Advertisement
১৮ এপ্রিল ২০২৪

প্রতারণার অভিযোগে ধৃত ব্যাঙ্ক ম্যানেজার

ধৃতের নাম ওমপ্রকাশ রাম (৫২)। পুলিশ জানায়, ধৃত ব্যক্তি ২০০৫ সালে তৎকালীন মহীশূর ব্যাঙ্কের সল্টলেকের সিকে মার্কেট শাখার ম্যানেজার ছিলেন। 

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৮ ০২:০৮
Share: Save:

প্রতারণা, যড়যন্ত্র-সহ একাধিক অভিযোগে গ্রেফতার হলেন এক ব্যাঙ্ক ম্যানেজার। সোমবার

রাতে, হরিদেবপুর থেকে তাঁকে গ্রেফতার করে বিধাননগর পূর্ব থানার পুলিশ। ধৃতের নাম ওমপ্রকাশ রাম (৫২)। পুলিশ জানায়, ধৃত ব্যক্তি ২০০৫ সালে তৎকালীন মহীশূর ব্যাঙ্কের সল্টলেকের সিকে মার্কেট শাখার ম্যানেজার ছিলেন।

অভিযোগ, তাঁর সময়কালে আবেদনকারীর প্রয়োজনীয় কাগজপত্র না দেখেই ব্যাঙ্ক থেকে ঋণ দেওয়া হয়েছিল। ২০১৭ সালে ব্যাঙ্কের তরফে বিধাননগর পূর্ব থানায় অভিযোগ দায়ের করা হয়।

তদন্তকারীদের অনুমান, যে সব নথির ভিত্তিতে ঋণ দেওয়া হয়েছিল সেগুলি জাল। ফলে সেই ঋণ অনাদায় থেকে গিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, ২০১৬ সালে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া এবং স্টেট ব্যাঙ্ক অব মহীশূর— এই দু’টি ব্যাঙ্কের সংযুক্তিকরণের আগেই কর্তৃপক্ষ সিকে মার্কেট শাখার অনাদায় খতিয়ে দেখতে তদন্ত শুরু করে। তখনই কয়েকটি ক্ষেত্রে অসঙ্গতি খুঁজে পাওয়া যায়। এর জেরে বরখাস্ত করা হয় ধৃত ব্যক্তিকে। সেই সূত্র ধরে ২০১৭ সালে বিধাননগর পূর্ব থানায় অভিযোগ দায়ের করেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

সূত্রের খবর, ২০০৫ সালে ২৫ লক্ষ টাকার ঋণ দেওয়া হয়েছিল। কিন্তু ঋণগ্রহীতা সেই টাকা মেটাননি। সেই টাকা আদায় করতে পারেনি ব্যাঙ্ক। কারণ খুঁজতে গিয়ে নথিতে গোলমাল নজরে পড়ে কর্তৃপক্ষের। সে সবই খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা জানান, একাধিক ঋণের ক্ষেত্রে এমন অসঙ্গতি ধরা পড়েছে বলে তাঁরা জানতে পেরেছেন।

এই প্রতারণায় আরও অনেকে জড়িত বলেই মনে করছেন পুলিশ আধিকারিকেরা। মঙ্গলবার ধৃত ওমপ্রকাশকে বিধাননগর আদালতে তোলা হয়। বিচারক ধৃতকে ২৩ এপ্রিল পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE