Advertisement
২০ এপ্রিল ২০২৪

বৃদ্ধাকে দেখভালের সুযোগে চুরি, ধৃত পরিচারিকা

কলকাতা হাইকোর্টের এক বিচারপতির আত্মীয়ের বাড়ি থেকে লক্ষাধিক টাকা মূল্যের সামগ্রী চুরির অভিযোগে নমিতা মণ্ডল নামে ওই পরিচারিকাকে গ্রেফতার করা হয়েছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৭ ০১:২৫
Share: Save:

অসুস্থ বৃদ্ধাকে দেখভালের সময়ে একা থাকার সুযোগ নিয়ে ঘরে থাকা বহুমূল্য প্রাচীন স্বর্ণমুদ্রা, হিরের আংটি-সহ একাধিক জিনিস ধীরে ধীরে সরিয়ে বিক্রি করে দিয়েছিল পরিচারিকা। ভেবেছিল, অল্প অল্প জিনিস সরালে কারও নজর পড়বে না। এ ভাবে কেটেও গিয়েছিল কয়েক মাস। কিন্তু শেষরক্ষা হল না। কলকাতা হাইকোর্টের এক বিচারপতির আত্মীয়ের বাড়ি থেকে লক্ষাধিক টাকা মূল্যের সামগ্রী চুরির অভিযোগে নমিতা মণ্ডল নামে ওই পরিচারিকাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার নোদাখালি থানার পুলিশ তাকে আটক করে হেস্টিংস থানার হাতে তুলে দেয়। তাকে জেরা করে চুরি যাওয়া কিছু সামগ্রী উদ্ধার করেছে পুলিশ।

হেস্টিংস থানা এলাকার রজাব আলি লেনের বাসিন্দা অঙ্গিরা মুখোপাধ্যায় আহমেদ খান বৃহস্পতিবার পুলিশে অভিযোগ করেন, তাঁর মায়ের দেখভালের জন্য থাকা পরিচারিকা বাড়ির সব জিনিস চুরি করে পালিয়ে গিয়েছে। অঙ্গিরাদেবী ওই বিচারপতির ভ্রাতৃবধূ এবং প্রাক্তন কাউন্সিলর ফৈয়াজ আহমেদ খানের স্ত্রী। অভিযোগ করার পর পরই তিনি ওই পরিচারিকার বাড়ি নোদাখালি এলাকায় চলে যান। সেখানকার থানার সঙ্গে যোগাযোগ করা হয় কলকাতা পুলিশের সঙ্গে। এর পরেই নোদাখালির সাতগাছিয়া থেকে নমিতাকে ধরে পুলিশ। উদ্ধার হয় চুরি যাওয়া বেশ কিছু জিনিস। অভিযুক্তকে নিয়ে বাখরাহাট-সহ বিভিন্ন জায়গাতে তল্লাশিও চালানো হয়।

পুলিশ জেনেছে, অঙ্গিরাদেবীর বাড়ির পাশেই একটি বাড়িতে থাকতেন তাঁর বৃদ্ধা মা। তাঁর জন্য বছর পাঁচেক আগে নমিতাকে নিযুক্ত করা হয়। অঙ্গিরাদেবী জানান, প্রতি মাসে দু’বার করে ছুটি নিয়ে বাড়ি যেত নমিতা। জেরায় সে স্বীকার করেছে, তখন চুরির মাল বাড়িতে রেখে আসত বা দোকানে বন্ধক রেখে টাকা নিত।

শুক্রবার ফৈয়াজ বলেন, ‘‘কালীপুজোর আগে আমার স্ত্রীর নজরে আসে বিষয়টি। নমিতাকে চেপে ধরলে সে স্বীকার করে জিনিস ফেরত দেওয়ার কথা বলে। কিন্তু বৃহস্পতিবারই সে বাড়ি ছেড়ে চলে যায়। এর পরেই পুলিশের দ্বারস্থ হন অঙ্গিরা।’’ তাঁর অভিযোগ, বিশ্বাস করে দায়িত্ব দেওয়া হয়েছিল নমিতাকে। সেই সুযোগে সে চুরি করেছে।

লালবাজারের এক কর্তা জানান, তদন্ত শুরু হয়েছে। চুরির মাল বিভিন্ন জায়গায় বিক্রি করেছে অভিযুক্ত। সে সব জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Theft Arrest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE