Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ডেঙ্গির রক্ত পরীক্ষায় এ বার পুর-নজরদারি

of blood tests to check dengiraডেঙ্গি আক্রান্ত রোগীর রক্ত পরীক্ষায় এ বার নজরদারি করার সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভার স্বাস্থ্য দফতর। বেসরকারি পরীক্ষাগারে পরীক্ষিত রক্তের নমুনা পুরসভা ফের তাদের পরীক্ষাগারে পরীক্ষা করতে চায়।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৭ ০০:০০
Share: Save:

ডেঙ্গি আক্রান্ত রোগীর রক্ত পরীক্ষায় এ বার নজরদারি করার সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভার স্বাস্থ্য দফতর। বেসরকারি পরীক্ষাগারে পরীক্ষিত রক্তের নমুনা পুরসভা ফের তাদের পরীক্ষাগারে পরীক্ষা করতে চায়। ডেঙ্গি শনাক্তকরণ নিয়ে প্রতি বারই পুরসভা ও বেসরকারি পরীক্ষাগারে বিতর্ক ওঠে। সেই সমস্যা দূর করতেই এই সিদ্ধান্ত।

সোমবার পুরসভার স্বাস্থ্য দফতরের মেয়র পারিষদ অতীন ঘোয বলেন, ‘‘পুরসভা শহরের প্রতিটি প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতেই চিঠি দিয়ে জানাবেন তাঁরা যেন ডেঙ্গি আক্রান্তের রোগীর রক্তের নমুনা আট দিন রাখেন। পুরসভা সন্দেহ দূর করতে এই রক্তের নমুনা পুরসভার নিজস্ব ডেঙ্গি শনাক্তকরণ পরীক্ষাগারে পরীক্ষা করবে।’’ অতীনবাবু জানান, দু’বার রক্তের নমুনা পরীক্ষা করার ফলে কেবলমাত্র যে বিতর্ক দূর হবে তা নয়, পুরসভা দ্রুত ডেঙ্গি সংক্রান্ত তথ্য পাবে ও প্রতিরোধে ব্যবস্থা নেবে। এ ছাড়াও, শহরের চিকিৎসকদেরও পুরসভা থেকে আবেদন জানানো হবে, যাতে তাঁরা পুরসভার ল্যাবেই রক্তের নমুনা পরীক্ষা করেন। ২৩ ফেব্রুয়ারি থেকে পুরসভা ডেঙ্গি অভিযান শুরু করবে। পুরসভার ১৪৪ টি ওয়ার্ডে কী কী পরিযেবা দেওয়া হবে তার তালিকাও এ দিন প্রকাশ করেন মেয়র পারিষদ। এই তালিকা সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দাদের বিতরণ করা হবে বলে জানান তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

KMC Blood Test Dengue
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE