Advertisement
২৩ এপ্রিল ২০২৪

অ্যাপের হাত ধরে ‘বন্ধু’ হবে পুলিশ

স্মার্টফোনের নয়া অ্যাপ ‘বন্ধু’র হাত ধরে এ বার ঘরে ঘরে ঢুকে পড়েছে কলকাতা পুলিশ। এই অ্যাপের মাধ্যমে থানায় না গিয়েও কোন কিছু হারিয়ে গেলে জেনারেল ডায়েরি (জি়ডি) করা যাবে

শিবাজী দে সরকার
শেষ আপডেট: ২২ জুন ২০১৭ ০২:৪৮
Share: Save:

থানায় যাওয়ার দরকার নেই। থানাই আপনার হাতের মুঠোয়। সৌজন্যে ‘বন্ধু’ অ্যাপ।

স্মার্টফোনের নয়া অ্যাপ ‘বন্ধু’র হাত ধরে এ বার ঘরে ঘরে ঢুকে পড়েছে কলকাতা পুলিশ। এই অ্যাপের মাধ্যমে থানায় না গিয়েও কোন কিছু হারিয়ে গেলে জেনারেল ডায়েরি (জি়ডি) করা যাবে, পরিচারকের ছবি-সহ নথি থেকে জমা দেওয়া থেকে শুরু করে যে কোন অপরাধ সংক্রান্ত তথ্য এই অ্যাপের মাধ্যমে পুলিশের কাছে পাঠাতে পারবেন যে কেউ।

কলকাতা পুলিশের কর্তারা জানিয়েছেন, চলতি সপ্তাহেই ‘বন্ধু’ (কলকাতা পুলিশ সিটিজেন অ্যাপ) অ্যাপটি চলে এসেছে। মোট ১৬টি অপশন আছে এই অ্যাপে। ইলেকট্রনিক জিডি, পরিচারক-ভাড়াটিয়াদের সম্পর্কিত নথি পুলিশকে দেওয়ার মতো বিষয় ছাড়াও ট্র্যাফিক সংক্রান্ত, ট্র্যাফিক আইন ভাঙলে জরিমানা সংক্রান্ত, পার্কিং সংক্রান্ত তথ্য জানা যাবে এই অ্যাপে।

পুলিশ সূত্রের খবর, কোন কিছু হারিয়ে গেলে এই অ্যাপের ‘ই-জিডি’ মেনুতে গিয়ে নিজের মোবাইল ফোন নম্বর দিতে হবে। যা দিয়ে অভিযোগকারীর সত্যতা যাচাই করা হবে। তার পরে নিজের হারিয়ে যাওয়া জিনিসের বিবরণ সবিস্তারে লিখে ‘ওকে’ অপশনে আঙুল ছোঁয়ালেই অভিযোগটি সোজা চলে যাবে লালবাজারে। সেখান থেকে সংশ্লিষ্ট থানায় ওই জিডি পাঠিয়ে দেওয়া হবে। পুলিশ জানিয়েছে, পুরো প্রক্রিয়া শেষ হলে অভিযোগকারীর মোবাইলে জিডির নম্বর, বিষয় এবং থানার নাম পাঠিয়ে দেবে লালবাজার। আগে কিছু হারিয়ে গেলে থানায় গিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হত। অভিযোগ, জিডি করতে গিয়ে হয়রানির শিকার হতেন অনেকে।

লালবাজারের এক কর্তা বলেন, ‘‘বন্ধু অ্যাপের মাধ্যমে ইলেকট্রনিক জিডি করলে হয়রানি যেমন কমবে তেমনি সময়ও বাঁচবে।’’

নির্ভয়া-কাণ্ডের পরে মহিলাদের নিরাপত্তা নিয়ে নানা অ্যাপ চালু হয়েছিল। কলকাতা পুলিশও ‘আই ওয়াচ’ নামের একটি অ্যাপ চালু করেছিল। সেই অ্যাপে সরাসরি লালবাজারে বিপদ-সঙ্কেত পাঠানো যেত। লালবাজারের দাবি, সেই অ্যাপ তেমন জনপ্রিয় হয়নি। ‘বন্ধু’ অ্যাপেও এই ব্যবস্থা আছে। বিপদে পড়লে এই অ্যাপে থাকা জরুরি অপশনে আঙুল ছোঁয়ালেই বার্তা পৌঁছে যাবে লালবাজারে। অ্যাপের মাধ্যমেই পুলিশ জানতে পারবে বিপন্ন ব্যক্তির অবস্থান। অ্যাপে পরিচিত চার জনের মোবাইল নম্বর রেজিস্ট্রেশন করা যাবে। যাতে প্রয়োজনে পুলিশের পাশাপাশি ওই বিপদ-সঙ্কেত পৌঁছে যায় তাঁদের মোবাইলেও।

পুলিশ সূত্রে খবর, স্মার্টফোনের গুগল প্লে-স্টোর থেকে ‘বন্ধু’ অ্যাপটি (কলকাতা পুলিশ সিটিজেন অ্যাপ) ডাউনলোড করা যাবে। এর পরে অ্যাপে নিজের মোবাইল নম্বর দিলে একটি ‘ওয়ান টাইম পাসওয়ার্ড’ (ওটিপি) আসবে। সেটি ঠিকঠাক দিলে অ্যাপে লগ-ইন করা যাবে।

লালবাজারের কর্তারা জানান, এই অ্যাপের মাধ্যমে সরাসরি কলকাতা পুলিশের কর্তাদের সঙ্গে যোগাযোগ করা যাবে। কোন ব্যক্তি লালবাজারের কর্তাদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে অ্যাপের ‘কনটাক্ট’ অপশনে গিয়ে তাঁদের সঙ্গে যোগাযোগ বা বার্তা পাঠাতে পারবেন। শহরের প্রবীণ নাগরিকদের জন্য চালু হওয়া ‘প্রণাম’-এর সদস্যরাও ওই অ্যাপের মাধ্যমে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

লালবাজারে কাজ করে যাওয়া এক অফিসার জানান, দীর্ঘ দিন ধরেই পুলিশকে বন্ধু হয়ে ওঠার পরামর্শ দেওয়া হচ্ছে। বাস্তবে পুলিশ তা হতে পারবে কি না তা নিয়ে সন্দেহ থাকলেও লালবাজার কিন্তু ‘ভার্চুয়াল’ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে নাগরিকদের দিকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE