Advertisement
২৩ এপ্রিল ২০২৪

মেট্রোয় জরিমানার আয় প্রায় বিশ লক্ষ

মেট্রোর এক কর্তা জানাচ্ছেন, জরিমানার এই পরিমাণ ১৬-১৭ ’র আর্থিক বর্ষে এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে আদায় হওয়া টাকার থেকে প্রায় সাড়ে ১২ শতাংশ বেশি।

মেট্রোয় বিনা টিকিটে যাত্রা! এ নিয়ে কানাঘুষো ছিলই।

মেট্রোয় বিনা টিকিটে যাত্রা! এ নিয়ে কানাঘুষো ছিলই।

অমিতাভ বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০১৮ ০১:৪৮
Share: Save:

এ বার মেট্রোর বিনা টিকিটে ক্ষতির সরকারি তথ্য চলে এল সামনে। মেট্রো সূত্রের খবর, গত বছর এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত ন’মাসে বিনা টিকিটে অথবা কম ভাড়াতে বেশি দূরত্বে গিয়ে ধরা পড়েছেন মোট ৭ হাজার ৬১২ জন যাত্রী। এ জন্য জরিমানা বাবদ আদায় করা হয়েছে ১৯ লক্ষ ৮২ হাজার ৬১০ টাকা। মেট্রোর এক কর্তা জানাচ্ছেন, জরিমানার এই পরিমাণ ১৬-১৭ ’র আর্থিক বর্ষে এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে আদায় হওয়া টাকার থেকে প্রায় সাড়ে ১২ শতাংশ বেশি।

কিন্তু মেট্রোতে বিনা টিকিটে কী ভাবে যাত্রা হচ্ছে?

ধরা যাক, এক জন স্মার্ট গেট দিয়ে বেরোচ্ছেন। কেউ টোকেন ছোঁয়ালে বা কার্ড পাঞ্চ করলে কিছু ক্ষণ গেট খোলা থাকার কথা। বিনা টিকিটের যাত্রীরা সেই সুযোগটাই কাজে লাগান। তাঁরা যাত্রীর পিছনে এসে দাঁড়িয়ে পড়েন। এক জন পাঞ্চ করে বেরোতে গেলে, বিনা টিকিটের যাত্রীও বেরিয়ে যান ঝট করে। এটা আরও সম্ভব হয় যখন স্মার্ট গেটে গোলমাল থাকে। এক জন যাত্রী টোকেন বা স্মার্ট কার্ড পাঞ্চ করার পরে যেটুকু সময় গেট খোলা থাকার কথা, গেটে গোলমাল থাকলে তা বেশি ক্ষণ হয়। ফলে সহজেই অন্য জন পাঞ্চ না করে বেরিয়ে যান। গেটগুলি যত দিন না সঠিক ভাবে কাজ করবে, তত দিন বিনা টিকিটে বা স্বল্প দূরত্বের টিকিটে অসাধু যাত্রীরা যাতায়াতের চেষ্টা চালিয়ে যাবেন বলে মনে করছেন কর্মীদের একাংশ।

সম্প্রতি স্মার্ট গেটের যান্ত্রিক ত্রুটির জন্য দমদমের মত ব্যস্ত স্টেশনে কর্তৃপক্ষের নির্দেশে গেট খুলে দেওয়া হয়েছিল। সে দিন কয়েক হাজার যাত্রী বিনা টিকিটে গন্তব্যে পৌঁছে গিয়েছেন। এতে তো মেট্রোরই ক্ষতি, মানছেন কর্মীরা। মেট্রোর ইতিহাস বলছে, এক বার নয়, কম হলেও একাধিকবার যান্ত্রিক ত্রুটির জন্য এ ভাবে গেট খুলে দেওয়া হয়েছে। মেট্রোকর্তারা অবশ্য এমন ঘটনাকে মেট্রোর মহানুভবতা হিসাবে দেখাতে চেয়েছেন। তাঁরা বলেছেন, ওই সময়ে যাত্রীদের চাপ বেশি ছিল। অথচ গেটে সমস্যা থাকায় বড় গোলমাল হতে পারত। সে রকম যাতে কিছু না হয়, তাই তাঁদের আটকানো হয়নি। অল্প সময়ের জন্য গেট খুলে দেওয়া হয়েছিল। পাশাপাশি তাঁরা এ-ও জানাচ্ছেন, টিকিটে কারচুপি নিয়ে অভিযোগ আসে। এ জন্যই আচমকা অভিযান চালিয়ে পাকড়াও করা হয় অসাধু যাত্রীদের।

যাত্রীদের দাবি, যান্ত্রিক ত্রুটির কারণে গেটে গোলমাল হলেও যাতে ভাড়া আদায় করা যায়, তার ব্যবস্থা করুক কর্তৃপক্ষ। তা হলেও এক দিনের বড় আর্থিক ক্ষতি সামলানো যাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE