছর ধরে কারখানার পাঁচিল ভেঙে, সুড়ঙ্গ কেটে রাস্তা বানিয়ে চোরের দল ভিতর থেকে যন্ত্রপাতি চুরি করে নিয়ে যাচ্ছে। মাঝে মধ্যে কারখানায় দুষ্কৃতীদের দু’টি দলের মধ্যে বোমাবাজি, গুলি চালানোর ঘটনাও ঘটে। পুলিশের দাবি খোকনের বন্ধুরা ওই রাতে তাঁর বাড়ির লোকেদের জানায়, কারখানায় চুরি করতে ঢুকে পাঁচিল থেকে পড়ে খোকন মারা গিয়েছে। এর পরেই থানায় এসে বিষয়টি জানান খোকনের স্ত্রী। এর পরেই বন্ধ কারখানায় গিয়ে ওই যুবকের দেহ উদ্ধার হয়। বরাহনগরের ভাইস চেয়ারম্যান তৃণমূলের রামকৃষ্ণ পাল বলেন, “কেন্দ্রীয় সরকারের বন্ধ কারখানা থেকে যখন তখন চুরি হচ্ছে। রাত বাড়লে বোমাবাজি, গুলি চালানোর ঘটনা ঘটছে। এতে স্থানীয়েরা আতঙ্কিত। আরও নজরদারি বাড়াতে পুলিশকে অনুরোধ করেছি।”

ওয়ার্ড বাড়ানো নিয়ে বিরোধ

বোর্ড মিটিংয়ে আলোচনা ছাড়া ওয়ার্ড বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে, এই অভিযোগে বৃহস্পতিবার বৈঠক বয়কট করলেন বিধাননগর পুরসভার বিরোধীরা। পুরসভা গঠনের প্রস্তাবের পরে ঠিক হয়, পুর-পরিষেবার মানোন্নয়নের জন্য ২৫টি ওয়ার্ড ভেঙে ৩১টি করা হবে। এই বিন্যাস কী ভাবে হবে, তা পুরসভাকে ১৭ অক্টোবরের মধ্যে জানাতে বলেন উত্তর ২৪ পরগনার জেলাশাসক। বিরোধীদের অভিযোগ, বোর্ড মিটিংয়ে আলোচনা ছাড়া ২৬ সেপ্টেম্বর পুরসভার সিআইসি মিটিংয়ে এ নিয়ে আলোচনা হয়। ফলে তারা বিষয়টি জানেন না। যদিও পুর আইনে বলা রয়েছে, কোনও সিদ্ধান্ত নিতে হলে বোর্ড মিটিংয়েই নিতে হবে। পুরসভার তরফে এগ্‌জিকিউটিভ অফিসার পবন কেডিয়ান জানান, ভুল বোঝাবুঝির জেরে এমন ঘটেছে। জেলাশাসক চিঠিতে নির্দিষ্ট মিটিংয়ের কথা উল্লেখ না করায় তাঁরা সিআইসি মিটিংয়ে সিদ্ধান্তের কথা জানান। এ বার বোর্ড মিটিংয়ে পুনর্গঠনের প্রস্তাব তুলে জেলাশাসককে জানানো হবে।

সল্টলেকে সিলিন্ডার ফেটে দগ্ধ ৩

গ্যাস সিলিন্ডার ফেটে গুরুতর অগ্নিদগ্ধ হলেন তিন জন। বৃহস্পতিবার, সল্টলেকের সুকান্তনগরে। আহতদের নাম পূজা দলুই, কল্পনা দলুই এবং অঞ্জু রাই। দমকল সূত্রে খবর, ছটপুজো দিয়ে বাড়ি ফিরে রান্না করছিলেন তাঁরা। আচমকাই প্রতিবেশীরা সশব্দে কিছু ফাটার শব্দ শোনেন। তাঁরা এসে দেখেন, কল্পনাদেবীদের ঘরে আগুন জ্বলছে। ভিতরে আটকে পড়েছেন তাঁরা। পাশেই কাজ করছিলেন কয়েক জন রাজমিস্ত্রি। তাঁরাই এসে জল ও বালি ঢালতে থাকেন। খবর যায় দমকলেও। দমকল আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। জানলা ভেঙে পূজা, কল্পনাদেবী ও অঞ্জুদেবীকে উদ্ধার করেন বাসিন্দারা। এক প্রতিবেশী অনিলা গিরি বলেন, “হঠাত্‌ বিস্ফোরণের মতো শব্দ। গিয়ে দেখি, ওদের ঘরে আগুন ধরে গিয়েছে। আগুনের শিখা প্রায় তিনতলা ছুঁয়েছে।” গুরুতর দগ্ধ অবস্থায় পূজা, কল্পনাদেবী ও অঞ্জুদেবীকে প্রথমে সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে, পরে পিজি-তে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, ওই তিন জনের অবস্থা আশঙ্কাজনক।

চুরির অভিযোগে পিটিয়ে খুন

চিৎপুর থানা এলাকার একটি গ্যারাজে চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে মারা হয়েছে। নিহতের নাম শেখ ইউনুস। বাড়ি চিৎপুর এলাকার লালাবাবু লেনে। তার দাদার অভিযোগের ভিত্তিতে তিন জনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু হয়েছে। বৃহস্পতিবার সকালে ইউনুস ওই গ্যারাজে যায়। তখন সেখানে কেউ ছিল না। পরে আসেন গ্যারাজ-মালিক। ইউনুসের বিরুদ্ধে চুরির অভিযোগ তুলে গ্যারাজ-মালিক এবং অন্য লোকজন তাকে পেটাতে শুরু করেন।

গোয়েন্দা-তদন্ত

দু’কোটি টাকার প্রতারণার একটি মামলার তদন্তভার কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে তুলে দিতে বৃহস্পতিবার ফুলবাগান থানাকে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি নাদিরা পাথেরিয়া। নারকেলডাঙা মেন রোডের বাসিন্দা, পেশায় ব্যবসায়ী শ্রবণকুমার খেতাওয়াত চলতি বছরের মে মাসে ওই অভিযোগ করেছিলেন। পুলিশ মূল অভিযুক্তকে না ধরায় এবং টাকা ফেরত পাওয়ার ব্যবস্থা না হওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হন শ্রবণবাবু। বৃহস্পতিবার তারই শুনানি ছিল। বিচারপতি পাথেরিয়া ফুলবাগান থানাকে নির্দেশ দেন, এক সপ্তাহের মধ্যে মামলার সব নথি কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের তুলে দিতে হবে।

যাবজ্জীবন

এক মহিলাকে খুনের ঘটনায় অভিযুক্তকে যাবজ্জীবন সাজা দিল আদালত। বৃহস্পতিবার শিয়ালদহ দায়রা আদালতের বিচারক অসিতকুমার সিকদার ওই সাজা ঘোষণা করেন। পুলিশ জানায়, ২০০৮ সালে নারকেলডাঙা মেন রোডে নমিতা গুহ (৭৬) নামে এক বৃদ্ধার বাড়িতে চুরি করতে ঢোকে অভিযুক্ত সৌমেন অধিকারী। নমিতাদেবী তাকে দেখে চিত্‌কার করে ওঠায় সে তাঁকে খুন করে।

মৃতদেহ উদ্ধার

এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার হল। বৃহস্পতিবার, পিজি-র ভিতরে পুকুরের পাশে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। দেহে কোনও আঘাতের চিহ্ন নেই বলে জানিয়েছে পুলিশ।

...তাঁর জগতমন্দিরে

জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে অভিনেত্রী গার্গী রায়চৌধুরী।
বৃহস্পতিবার, উত্তর কলকাতার রাজবল্লভপাড়ায়। ছবি: স্বাতী চক্রবর্তী।

একটি ছবির প্রচারে শহরে রণদীপ হুডা এবং নন্দনা সেন।
বৃহস্পতিবার সুদীপ্ত ভৌমিকের তোলা ছবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE