Advertisement
২৪ এপ্রিল ২০২৪

আলিপুরের সংসারে অ্যামাজনের অতিথি

আলিপুর চিড়িয়াখানায় অ্যানাকন্ডা নিয়ে আসার সিদ্ধান্ত আগেই ঘোষণা করেছেন কর্তৃপক্ষ। সম্প্রতি অধিকর্তা আশিসকুমার সামন্ত জানিয়েছেন, সব কিছু পরিকল্পনামাফিক চললে বর্ষা আসার আগেই চারটি অ্যানাকন্ডা ঢুকে পড়তে পারে আলিপুরের পরিবারে।

কুন্তক চট্টোপাধ্যায়
শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০১৮ ০১:৩৬
Share: Save:

‘অ্যামাজনের’ অতিথির অপেক্ষায় দিন গুনছে আলিপুর!

আলিপুর চিড়িয়াখানায় অ্যানাকন্ডা নিয়ে আসার সিদ্ধান্ত আগেই ঘোষণা করেছেন কর্তৃপক্ষ। সম্প্রতি অধিকর্তা আশিসকুমার সামন্ত জানিয়েছেন, সব কিছু পরিকল্পনামাফিক চললে বর্ষা আসার আগেই চারটি অ্যানাকন্ডা ঢুকে পড়তে পারে আলিপুরের পরিবারে।

হলিউডি সিনেমা এবং টিভি চ্যানেলের সুবাদে অ্যামাজনের জঙ্গল এবং অ্যানাকন্ডা বাঙালির কাছে অপরিচিত নয়। তবে বোয়া গোত্রের অন্তর্ভুক্ত এই সাপ অবশ্য সরাসরি দক্ষিণ আমেরিকা থেকে আসছে না। আশিসবাবু জানান, চেন্নাইয়ের ‘ক্রোকোডাইল ব্যাঙ্ক’-এ অ্যানাকোন্ডার প্রজনন ঘটানো হয়েছিল। সেখান থেকে দু’টি পুরুষ ও দু’টি মেয়ে সাপকে আনা হবে। এখান থেকে চারটি কেউটে এবং চারটি শাঁখামুটি পাঠানো হবে চেন্নাইয়ে।

কয়েক বছর আগে চিড়িয়াখানার সরীসৃপ-আবাস নব কলেবরে সেজেছে। রয়েছে রেটিকুলেটেড পাইথন, বার্মিজ পাইথনের মতো ব়ড় আকারের সাপ। সেখানেই কি রাখা হবে নতুন অতিথিদের? চিড়িয়াখানা সূত্রের খবর, সরীসৃপ আবাসের কাছেই আলাদা থাকার জায়গা হচ্ছে তাদের। কাচ এবং কংক্রিটের ঘেরাটোপে থাকবে কৃত্রিম জলাশয়, কৃত্রিম পাথুরে টিলা এবং গাছপালা। রাজ্য জু অথরিটির সদস্য-সচিব বিনোদকুমার যাদবের ছাড়পত্র মিললেই কাজ শুরু হবে।

কী খাবে নতুন অতিথিরা? চি়ড়িয়াখানার কর্তারা জানাচ্ছেন, এই সাপেরা জঙ্গলের পরিবেশে থাকলে হরিণ, শুয়োরের মতো প্রাণীদের গিলে খায়। কিন্তু কৃত্রিম পরিবেশে জন্মানো সাপেদের পাতে কী দেওয়া হবে, তা চিকিৎসকেরা ঠিক করবেন। সে ব্যাপারে ওদের জন্মস্থান, চেন্নাইয়ের ক্রোকোডাইল ব্যাঙ্কের বিশেষজ্ঞদের পরামর্শও নেওয়া হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Anaconda Alipore Zoo
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE