Advertisement
২০ এপ্রিল ২০২৪

টুকরো খবর

ব্যাঙ্ক ঋণ পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে শনিবার গ্রেফতার হল এক যুবক। ধৃতের নাম শুভ্র রায়। অভিযুক্ত ব্যক্তি কোনও প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত কি না খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ জানায়, ঋণ পাইয়ে দেওয়ার নাম করে অক্টোবরে নানা জায়গায় পোস্টার দেয় শুভ্র। তাতে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করেন কালীঘাটের বাসিন্দা মৌসুমী দেবরায়। মৌসুমীদেবী তাকে ব্যক্তিগত নথি ও একটি ‘ব্ল্যাঙ্ক’ চেক দেন। কিছু দিন পরেই জানতে পারেন তাঁর অ্যাকাউন্ট থেকে ১৫ হাজার টাকা তোলা হয়েছে।

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০১৪ ০০:০২
Share: Save:

‘প্রতারণা’, গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা

ব্যাঙ্ক ঋণ পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে শনিবার গ্রেফতার হল এক যুবক। ধৃতের নাম শুভ্র রায়। অভিযুক্ত ব্যক্তি কোনও প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত কি না খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ জানায়, ঋণ পাইয়ে দেওয়ার নাম করে অক্টোবরে নানা জায়গায় পোস্টার দেয় শুভ্র। তাতে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করেন কালীঘাটের বাসিন্দা মৌসুমী দেবরায়। মৌসুমীদেবী তাকে ব্যক্তিগত নথি ও একটি ‘ব্ল্যাঙ্ক’ চেক দেন। কিছু দিন পরেই জানতে পারেন তাঁর অ্যাকাউন্ট থেকে ১৫ হাজার টাকা তোলা হয়েছে। অভিযোগ, এর পরে শুভ্র আর ফোন ধরেনি, এমনকী ফোন বন্ধ করে দেয় সে। এর পরেই মৌসুমীদেবী থানায় অভিযোগ করেন। পুলিশ জানতে পারে, যে ঠিকানা দিয়ে শুভ্র সিম কার্ড নিয়েছিল সেটি ভুয়ো। মৌসুমীদেবীর চেক ভাঙানো হয় নরেন্দ্রপুরে এক বেসরকারি ব্যাঙ্কে। পুলিশ জানায়, সেখানে অ্যাকাউন্ট খোলার জন্য যে ঠিকানা দেওয়া হয়েছিল, তাতে খোঁজ নিয়ে দেখা যায় সেখানে এক সময়ে ভাড়া থাকত শুভ্র। তদন্তকারী এক অফিসার বলেন, “ব্যাঙ্ক থেকে জানতে পারি ওই ব্যক্তি ‘কেওয়াইসি’ (নো ইওর কাস্টমার সম্পর্কিত যাবতীয় তথ্য) দেয়নি। ব্যাঙ্ককে অনুরোধ করি শুভ্রকে কেওয়াইসি জমা দেওয়ার জন্য চাপ দিতে। সেই ফাঁদেই ধরা পড়ে প্রতারক।” পুলিশ জানায়, দুপুরে শুভ্র হঠাৎই নরেন্দ্রপুরের ওই বেসরকারি ব্যাঙ্কে যায় অন্য একটি চেক জমা দিতে। ব্যাঙ্ক পুলিশকে জানালে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, আগেও শুভ্র একাধিক ব্যক্তির সঙ্গে প্রতারণা করেছে।

মেট্রোয় ‘শ্লীলতাহানি’, ধৃত যুবক

চলন্ত মেট্রোয় এক ছাত্রীর শ্লীলতাহানি করার অভিযোগে গ্রেফতার করা হল এক যুবককে। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে রবীন্দ্র সদন এবং কালীঘাট মেট্রো স্টেশনের মধ্যে। পুলিশ জানায়, ধৃতের নাম সামসেদ আলম। ধৃতের বাড়ি হাওড়ার বেলিলিয়াস রোডে। ওই ছাত্রী দক্ষিণ কলকাতার একটি কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া। পুলিশ জানিয়েছে, এ দিন দুপুরে বন্ধুদের সঙ্গে রবীন্দ্র সদন থেকে টালিগঞ্জ যাবেন বলে মেট্রোয় চেপেছিলেন ওই ছাত্রী। পুলিশের কাছে ওই ছাত্রীর অভিযোগ, চলন্ত মেট্রোর একটি দরজার পাশে তিনি দাঁড়িয়েছিলেন। সেই সময় ওই যুবক তাঁর পাশে এসে দাঁড়ায় এবং তাঁর শ্লীলতাহানি করে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ওই ছাত্রী প্রথমে কিছু বলেননি। কিন্তু ধৃত যুবক মাত্রাতিরিক্ত অসভ্যতা করায় ট্রেনের মধ্যেই প্রতিবাদে চিৎকার করেন তিনি। ছাত্রীর প্রতিবাদে ট্রেনের সহযাত্রীরা সামসেদকে আটক করেন। পরে কালীঘাট স্টেশনে সামসেদকে ট্রেন থেকে নামিয়ে মেট্রো পুলিশের হাতে তুলে দেন তাঁরা। খবর দেওয়া হয় কালীঘাট থানায়। পুলিশ এসে সামসেদ ও ওই ছাত্রীকে থানায় নিয়ে যায়। সেখানে ওই যুবকের বিরুদ্ধে শ্লীলতাহানির লিখিত অভিযোগ দায়ের করেন ওই ছাত্রী। পুলিশ জানিয়েছে, ছাত্রীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে সামসেদকে।

পলাতক জওয়ানের হদিস

তিন বছরেরও বেশি আগে লাদাখ থেকে পালানো সেনাবাহিনীর এক জওয়ানের হদিস শুক্রবার রাতে কলকাতার পর্ণশ্রীতে পেল ওয়াটগঞ্জ থানার পুলিশ। তার পর ওই জওয়ানকে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। আর সব কিছু জেনেশুনেও ওই জওয়ানকে আশ্রয় দেওয়ার অভিযোগে অবসরপ্রাপ্ত এক সেনা অফিসারকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ জানায়, ২০১১ সালে লাদাখের সেনা শিবির থেকে পালানো সেনা জওয়ানের নাম সহদেব বেহেরা। তাঁর বাড়ি ওড়িশায়। বছর তিরিশের সহদেবের বিরুদ্ধে সেনাবাহিনীর গোপন তথ্য পাচারের অভিযোগ রয়েছে। সেনাবাহিনীর নিজস্ব আদালতে সহদেবের বিচার (কোর্ট মার্শাল) হবে। লালবাজার সূত্রের খবর, শুক্রবার সকালে সেনাবাহিনীর পূর্বাঞ্চল কার্যালয়ের এক অফিসার ওয়াটগঞ্জ থানায় গিয়ে জানান, কর্মরত অবস্থায় লাদাখ থেকে পালানো এক সেনা জওয়ান খিদিরপুরের অরফ্যানগঞ্জ বাজারের একটি ঘরে আশ্রয় নিয়ে রয়েছেন। তাঁকে আশ্রয় দিয়েছেন সেনাবাহিনীরই অবসরপ্রাপ্ত অফিসার নিখিলচন্দ্র বিশ্বাস।

ফ্ল্যাটে চুরি, উঠছে প্রশ্নও

ঘণ্টা দেড়েক ফাঁকা ছিল বাড়িটি। তার মধ্যেই লুঠ হয়ে গেল সর্বস্ব। শুক্রবার দুপুরের এই ঘটনায় থানায় চুরির অভিযোগ দায়ের করেন বিপিনবিহারী গাঙ্গুলি স্ট্রিটের বাসিন্দা, সরকারি অফিসার সমীরকুমার দাস। পুলিশ জানায়, একটি বহুতলের একতলার ফ্ল্যাটে থাকেন সমীরবাবু। বিকেলে নিমন্ত্রণ বাড়ি থেকে ফিরে দেখেন, দরজার তালা ভেঙে বাড়িতে চুরি হয়েছে। পুলিশকে সমীরবাবু জানান, কয়েক লক্ষ টাকার সোনার গয়না, সোনার বিস্কুট-বাট, ল্যাপটপ ও কয়েক হাজার টাকা খোয়া গিয়েছে। তদন্তকারীদের দাবি, ওই সময়ে ওই এলাকা থেকে চুরি করে পালানো মুশকিল। তা ছাড়া, এক জন সরকারি অফিসার কী করে অত মূল্যবান জিনিস পেলেন ও কেন ব্যাঙ্কে না রেখে বাড়িতে রাখলেন, খতিয়ে দেখছে পুলিশ।

নিখোঁজ পড়ুয়া

সামনেই মাধ্যমিক। তার আগে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে গেল এক পড়ুয়া। পুলিশ জানায়, বৃহস্পতিবার বেলগাছিয়ায় টিউশন পড়তে যায় দমদমের লালঘর কলোনির বাসিন্দা দশম শ্রেণির ছাত্র বিজয়কুমার পণ্ডিত। এর পর থেকেই সে নিখোঁজ বলে শুক্রবার থানায় অভিযোগ করেন তার বাবা জগন্নাথ পণ্ডিত। জগন্নাথবাবু বলেন, বিজয়ের দু’টি ফোন নম্বর বন্ধ । একটি নম্বর খোলা থাকলেও উত্তর মিলছে না।

সোনা-সহ ধৃত

সোনা পাচারের অভিযোগে গ্রেফতার হলেন এক মহিলা। শুক্রবার, কলকাতা বিমানবন্দরে। ধৃতের নাম ফরজানা আব্দুল জলিল। শুল্ক দফতর জানায়, দুবাই থেকে বিমানে আসেন ফরজানা। স্ক্যানারে পরীক্ষার সময়ে তাঁর ব্যাগে মেলে সোনার টুকরো। পরে তল্লাশি চালিয়ে তাঁর ব্যাগ ও পোশাকের ভিতর থেকে প্রায় ১.৯ কেজি সোনা উদ্ধার করেন শুল্ক দফতরের কর্মীরা।

সমুদ্রে নজরদারির এই জাহাজটি তৈরি হয়েছে গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে।

দেওয়া হবে মরিশাসকে। শনিবার খিদিরপুরে ছবিটি তুলেছেন সুদীপ্ত ভৌমিক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

brief story cal tukro
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE