Advertisement
২০ এপ্রিল ২০২৪

বোর্ডের কি নজর আছে নিরাপত্তায়

কাউন্সিলের সচিব জেরি অ্যারাথুন জানান, স্কুলগুলিকে বছর দশেক আগে কাউন্সিল শেষ বারের মতো নিরাপত্তা বিষয়ক নির্দেশিকা দিয়েছিল। তাঁর দাবি, সম্প্রতি নতুন নির্দেশিকা তৈরির কাজ শুরু হয়েছে।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০১৭ ০১:৫৯
Share: Save:

দশ বছরে কোনও বদলই নেই কাউন্সিল ফর দি ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশন (সিআইএসসিই) অনুমোদিত স্কুলের নিরাপত্তা সংক্রান্ত নির্দেশিকায়। শুক্রবার সিআইএসসিই অনুমোদিত স্কুল জি ডি বিড়লা সেন্টার ফর এডুকেশনে চার বছরের এক ছাত্রীর যৌন নিগ্রহের পরে সেই তথ্যই উঠে এল।

এ দিন কাউন্সিলের সচিব জেরি অ্যারাথুন জানান, স্কুলগুলিকে বছর দশেক আগে কাউন্সিল শেষ বারের মতো নিরাপত্তা বিষয়ক নির্দেশিকা দিয়েছিল। তাঁর দাবি, সম্প্রতি নতুন নির্দেশিকা তৈরির কাজ শুরু হয়েছে। চলতি মাসেই নতুন ‘সেফটি ম্যানুয়াল’ প্রকাশ করতে চলেছে কাউন্সিল।

কাউন্সিলের অধীন স্কুলগুলির কর্তৃপক্ষের একাংশ জানান, কোনও স্কুলকে অনুমোদন দেওয়ার সময় নিরাপত্তার খুঁটিনাটি দেখে কাউন্সিল। সব পড়ুয়ার নিরাপত্তার দায়িত্ব যে স্কুল কর্তৃপক্ষেরই, অনুমোদনের সময়ে তা স্পষ্ট উল্লেখ করা থাকে।

তবে নির্দেশিকা থাকলেই কাজ হবে কি না, তা নিয়েও প্রশ্ন আছে। একটি স্কুলের অধ্যক্ষের যেমন অভিযোগ, নিরাপত্তার বিষয়ে কোনও স্কুল আদৌ ব্যবস্থা নিয়েছে কি না, বোর্ডের পক্ষ থেকে সেটা কখনওই যাচাই করে দেখা হয় না।

কাউন্সিল অধীন এক স্কুলের অধ্যক্ষ এ দিন জানালেন, গত সেপ্টেম্বরে কাউন্সিল দেশের প্রায় আড়াই হাজার স্কুল কর্তৃপক্ষকে ই-মেল করে নিরাপত্তা নিয়ে অডিট করতে বলেছে। সেই রিপোর্ট কাউন্সিলে জমা দিতে হবে। তার ভিত্তিতেই ‘সেফটি ম্যানুয়াল’ তৈরি করছে কাউন্সিল।

এ দিনের ঘটনা নিয়েও ওই স্কুল থেকে রিপোর্ট চেয়ে পাঠাবে কাউন্সিল। এ কথা জানিয়ে কাউন্সিলের সচিব বলেন, ‘‘পড়ুয়াদের নিরাপত্তা স্কুল কর্তৃপক্ষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সে ক্ষেত্রে সিসিটিভি জরুরি।’’ সূত্রের খবর, সিসিটিভি বসানো, শৌচালয়ের বাইরে আয়া রাখার মতো নিদান থাকছে নতুন ম্যানুয়ালে।

শহরের কিছু স্কুলে অবশ্য এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা আগে থেকেই আছে বলে দাবি। এ দিন লা মার্টিনিয়ারের সচিব সুপ্রিয় ধর জানান, বয়েজ ও গার্লস স্কুল মিলিয়ে প্রায় ৭৫০টি সিসি ক্যামেরা আছে। সর্ব ক্ষণ নজরদারি চলে। পাশাপাশি, স্কুল চত্বরে রক্ষীরা থাকেন। তিনি জানান, সিআইএসএফ-এর সঙ্গেও আলোচনা হয়েছে। একই সুরে ক্যালকাটা বয়েজের অধ্যক্ষ রাজা ম্যাকগি জানান, স্কুলের প্রতিটি ক্লাসে ও বারান্দায় ১২০টি সিসিটিভি আছে। একই ভাবে রামমোহন মিশন হাইস্কুলেও ৫২টি মতো সিসি ক্যামেরা আছে বলে জানান অধ্যক্ষ সুজয় বিশ্বাস। লেক থানাকে দিয়ে অডিট করা হয়েছে। স্কুলে বহিরাগতদের প্রবেশও নিষিদ্ধ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE