Advertisement
২৬ এপ্রিল ২০২৪

প্রবেশিকা পরীক্ষা থাকুক প্রেসিডেন্সিতে: উপাচার্য

প্রবেশিকা পরীক্ষা নিয়েই স্নাতক স্তরে ছাত্র ভর্তি হবে জানিয়ে বিজ্ঞপ্তি দিল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার দেওয়া ওই বিজ্ঞপ্তিতে উপাচার্য অনুরাধা লোহিয়া জানান, পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত সকলকেই দায়িত্ব নিতে হবে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৫ ০৩:০৯
Share: Save:

প্রবেশিকা পরীক্ষা নিয়েই স্নাতক স্তরে ছাত্র ভর্তি হবে জানিয়ে বিজ্ঞপ্তি দিল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার দেওয়া ওই বিজ্ঞপ্তিতে উপাচার্য অনুরাধা লোহিয়া জানান, পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত সকলকেই দায়িত্ব নিতে হবে। আজ, বুধবার ভর্তি কমিটির বৈঠকে প্রবেশিকা পরীক্ষার খুঁটিনাটি নিয়ে আলোচনার কথা আছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রের খবর।

প্রেসিডেন্সিতে বরাবর প্রবেশিকা পরীক্ষা নিয়েই ছাত্র ভর্তি করা হয়। কিন্তু পরীক্ষা দিতে আসা পড়ুয়ার সংখ্যা দিনে দিনে বাড়ছে। বাড়ছে অভিভাবক, পড়ুয়াদের সঙ্গে আসা গাড়ির সংখ্যা। ফলে পরিকাঠামো না বাড়িয়ে প্রবেশিকা পরীক্ষার ব্যবস্থা করা বেশ কঠিন বলে জানাচ্ছেন কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, প্রবেশিকা পরীক্ষার দিন আসা গাড়ির ভিড় সামলাতে পুলিশও হিমসিম খেয়েছে বলে লালবাজারের তরফে বার্তা দেওয়া হয়েছে।

এই পরিস্থিতিতে অন্য কোনও পদ্ধতিতে ছাত্র ভর্তির ব্যাপারে আগ্রহী হন কর্তৃপক্ষ। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ১৭ এপ্রিল গভর্নিং বোর্ডের বৈঠকে বিষয়টি চূড়ান্ত হওয়ার কথা। তার আগে বিভাগীয় প্রধানদের মত চেয়ে ই-মেল করা হয় গত সপ্তাহে। প্রবেশিকা পরীক্ষা বাদ দিয়ে ছাত্র ভর্তি সম্ভব কি না, তা সম্ভব না হলে পরীক্ষার্থীর সংখ্যায় কী ভাবে কমানো যায়, তাও জানতে চাওয়া হয় প্রধানদের কাছে। বেশির ভাগই পরীক্ষার পক্ষে রায় দেন বলে বিশ্ববিদ্যালয় সূত্রের খবর।

ছাত্রছাত্রীদেরও বড় অংশ পরীক্ষার পক্ষে। পরীক্ষা নিয়ে ছাত্রভর্তির দাবি জানিয়ে সোমবারই উপাচার্যকে স্মারকলিপি দিয়েছিল ছাত্র সংগঠন ইন্ডিপেন্ডেন্ট কনসলিডেশন (আইসি)। বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নের স্বার্থেই যে পরীক্ষার প্রয়োজন, সে কথা জানানোর পাশাপাশি এ প্রসঙ্গে উপাচার্যের বক্তব্যও জানতে চেয়েছিল ওই সংগঠন।

এ দিন একটি বিজ্ঞপ্তি জারি করে অনুরাধাদেবী জানান, ছাত্র ভর্তি হবে প্রবেশিকা পরীক্ষা নিয়েই। সংরক্ষিত শ্রেণির জন্য আসন সংরক্ষণ-সহ অন্য নিয়মকানুন ভাল ভাবে মেনে স্বচ্ছ পদ্ধতিতে ছাত্র ভর্তি করার কথাও বলেন উপাচার্য। নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে মেধার ভিত্তিতে ভর্তি সম্পন্ন করা যায়, সে দিকেও নজর দিতে বলেন তিনি। বিজ্ঞপ্তিতে তাঁরা সন্তুষ্ট বলে জানিয়েছেন আইসি-র সদস্যেরা। ভর্তি প্রক্রিয়া নিয়ে আজ, বুধবার ভর্তি কমিটির বৈঠকে বিস্তারিত আলোচনার পরে চূড়ান্ত অনুমোদনের জন্য বিষয়টি গভর্নিং বোর্ডের বৈঠকে যাওয়ার কথা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE