Advertisement
১৬ এপ্রিল ২০২৪

গ্রেফতার যুগল

স্বামীর সঙ্গে মনোমালিন্য গত বেশ কয়েক মাসের। স্বামী থাকেন কানাডায়। আর স্ত্রী পঞ্জাবের কপুরথালায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৩৭ বছরের সেই স্ত্রী গুরমিত কৌরের (নাম পরিবর্তিত) সঙ্গে ২৩ বছরের শিবরাজ সিংহের (নাম পরিবর্তিত) গত কয়েক মাস ধরে ঘনিষ্ঠতা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৭ ০১:২৫
Share: Save:

স্বামীর সঙ্গে মনোমালিন্য গত বেশ কয়েক মাসের। স্বামী থাকেন কানাডায়। আর স্ত্রী পঞ্জাবের কপুরথালায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৩৭ বছরের সেই স্ত্রী গুরমিত কৌরের (নাম পরিবর্তিত) সঙ্গে ২৩ বছরের শিবরাজ সিংহের (নাম পরিবর্তিত) গত কয়েক মাস ধরে ঘনিষ্ঠতা। শিবরাজ স্থানীয় বাসিন্দা। এ সব নিয়ে গণ্ডগোল লেগে গিয়েছিল। সম্প্রতি বাড়ি থেকে টাকাপয়সা নিয়ে গুরমিত ও শিবরাজ পঞ্জাব ছেড়ে পালিয়ে যান সোজা মালয়েশিয়ায়। কানাডা থেকে গুরমিতের স্বামী দলবীর সিংহও (নাম পরিবর্তিত) কপুরথালা পুলিশের কাছে স্ত্রী পালানোর অভিযোগ জানিয়ে রেখেছিলেন।

পুলিশ গুরমিত ও শিবরাজকে খুঁজে না পেয়ে তাঁদের নামে ‘লুক আউট কর্নার’ (এলওসি) নোটিস জারির জন্য পঞ্জাবের আদালতে আবেদন করেছিল। সেই আবেদন মঞ্জুর হলে কলকাতা বিমানবন্দর-সহ দেশের সব বিমানবন্দর ও বন্দরের অভিবাসন দফতরে গুরমিত ও শিবরাজ সম্পর্কে তথ্য ও ছবি দেওয়া হয়। কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, মঙ্গলবার ওই দু’জন কুয়ালা লামপুর থেকে উড়ানে কলকাতায় নামেন।

গুরমিত ও শিবরাজের পাসপোর্ট নম্বর কম্পিউটারে ফেলতেই বিস্তারিত তথ্য বেরিয়ে আসে। মঙ্গলবারই অভিবাসন দফতরের পক্ষ থেকে ওই দু’জনকে বিমানবন্দর থানার হাতে তুলে দেওয়া হয়। খবর পেয়ে পঞ্জাব পুলিশের একটি দল বুধবার সকালেই কলকাতায় আসে। তারা এ দিনই গুরমিত ও শিবরাজকে ব্যারাকপুর আদালতে তুলে ট্রানজিট রিমান্ডের আবেদন করে। সেই আবেদন মঞ্জুর হওয়ার পরে রাতের বিমানে অভিযুক্ত দু’জনকে নিয়ে দিল্লি উড়ে গিয়েছে পঞ্জাব পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Couple Fraud
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE