Advertisement
২৫ এপ্রিল ২০২৪

কলকাতার কড়চা

মৌর্য যুগ থেকে শুরু করে বর্তমান পর্যন্ত ভারতে পোড়ামাটির কাজের প্রভূত নমুনা পাওয়া যায়। হাতে টেপা থেকে ছাঁচে গড়া— এই হল তার ইতিহাস। অন্য দিকে পাথর খোদাই কাজও প্রাচীন, রয়েছে ধাতুনির্মিত মূর্তিও।

শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৭ ০০:০০
Share: Save:

ভারতশিল্পের পরম্পরা

মৌর্য যুগ থেকে শুরু করে বর্তমান পর্যন্ত ভারতে পোড়ামাটির কাজের প্রভূত নমুনা পাওয়া যায়। হাতে টেপা থেকে ছাঁচে গড়া— এই হল তার ইতিহাস। অন্য দিকে পাথর খোদাই কাজও প্রাচীন, রয়েছে ধাতুনির্মিত মূর্তিও। শিল্প-ঐতিহাসিক প্রাণগোপাল পাল শিক্ষালাভ করেন বেলঘরিয়ার রামকৃষ্ণ মিশন থেকে, বর্তমানে আমস্টারডামের বাসিন্দা। কাজের সুবাদে ঘুরেছেন সারা ভারত। কাশ্মীর, তক্ষশীলা এবং চন্দ্রকেতুগড় ছিল ওঁর আগ্রহের স্থান। সেই সময়ে ওঁর সংগ্রহে আসে বিবিধ শিল্পসামগ্রী যা বহু দিন (১৯৫০-২০০৭) ছিল ওঁর উত্তর কলকাতার বাড়িতে তালাবন্ধ। ২০০৮-এ তিনি এই অমূল্য সম্পদ গোলপার্কের রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউটে দান করে দেন ‘স্বামী মাধবানন্দজী স্মারক সংগ্রহ’ শীর্ষকে। এই সংগ্রহে রয়েছে বহু প্রাচীন টেরাকোটা, ধাতু এবং পাথরের ফলক-মূর্তি-স্তূপ প্রভৃতি। কিউরেটর শঙ্খ বসু এগুলি বহু পরিশ্রমে তালিকাভুক্ত করে একটি প্রদর্শনীর পরিকল্পনা করেন। এই সংগ্রহ নিয়েই আজ বিকেল সাড়ে ৫টায় ইনস্টিটিউট অব কালচারের মিউজিয়ামে শুরু হচ্ছে একটি প্রদর্শনী। এটি উদ্বোধন করবেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুহিতানন্দজি। চলবে ২৯ এপ্রিল পর্যন্ত, ১১-১টা, ২.৩০-৬ টা। সঙ্গের ছবি প্রদর্শনী থেকে।

সম্মাননা

• হিরণকুমার সান্যাল তাঁর সম্পর্কে লিখেছিলেন, ‘উদাত্ত কণ্ঠে স্পষ্ট উচ্চারণে গান গেয়ে রবীন্দ্রনাথের গানের সৌকুমার্য ও বলিষ্ঠতা কি করে একসঙ্গে ফুটিয়ে তোলা যায় তার একটি দৃষ্টান্ত হল সুপূর্ণা ঠাকুরের গান।’ সত্যেন্দ্রনাথ ঠাকুরের বড় নাতি সুধীরেন্দ্রনাথ ও পূর্ণিমার বড় মেয়ে সুপূর্ণা। ন-দিদি ইন্দিরা দেবী চৌধুরানির কাছে গান শেখা শুরু শৈশবেই। পরে প্রফুল্লকুমার দাস, চিনু চোবেজি, অশেষ বন্দ্যোপাধ্যায়, অমিয়া ঠাকুর, শান্তিদেব ঘোষের কাছে তালিম। শান্তিনিকেতনের সংগীত ভবনের ছাত্রী সুপূর্ণা বিভিন্ন প্রযোজনা— ‘চিত্রাঙ্গদা’, ‘তাসের দেশ’, ‘শ্যামা’ প্রভৃতিতে অংশ নিয়েছেন। অভিনয়ও করছেন ‘বাল্মীকি প্রতিভা’, ‘নটীর পূজা’, ‘মায়ার খেলা’য়। প্রথম রেকর্ড ১৯৬৩-তে: ‘পুব হাওয়াতে দেয় দোলা’ ও ‘কার যেন এই’। গানের শিক্ষকতা রাঁচির উইমেন্স কলেজে ও কলকাতার পাঠভবনে। স্বামী সুভাষ চৌধুরী, জয়শ্রী রায়ের সঙ্গে প্রতিষ্ঠা করেন ইন্দিরা সংগীত শিক্ষায়তন (১৯৬৫)। এ বার তাঁকেই পবিত্র সরকারের পৌরোহিত্যে রবীন্দ্রসদনে, ৫ এপ্রিল, সন্ধ্যা ৬টায় ‘বৈতালিক’ তাদের পঞ্চদশ বর্ষ পূর্তি অনুষ্ঠানে সম্মাননা জানাবে। পাশাপাশি, ‘ঠাকুরবাড়ির গান ও রবীন্দ্রনাথ’ শীর্ষক অনুষ্ঠানে গান শোনাবেন দেবারতি সোম, স্বপন সোম ও বৈতালিক-এর শিল্পীবৃন্দ।

বিশ্ব নাট্যদিবস

• আজ বিশ্ব নাট্যদিবস। ১৯৬১ থেকে এই দিনটি পালন করে আসছে ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (আই টি আই), ইউনেস্কো-র উদ্যোগে। ‘পৃথিবীর ৯০টি দেশে আই টি আই অনুমোদিত সংস্থা সক্রিয়, অথচ আমাদের দেশে তার কোনও অস্তিত্ব নেই বললেই চলে। তবু এখানে নানান নাট্যসংস্থা নিজেদের উদ্যোগে যথাযথ মর্যাদায় দিনটি পালন করে চলেছে।’ জানালেন বিভাস চক্রবর্তী, ‘অন্য থিয়েটার’-এর কর্ণধার। তাঁদের সহযোগিতায় এবারও পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি আজ সন্ধে ৬টায় ভবনের তৃপ্তি মিত্র নাট্যঘরে দিবসটি উদ্‌যাপন করবে। ‘বিশ্বনাট্য ও আমরা’, এই আলোচনায় থাকবেন চন্দন সেন আনন্দ লাল সুব্রত ঘোষ অংশুমান ভৌমিক। গাইবেন সাত্যকি বন্দ্যোপাধ্যায়। শেষে মধ্যমগ্রামের নটমন নাট্যগোষ্ঠী-র নাটক ‘মাছ মঙ্গল কথা’। অন্য দিকে আজ সন্ধে ৬টায় গোর্কি সদনে রুশ সংস্কৃতি চর্চা কেন্দ্র ও ভারতীয় গণনাট্য সঙ্ঘের উদ্যোগে গেরাসিম লেবেদেভ-এর স্মরণে এই দিনটি পালিত হবে ম্যাক্সিম গোর্কি স্মারক বক্তৃতা (বক্তা: অরিন্দম চট্টোপাধ্যায়), সমুদ্র গুহ রচিত-নির্দেশিত স্পন্দন-এর নাটক ‘একটি সাজানো গল্প’, নান্দনিক-এর নাট্যাভিনয় ও মৌ মুখোপাধ্যায়ের নাটকের গানের মাধ্যমে।

ফিল্মোৎসব

• শেষ বসন্তে ফের ফিল্মোৎসবে মাতোয়ারা এ শহর। সিনে সেন্ট্রাল-এর ইন্টারন্যাশনাল ফোরাম অব নিউ সিনেমা। সারা দুনিয়ার বাছাই করা ছবির সমাহার, যেখানে ক্রমাগত উঠে আসছে সময়ের টানাপড়েন, আর্থ-সামাজিক অসমতা কিংবা সম্পর্কের দুরূহতা। সুইডেন স্পেন পর্তুগাল জার্মানি কানাডার পাশাপাশি তুরস্ক টিউনিসিয়া বা প্রতিবেশী বাংলাদেশের ছবি। ২৭ মার্চ থেকে ২ এপ্রিল, মৌলালির স্বামী বিবেকানন্দ অডিটোরিয়ামে। উৎসবে ‘সত্যজিৎ রায় লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পাচ্ছেন অভিনেত্রী লিলি চক্রবর্তী। সঙ্গে পোল্যান্ডের ছবি ‘ব্যাটল অব ওয়ারশ’-র স্থিরচিত্র।

ছোটদের জন্য

• সাধারণ বাচ্চাদের পাশাপাশি রাজ্যের বিভিন্ন সরকারি, বেসরকারি হোমের বাচ্চাদের লেখা ও আঁকা নিয়ে শুরু হল নতুন এক পত্রিকা ‘হুল্লোর।’ প্রকাশ করল খোদ এ রাজ্যের শিশু অধিকার সুরক্ষা আয়োগ। ত্রৈমাসিক এই পত্রিকায় বাচ্চাদের কবিতা, ছবির পাশে থাকছে শঙ্খ ঘোষের লেখাও। ২০ মার্চ বই প্রকাশে উপস্থিত ছিলেন রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা ও কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী। পত্রিকার প্রকাশ অনুষ্ঠানে থাকার পাশাপাশি শুভেচ্ছাবার্তাও লিখেছেন মন্ত্রী।

রসচর্চা

• ‘এটা মনে রাখা দরকার— বাংলা ছবিতে যেমন উত্তম-সুচিত্রা ছাড়া চলত না, তেমন ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রায়, তুলসী চক্রবর্তী ছাড়াও চলত না।’ বলছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, ‘বাংলা সিনেমার কমেডিয়ানদের আমি ভীষণ ভক্ত। তাঁদের প্রতি শ্রদ্ধায় আমার দৃষ্টি আনত হয়ে যায়। আমাদের এই ইন্ডাস্ট্রিতে এঁদের কনট্রিবিউশন যে কত— তার কোনও মূল্যায়ন হয়েছে কি?’ তিনিই এ বার পরিমল গোস্বামী স্মারক বক্তৃতা দেবেন ‘সমকালের কয়েকজন কৌতুক অভিনেতা’ বিষয়ে। ৩ এপ্রিল সন্ধে ৬টায় বাংলা আকাদেমিতে। হিমানীশ গোস্বামী রসচর্চা পুরস্কারে সম্মানিত হবেন নবনীতা দেব সেন সে সন্ধ্যায়। সংগীতে জয়তী মুখোপাধ্যায় ও অলক রায়চৌধুরী। নিবেদনে হিমানীশ গোস্বামী স্মরণ সংসদ।

দেখা না-দেখা

• গত কাল দুপুর থেকে সন্ধে পর্যন্ত ‘দেখা জগৎ’ আর ‘না-দেখা জগৎ’-এর মানুষ শিল্পসৃষ্টিতে মেতে উঠেছিলেন। বিশ্বনাট্য দিবস উপলক্ষে অন্যদেশ আর কবিনগর কলাতীর্থ-এর উদ্যোগে ৫৯ বি চৌরঙ্গি রোডে (রবীন্দ্রসদন মেট্রোর কাছে) চারটি ছোট নাটক মঞ্চস্থ হল। দৃষ্টিহীন তরুণতরুণীদের নাট্যাভিনয়ে রবীন্দ্রনাথের ‘চণ্ডালিকা’ (কল্যাণী অন্য আলোক সমিতি-র প্রযোজনা) ও ‘রক্তকরবী’ (অন্যদেশ), জয়া মিত্রের কাহিনি সূত্রে ‘বিহান’-এর প্রথম নাটক ‘হলুদ নদীর কথকতা’। সঙ্গে বিদ্যাসাগর কলেজের ছাত্রছাত্রীদের নাটক ‘আয়নামহল’। অন্য দিকে ২ এপ্রিল ‘ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে’ উপলক্ষে ২৯ মার্চ বিকেলে সাড়ে ৫টায় গিরিশ মঞ্চে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঙ্গে সুস্থ ভাবে বেড়ে ওঠা শিশুদের মেলবন্ধন। শিশুদের নাট্যদল বিডন স্ট্রিট শুভম ও হালিশহর ছন্দে ছন্দে-র সঙ্গে প্রদীপ ইনস্টিটিউট ফর অটিজম ম্যানেজমেন্ট-এর বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা থাকবে মঞ্চে। প্রয়াস বেহালা মঞ্চজন-এর।

কৃত্তিবাস উৎসব

• ‘কৃত্তিবাস’-এর উদ্যোগে, সাহিত্য অকাদেমির সহযোগিতায়, বাংলা আকাদেমি সভাঘরে এ বার ‘কৃত্তিবাস উৎসব’। ১ এপ্রিল বিকেল ৫টায় এটি উদ্বোধন করবেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। প্রধান অতিথি রামকুমার মুখোপাধ্যায়। পশ্চিমবঙ্গের নানা প্রান্তের ১৪০ জন কবি এখানে কবিতা পড়বেন। কবিতা পাঠের মাঝেই ২ এপ্রিল বিকেল চারটেয় বিতর্ক সভা: ‘শিল্প মাধ্যমগুলির মধ্যে কবিতাই শ্রেষ্ঠ’, সঞ্চালনায় যশোধরা রায়চৌধুরী। এ বার কৃত্তিবাস সম্মাননা পাচ্ছেন প্রদীপচন্দ্র বসু। এখন থেকে প্রতি বছরই এই উৎসব হবে।

জীবনশিল্প

• বিশ্ব জুড়ে অস্থিরতার মধ্যেও মানুষ এগিয়ে চলে সমস্ত প্রতিকূলতাকে ঠেলে। এই ভাবনা থেকেই দেশিবিদেশি শিল্পীদের মিলিয়ে প্রবীর গুপ্ত সম্পাদনা করেছেন লাইফ অ্যান্ড টাইম: দ্য চেঞ্জিং ল্যান্ডস্কেপ। চাঁদের হাট-এর পরিবেশনায় অ্যাকাডেমি অব ফাইন আর্টসের পুরোটা জুড়ে এই প্রদর্শনী শুরু হয়েছে ২২ মার্চ, চলবে ২৮ পর্যন্ত, ৩-৮ টা। বাংলাদেশ, শ্রীলঙ্কা, ডেনমার্ক, ফ্রান্স, রাশিয়া এবং ব্রিটেন থেকে এসেছেন শিল্পীরা। ২৩-২৪ ছিল প্রশ্নোত্তর সহযোগে শিল্প সংক্রান্ত দুটি মুক্ত-আলোচনা। সঙ্গের ছবি প্রদর্শনী থেকে। অন্য দিকে, কুর্চি দাসগুপ্ত এবং অমৃতা সেনের তত্ত্বাবধানে গ্যাঞ্জেস আর্ট গ্যালারিতে সেজে উঠেছে থিংস লস্ট: রিমেম্বারিং দ্য ফিউচার শীর্ষক প্রদর্শনী। দক্ষিণ এশিয়ার শিল্পীদের সঙ্গে নিয়ে এটি শুরু হল ২৫ মার্চ, চলবে ২০ এপ্রিল পর্যন্ত, ৩-৮ টা। নেপাল, বাংলাদেশ, পাকিস্তান, মলদ্বীপ, শ্রীলঙ্কা, মায়ানমার এবং ভারতের শিল্পীরা আছেন এখানে। প্রসঙ্গ কথায় ছিলেন অমিত চৌধুরী।

শিল্পীর প্রয়াণ

• আর্ট কলেজে সহপাঠী হিসেবে পেয়েছেন গণেশ পাইন, গণেশ হালুই, লালুপ্রসাদ সাউ, ঈশা মহম্মদ প্রমুখকে। আর সেখানেই সহকর্মী হিসেবে পেয়েছেন বিকাশ ভট্টাচার্য, মৃণাল রায়, নিরঞ্জন প্রধানদের। আর তাঁর কৃতী ছাত্রছাত্রীদের তালিকা তো দীর্ঘ। শিল্পী মৃদুল বন্দ্যোপাধ্যায় ছবি আঁকার জগতে এসেছিলেন জ্যাঠামশায় শিল্পী প্রতুলচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। ভাস্কর্যের শিক্ষা সুনীল পালের কাছে। ভারতীয় চিত্রধারায় তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে আছে ফুলিয়ার কৃত্তিবাস স্মৃতিভবনে সম্পূর্ণ রামায়ণ কাহিনির প্রায় ৩৫০ ফুট ম্যুরাল। ভাস্কর্যের মধ্যে সেলুলার জেলে স্বামী বিবেকানন্দের আবক্ষ ব্রোঞ্জমূর্তি, গ্বালিয়র জিয়াজি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রায় ১২ ফুট ব্রোঞ্জ নির্মিত বিবেকানন্দ, ইলাহাবাদের অ্যাটমিক রিসার্চ সেন্টারে জি এল মেটার ব্রোঞ্জ প্রতিকৃতি প্রভৃতি। হোলির দিন হঠাৎ চলে গেলেন শিল্পী।

কল্পনির্ঝর

• চলচ্চিত্রের অপার সম্ভাবনাময় শিল্পরূপ আর তার সামাজিক প্রাসঙ্গিকতা নিয়ে নানাবিধ বক্তৃতার আসরে এখন শহর সরগরম। সদানন্দ মেনন এ বার ভিভাদা-কল্পনির্ঝর বার্ষিক বক্তৃতা দেবেন, বিষয়: ‘মুভিং দ্য ফ্রেম টু ফ্রেম দ্য মুভস’। ভারতীয় সিনেমায় ডান্স-কোরিয়োগ্রাফি-সিনেমাটোগ্রাফির পারস্পরিকতা নিয়ে বলবেন তিনি। ১ এপ্রিল সন্ধে ৭টায় ম্যাক্সমুলার ভবনে, গ্যেটে ইনস্টিটিউট ও কল্পনির্ঝর ফাউন্ডেশন-এর উদ্যোগে। আবার ‘চলচ্চিত্র চর্চা’ পত্রিকা আয়োজিত তৃতীয় সত্যজিৎ রায় স্মারক বক্তৃতা দেবেন মিহির ভট্টাচার্য, বিষয়: ‘বাংলা চলচ্চিত্রে হাস্যরস’। ২৭ মার্চ সন্ধে ৬টায় অবনীন্দ্র সভাঘরে।

সুবর্ণজয়ন্তী

ষাটের দশকের মাঝামাঝি। পিতৃদেবের উৎসাহের আতিশয্যে শাস্ত্রীয় সংগীতের শিক্ষা শুরু। যদিও সিনেমা এবং সিনেমার গানের আকর্ষণ ছিল গভীর। শৈশবের অনেক দিন পশ্চিমবঙ্গের বিভিন্ন মফস্সল শহরে গুণী মাস্টারমশাইদের কাছে সংগীতশিক্ষা, পিতৃদেবের বদলির চাকরির সুবাদে। ১৯৭৩ সালে কলকাতায় এসে বিশ বছর একটানা পণ্ডিত কৃষ্ণচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কাছে তালিম। পরে পণ্ডিত টি ডি জানোরিকরের কাছে। কেষ্টবাবুর গুরু রঙ্গিলা ঘরানা খ্যাত উস্তাদ বদল খানের শিষ্য সঙ্গীতাচার্য ভীষ্মদেবের সঙ্গলাভ— সে এক ঐশ্বরিক অনুভূতি। ‘শিল্পী হতেই হবে’ পিতৃদেবের এমন একটা কঠিন শর্তের পাশাপাশি মায়ের প্রযত্নে লেখাপড়ায় উৎসাহ। অর্থনীতিতে গবেষণা শেষ করে মার্কিন মুলুক থেকে প্রত্যাবর্তনের পর আশির দশকের মাঝামাঝি থেকে দেশে-বিদেশে বহু অনুষ্ঠানে শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন। খেয়াল, আধ্যাত্মিক শাস্ত্রীয় সংগীত ছাড়াও বাংলা রাগাশ্রয়ী গানে জ্ঞান গোঁসাই এবং ভীষ্মদেবের উত্তরসূরি বলে পরিচিতি। নাটকে সুরসংযোজনার জন্য রাজ্য নাট্য অ্যাকাডেমি পুরস্কার। শাস্ত্রীয় গানের চেহারা নিয়ে নিরন্তর পরীক্ষানিরীক্ষা করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সুগত মারজিতের সংগীতজীবনের পঞ্চাশ বছর অবলম্বনে অনুষ্ঠিত হবে এক সংগীতের আসর। আইসিসিআর-এ ১ এপ্রিল, সন্ধে ৬টায়। সঙ্গে তবলায় পণ্ডিত গোবিন্দ বসু। আর থাকবে সহায় সম্বলহীন কচিকাঁচাদের নিবেদন ‘চণ্ডালিকা’। আয়োজনে অঞ্জলিজীবন কল্যাণ এবং ব্যারাকপুর উদ্ভাবন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kolkatar Karcha
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE