Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Baguiati Flyover

বাগুইআটি উড়ালপুলের গার্ডওয়ালে ফাটল, চাঙড় ভেঙে আতঙ্ক

গার্ডওয়াল মেরামতির কাজের জন্য যানচলাচল নিয়ন্ত্রিত করা হয়েছে।

চলছে ভেঙে যাওয়া অংশে মেরামতির কাজ।

চলছে ভেঙে যাওয়া অংশে মেরামতির কাজ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ মে ২০১৮ ১৮:২২
Share: Save:

দু’দুটো উড়ালপুল ভেঙে পড়তে দেখেছে এই শহর। সেই আতঙ্কের স্মৃতি উস্কে দিয়ে এ বার ফাটল ধরা পড়ল বাগুইআটির উড়ালপুলে। শনিবার সকালে আচমকাই হলদিরামের কাছে উড়ালপুলের গার্ডওয়ালের একংশের চাঙড় ভেঙে পড়ে। স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। খবর যায় পূর্ত দফতরেও। দ্রুত ঘটনাস্থলে পৌঁছান অধিকারিকেরা। মেরামতির কাজ শুরু হয়।

পরীক্ষা করতে গিয়ে ধরা পড়েছে, শুধুমাত্র একটা জায়গায় নয়, বিমানবন্দর এবং কলকাতাগামী দুটি লেনের গার্ডওয়ালেই ফাটল রয়েছে। শনিবার চাঙড় ভেঙে পড়ার পর, কিছুক্ষণের জন্য উড়ালপুল বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে সব কিছু খতিয়ে দেখার পর আবার যান চলাচল শুরু হয়। তবে গার্ডওয়াল মেরামতির কাজের জন্য যানচলাচল নিয়ন্ত্রিত করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, রক্ষণাবেক্ষণের অভাবেই গার্ডওয়ালের এমন দুর্দশা। বড়সড় দুর্ঘটনাও ঘটতে পারত। যদিও পূর্ত দফতরের অফিসারদের সঙ্গে কথা বলার পর পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, বড় কোনও গাড়ির ধাক্কাতেই দুর্ঘটনাটি ঘটেছে। সরেজমিনে দেখে আসা পূর্ত দফতরের এক ইঞ্জিনিয়ারের কথায়, “সমস্যাটা বড় কিছু নয়। দিন কয়েকের মধ্যেই এর মেরামতি সম্পূর্ণ হয়ে যাবে।”

দেখুন ভিডিয়ো

বাগুইআটি উড়ালপুলের জন্যই ভিআইপি রোডে যানজট এখন অনেকটা কম। উল্টোডাঙা থেকে বিমানবন্দরে খুব কম সময়েই পৌছানো যায়। ফলে গাড়ির চলাচলের চাপ এই উড়ালপুলে যথেষ্ট। এমন একটা উড়ালপুলে চাঙড় ভেঙে পড়ার আগে ফাটল নজরে এল না কেন? এ প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দরা।

আরও পড়ুন: পোস্তা উড়ালপুলে কি চলবে হাল্কা যানবাহন, জল্পনা

যদিও পূর্ত অফিসারদের দাবি, এখন শহরের সব উড়ালপুলেই নিয়মিত নজরদারি হয়। বড় কোনও সমস্যা নজর এড়িয়ে যাওয়ার প্রশ্ন নেই।

২০১৩ সালের গোড়ায়, মধ্যরাতে উল্টোডাঙা উড়ালপুলের একাংশ ভেঙে খালে পড়ে যায়। একটি লরিও পড়ে যায় খালে। কারও মৃত্যুর না হলেও, উড়াপুলের স্বাস্থ্য পরীক্ষা নিয়ে প্রশ্ন উঠে যায়। এর ঠিক তিন বছরের মাথায়, পোস্তায় নির্মীয়মাণ বিবেকান্দ উড়ালপুল ভেঙে পড়ে। মারা যান ২২ জন। তার পর থেকেই শহরে সব উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ নজর দিয়েছে পূর্ত দফতর। কোথাও চির বা ফাটল ধরা পড়লেই সঙ্গে সঙ্গে সারিয়ে দেওয়া হচ্ছে, এমনই দাবি পূর্তকর্তাদের। সম্প্রতি চিংড়িহাটা উড়ালপুলে ফাটল ধরা পড়ে। প্রায় একমাস ধরে তার মেরামতির কাজ চলেছে।

আরও পড়ুন: পনেরো দিনেও কাটেনি দত্তাবাদের জলসঙ্কট

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Baguiati Flyover Kolkata Airport Airport Video
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE