Advertisement
২৫ এপ্রিল ২০২৪
দমদম পার্ক

সিবিআই কর্তা সেজে টাকা লুঠ

সিবিআই অফিসার সেজে অস্ত্র দেখিয়ে দমদম পার্কের এক চিকিৎসকের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। রবিবার, ওড়িশার রসুলগড় এলাকা থেকে তাকে ধরা হয়। ধৃতের নাম স্মিথ শেট্টি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:৩৭
Share: Save:

সিবিআই অফিসার সেজে অস্ত্র দেখিয়ে দমদম পার্কের এক চিকিৎসকের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। রবিবার, ওড়িশার রসুলগড় এলাকা থেকে তাকে ধরা হয়। ধৃতের নাম স্মিথ শেট্টি।

পুলিশ জানায়, চলতি মাসের ৩ তারিখ লেক টাউন থানা এলাকায় ঘটনাটি ঘটে। ওই দিন দমদম পার্কের তিন নম্বর ট্যাঙ্কের কাছে ক্যানাল স্ট্রিটে নিজের চেম্বারে বসে বন্ধুর সঙ্গে কথা বলছিলেন এক চিকিৎসক। দুপুরে স্মিথ চেম্বারে ঢুকে সিবিআই অফিসার পরিচয় দিয়ে ওই চিকিৎসকের সঙ্গে একান্তে কথা বলতে চান।

পুলিশ জানিয়েছে, এর পরেই চিকিৎসকের থেকে ইনকাম ট্যাক্স রিটার্ন, ট্রেড লাইসেন্স, চিকিৎসকের ডিগ্রি সংক্রান্ত শংসাপত্র এবং আরও কিছু নথি দেখতে চায় স্মিথ। চিকিৎসক জানান, সে সব তাঁর বাড়িতে রয়েছে। তখন স্মিথ নিজের গাড়িতে চিকিৎসককে নিয়ে তাঁর বাড়ি যান। অভিযোগ, ঘরে ঢুকেই স্মিথ ভয় দেখাতে চিকিৎসককে বলেন, অবৈধ ওষুধ থাকার কারণে তাঁকে গ্রেফতার করা হতে পারে। তাতেও কাজ না হওয়ায় একটি ধারালো ছুরি দিয়ে চিকিৎসককে ভয় দেখায় সে। তখন ঘরে কেউ ছিল না বলে দাবি চিকিৎসকের। আতঙ্কিত হয়ে ঘরে রাখা দু’ লক্ষ টাকা এবং কিছু গয়না অভিযুক্তকে দিয়ে দেন চিকিৎসক। সে সব নিয়ে সে পালিয়ে যায় বলে
দাবি চিকিৎসকের।

ওই দিনই লেকটাউন থানায় অভিযোগ দায়ের করেন ওই চিকিৎসক। তারই তদন্তে নেমে স্মিথকে ধরে বিধাননগর পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CBI Officer Robbery Loot Dum Dum Park
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE