Advertisement
১৯ এপ্রিল ২০২৪

মেয়ের মৃত্যু নিয়ে আইনি লড়াইয়ে ডাক্তার বাবা-মা

চিকিৎসক দম্পতি দেবযানী গোস্বামী ও রামচন্দ্র ভদ্রের মেয়ে অরুন্ধতীর ময়না তদন্তের রিপোর্ট হাতে পেয়ে ফের দেবযানীর বিরুদ্ধে সরব হলেন রামচন্দ্র।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০১৮ ০২:০০
Share: Save:

ফের মেয়েকে নিয়ে বাবা অভিযোগ তুললেন মায়ের বিরুদ্ধে।

চিকিৎসক দম্পতি দেবযানী গোস্বামী ও রামচন্দ্র ভদ্রের মেয়ে অরুন্ধতীর ময়না তদন্তের রিপোর্ট হাতে পেয়ে ফের দেবযানীর বিরুদ্ধে সরব হলেন রামচন্দ্র। তাঁর দাবি, ময়না তদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে অরুন্ধতীর মৃত্যু স্বাভাবিক নয়। শনিবার তিনি বলেন, ‘‘আইনি লড়াই হবে। ময়না তদন্তের রিপোর্টে স্পষ্ট মৃত্যু কী ভাবে হয়েছিল।’’

বছর দুয়েক আগে এনআরএস-এর চিকিৎসক রামচন্দ্র ভদ্র অভিযোগ তোলেন, তাঁর আ়ড়াই বছরের মেয়ের ঠিক মতো দেখভাল না হওয়ায় গলায় দুধ আটকে সে অসুস্থ হয়ে পড়ে। ২০১৬-এর অগস্ট থেকে এ নিয়ে রামচন্দ্র এবং দেবযানীর মধ্যে টানাপড়েন চলছে। গলায় দুধ আটকে কোমায় চলে যাওয়া অরুন্ধতীকে ভেন্টিলেশনে রাখা হবে নাকি ‘ব্রেন ডেথ’ ঘোষণা করা হবে, সেই বিতর্ক গড়িয়েছিল আদালত পর্যন্ত। রামচন্দ্র অভিযোগ করেছিলেন, টাকার জন্য অরুন্ধতীকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। যদিও দেবযানীর দাবি ছিল, অরুন্ধতী সুস্থ হয়ে উঠবে। তাকে ভেন্টিলেশনে রাখা জরুরি। নিরপেক্ষ তদন্তের জন্য আদালতের নির্দেশে কলকাতা মে়ডিক্যাল কলেজ হাসপাতালের নয় সদস্যের একটি দল অরুন্ধতীকে দেখতে গিয়েছিলেন। তাঁরা রিপোর্টে জানান, ভেন্টিলেশনে রেখে তার চিকিৎসা চালাতে হবে। ২০১৭ সালের অক্টোবর মাসে অরুন্ধতী কলকাতার এক বেসরকারি হাসপাতালে মারা যায়। মেডিক্যাল কলেজ হাসপাতালে তার দেহের ময়না তদন্ত হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Death Medical Negligence Brain Death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE