Advertisement
২০ এপ্রিল ২০২৪
প্রেসিডেন্সি

প্রবেশিকা পরীক্ষা নিয়েই ছাত্র ভর্তি

হিন্দি ছাড়া বাকি সব বিভাগেই প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ছাত্র ভর্তি হবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। বৃহস্পতিবার ভর্তি কমিটির বৈঠকের পরে এ কথা জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হিন্দিতে এমনিতেই আবেদনকারীর সংখ্যা খুব বেশি হয় না, তার উপরে প্রবেশিকা পরীক্ষা নিয়ে ফল প্রকাশ করে ভর্তি শুরু হতে অনেকটা সময় পেরিয়ে যায়। ফলে অনেকেই অন্য কলেজে ভর্তি হয়ে যান এবং প্রেসিডেন্সির সব আসনও পূরণ হয় না। সেই সমস্যা এড়াতে এ বার আর প্রবেশিকা পরীক্ষা নয়, দ্বাদশের নম্বরের ভিত্তিতেই ভর্তির সিদ্ধান্ত নিয়েছে হিন্দি বিভাগ। ভর্তি কমিটিও এই সিদ্ধান্ত অনুমোদন করেছে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ মে ২০১৫ ০০:০১
Share: Save:

হিন্দি ছাড়া বাকি সব বিভাগেই প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ছাত্র ভর্তি হবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। বৃহস্পতিবার ভর্তি কমিটির বৈঠকের পরে এ কথা জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

হিন্দিতে এমনিতেই আবেদনকারীর সংখ্যা খুব বেশি হয় না, তার উপরে প্রবেশিকা পরীক্ষা নিয়ে ফল প্রকাশ করে ভর্তি শুরু হতে অনেকটা সময় পেরিয়ে যায়। ফলে অনেকেই অন্য কলেজে ভর্তি হয়ে যান এবং প্রেসিডেন্সির সব আসনও পূরণ হয় না। সেই সমস্যা এড়াতে এ বার আর প্রবেশিকা
পরীক্ষা নয়, দ্বাদশের নম্বরের ভিত্তিতেই ভর্তির সিদ্ধান্ত নিয়েছে হিন্দি বিভাগ। ভর্তি কমিটিও এই সিদ্ধান্ত অনুমোদন করেছে।

প্রেসিডেন্সিতে দীর্ঘ সময় ধরে ছাত্রভর্তি হয় প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে। কিন্তু পরিকাঠামোগত কারণে ২০ হাজারেরও বেশি আবেদনকারীর প্রবেশিকা পরীক্ষা নেওয়া কার্যত অসম্ভব বলে জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভর্তি পদ্ধতি বদলাতেও উদ্যোগী হন তাঁরা। কিন্তু প্রবেশিকা পরীক্ষার দাবিতে উপাচার্য-সহ কর্তাদের ঘেরাও করে বিক্ষোভ দেখান একদল পড়ুয়া। শেষ পর্যন্ত শিক্ষামন্ত্রীর মধ্যস্থতায় ঠিক হয় জয়েন্ট এন্ট্রান্স বোর্ড প্রবেশিকা পরীক্ষার আয়োজন করবে। কী ভাবে সেই পরীক্ষা হবে, তা নিয়ে বোর্ডের সঙ্গে আলোচনাও শুরু হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।

বৃহস্পতিবার প্রেসিডেন্সির এক কর্তা বলেন, ‘‘রাজ্য জুড়ে ৪০-৫০টি কেন্দ্রে প্রবেশিকা পরীক্ষা হবে। ফলে এক দিনেই সব বিভাগের পরীক্ষা হয়ে যাবে।’’ বিজ্ঞান ও সমাজ বিজ্ঞানের কিছু বিষয়ে পরীক্ষা হবে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন (এমসিকিউ)-এ। সেই পরীক্ষা ওএমআর শিটের বদলে সরাসরি কম্পিউটারেই নেওয়া হবে। জয়েন্ট বোর্ডের সঙ্গেও এ বিষয়ে কথা হয়েছে বলে জানান ওই কর্তা। আজ, উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পরে আগামী সপ্তাহে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করবে প্রেসিডেন্সি। আগামী সপ্তাহের শেষ দিকে ভর্তির ফর্ম দেওয়া যাবে বলে আশা করছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE