Advertisement
১৯ এপ্রিল ২০২৪

যন্ত্রণার জমা জলই আশীর্বাদ

পুরসভার ৭৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রামপিয়ারি রাম জানান, রাস্তার জমে থাকা জলে ট্রান্সপোর্ট ডিপো রোডের বহু গুদামের মজুত জিনিস নষ্ট হয়ে গিয়েছে।

ভরসা: রাস্তার জমা জলই নেওয়া হচ্ছে আগুন নেভাতে। নিজস্ব চিত্র

ভরসা: রাস্তার জমা জলই নেওয়া হচ্ছে আগুন নেভাতে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১২ অক্টোবর ২০১৭ ০২:০২
Share: Save:

রাস্তায় যে জমা জলের জন্য অসুবিধায় পড়েছিল দমকল, বুধবার সেই জমা জল কিছুটা সুবিধাও করে দিয়েছে তাদের।

কী ভাবে? এ দিন ট্রান্সপোর্ট রোডের গুদামের আগুন নেভাতে গিয়ে ঘনঘন জল ফুরিয়ে যাচ্ছিল দমকলের। বেলার দিকে তারা ঠিক করে, গাড়ি ঘুরিয়ে ফের জল আনার বদলে ট্রান্সপোর্ট রোডের জমা জলই আগুন নেভানোর জন্য ব্যবহার করা হবে। জেট পাম্প আনিয়ে বড় মুখের পাইপ জমা জলে ঢুকিয়ে সেই জল হোস পাইপ দিয়ে তেতে থাকা গুদামের দেওয়ালে ঢালতে শুরু করেন দমকলের কর্মীরা। ফলে জলের অভাব ততটা হয়নি বলেই দমকলের অফিসারেরা জানান।

পুরসভার ৭৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রামপিয়ারি রাম জানান, রাস্তার জমে থাকা জলে ট্রান্সপোর্ট ডিপো রোডের বহু গুদামের মজুত জিনিস নষ্ট হয়ে গিয়েছে। এলাকার রাস্তাঘাট ও নিকাশির হাল খুব খারাপ বলেও অভিযোগ করেন তিনি। তবে, কলকাতা বন্দরের দাবি, ওই রাস্তা সারানোর জন্য ইতিমধ্যেই পাথর ফেলা হয়েছে। বর্ষা মিটলেই রাস্তা সারানোর কাজ শুরু হবে। কিন্তু কাউন্সিলরের বক্তব্য, রাস্তার আগে নিকাশির আমূল সংস্কার চাই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Fire Brigade Logged Water Fire
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE