Advertisement
২৩ এপ্রিল ২০২৪

সূত্র ক্যামেরা, পুলিশি জালে চার ট্রাকচোর

চুরি যাওয়া ট্রাকটি উদ্ধার হয়েছে সোমবার রাতে, উত্তর ২৪ পরগনার জগদ্দল থানা এলাকা থেকে। ডায়মন্ড হারবার জেলা পুলিশ সূত্রের খবর, গত ২৮ মে মহেশতলা থানার ডাকঘর এলাকা থেকে একটি ১০ চাকার ট্রাক চুরি গিয়েছিল।

উদ্ধার: চুরি গিয়েছিল এই ট্রাকটিই। —নিজস্ব চিত্র।

উদ্ধার: চুরি গিয়েছিল এই ট্রাকটিই। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ জুন ২০১৭ ০২:১৩
Share: Save:

টোল প্লাজার সিসিটিভি ফুটেজকে হাতিয়ার করে আন্তঃরাজ্য ট্রাক চুরি চক্রের চার পাণ্ডাকে গ্রেফতার করল মহেশতলা থানার পুলিশ। চুরি যাওয়া ট্রাকটি উদ্ধার হয়েছে সোমবার রাতে, উত্তর ২৪ পরগনার জগদ্দল থানা এলাকা থেকে।

ডায়মন্ড হারবার জেলা পুলিশ সূত্রের খবর, গত ২৮ মে মহেশতলা থানার ডাকঘর এলাকা থেকে একটি ১০ চাকার ট্রাক চুরি গিয়েছিল। চালক ও খালাসি রাস্তার পাশে ট্রাকটি দাঁড় করিয়ে খেতে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন, ট্রাক উধাও। ওই রাতেই থানায় অভিযোগ দায়ের করেন চালক। তার ভিত্তিতে তদন্তে নামে মহেশতলা থানার পুলিশ।

তদন্তকারী অফিসারেরা জানিয়েছেন, প্রথমে শহর লাগোয়া হাওড়া ও উত্তর ২৪ পরগনার টোল প্লাজাগুলির সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হয়। ট্রাকটির হদিস পাওয়া যায় বি টি রোডের একটি টোলপ্লাজার সিসিটিভি ফুটেজে। আরও জানা যায়, ট্রাকটি কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে গিয়েছে এবং সেটি রাখা রয়েছে জগদ্দল থানা এলাকায়। এর পরেই মহেশতলার থানার তদন্তকারী অফিসার মানিক সমাজদারের নেতৃত্বে একটি দল জগদ্দল এলাকায় তল্লাশি অভিযান শুরু করে।

শেষ পর্যন্ত শ্যামনগরের হাসিয়া এলাকার একটি পেট্রোল পাম্পে ট্রাকটির খোঁজ পান তদন্তকারীরা। পেট্রোল পাম্পের কর্মীদের জিজ্ঞাসাবাদ করে তাঁরা জানতে পারেন, কয়েক দিন আগে ওই ট্রাকটিকে রাখা হয়েছে। কিছু মেরামতি ও রং পাল্টানোর বরাত দেওয়া হয়েছে। তার পরে পেট্রোল পাম্পের কর্মীদের দিয়েই ট্রাকের মালিককে ফোন করানো হয়। কর্মীরা সন্তোষ রাম নামে এক জনকে ফোন করে ডাকেন। পাম্পে আসতেই তাকে হাতেনাতে পাকড়াও করা হয়। সন্তোষকে জেরা করে গ্রেফতার করা হয় কমলজিৎ সিংহ, করণজিৎ সিংহ ও উমেশ সিংহ নামে আরও তিন জনকে।

তদন্তকারীদের কথায়, ধৃতেরা কলকাতা পুলিশের পশ্চিম বন্দর, ভবানীপুর ও বর্ধমান জেলায় গাড়ি চুরির ঘটনায় আগে গ্রেফতার হয়েছিল। জামিনে মুক্ত হয়ে ফের নতুন দল তৈরি করে লরি ও ট্রাক চুরি করা শুরু করেছে। ডায়মন্ড হারবারের জেলা পুলিশ সুপার কোটেশ্বর রাও বলেন, ‘‘এর পিছনে আরও বড় দল রয়েছে বলে মনে হচ্ছে। সব পাণ্ডাকেই ধরা হবে। ধৃতদের জেরা করে জানার চেষ্টা করা হচ্ছে, চুরি যাওয়া ট্রাক তারা কোথায় কোথায় বিক্রি করেছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Truck CCTV Racket সিসিটিভি
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE