Advertisement
২৫ এপ্রিল ২০২৪

সকালে শুরু এ বারের ডোভার লেন

পনেরো বছর পরে ফের ডোভার লেন সঙ্গীত সম্মেলনের সূচনা হচ্ছে সকালে। এর আগে সুবর্ণজয়ন্তী বর্ষে সকালে সম্মেলন শুরু হয়েছিল ভজনের অনুষ্ঠানে।

নিজস্ব সংবাদাদাতা
শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০১৭ ০১:৩৮
Share: Save:

পনেরো বছর পরে ফের ডোভার লেন সঙ্গীত সম্মেলনের সূচনা হচ্ছে সকালে। এর আগে সুবর্ণজয়ন্তী বর্ষে সকালে সম্মেলন শুরু হয়েছিল ভজনের অনুষ্ঠানে। এ বার ৬৫তম বর্ষে সূচনা হবে শাস্ত্রীয় সঙ্গীতে। আগামী ২২ জানুয়ারি যশরাজের গানে সম্মেলনের সূচনার পরে শেষ দিন, ২৫ জানুয়ারি শেষ অনুষ্ঠান আমজাদ আলি খানের সরোদবাদন।

পঞ্চাশতম বর্ষের মতো এ বারও প্রথম দিনের অনুষ্ঠান সকাল ও রাতে দু’টি পর্বে ভাগ করা হয়েছে। ডোভার লেন সঙ্গীত সম্মেলনের সাধারণ সম্পাদক বাপ্পা সেন বলেন, ‘‘আগের বার শুধুমাত্র ভজনের অনুষ্ঠান হয়েছিল সকালে। এ বার পুরোদস্তুর শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান হবে। শ্রোতাদের দীর্ঘ দিনের অনুরোধেই এ বার সকালে অনুষ্ঠান হচ্ছে। ভাল সাড়া পেলে আগামী দিনেও সকালে অনুষ্ঠান নিয়ে ভাবনাচিন্তা করা হবে।’’ উদ্যোক্তারা জানান, এ বারের অন্য বিশিষ্ট শিল্পীদের মধ্যে রয়েছেন অজয় চক্রবর্তী, আমান আলি খান, আয়ান আলি খান, রাশিদ খান, হরিপ্রসাদ চৌরাসিয়া, শিবকুমার শর্মা প্রমুখ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dover Lane Music Conference
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE