Advertisement
২৪ এপ্রিল ২০২৪

সিগন্যাল ‘ভেঙে’ গালিগালাজ পুলিশকে, গ্রেফতার আইনজীবী

এক সিভিক ভলান্টিয়ারকে মারধর, পুলিশ অফিসারকে গালিগালাজ এবং কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল এক আইনজীবীকে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম অভিষেক দত্ত।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৭ ০১:৪২
Share: Save:

কেউ ট্র্যাফিক সিগন্যাল ভাঙলে পুলিশ আইন মোতাবেক পদক্ষেপ করছে। আর সেই কাজ করতে গিয়েই অনেক জায়গায় আক্রান্ত হচ্ছে পুলিশ। বাগুইআটির তেঘরিয়া মোড়ে সোমবার দুপুরে ফের এমনই ঘটনা ঘটল। এক সিভিক ভলান্টিয়ারকে মারধর, পুলিশ অফিসারকে গালিগালাজ এবং কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল এক আইনজীবীকে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম অভিষেক দত্ত। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় তেঘরিয়া মোড়ে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানায়, এ দিন দুপুর ১২টা নাগাদ তেঘরিয়া মোড়ে সিগন্যাল ভাঙ্গায় একটি নীল রঙের গাড়িকে আটকানো হয়। এক
সিভিক ভলান্টিয়ার চালককে গাড়িটি রাস্তার ধারে দাঁড় করাতে বলেন। অভিযোগ, ওই চালক গাড়ি এমন ভাবে দাঁড় করান যে পিছনের গাড়িগুলি আটকে পড়ে। ওই সিভিক ভলান্টিয়ার গাড়ির কাগজপত্র দেখতে চান। কাছেই ছিলেন এক জন এএসআই পদমর্যাদার অফিসার। তাঁর কাছে চালককে যেতে বলেন ওই ভলান্টিয়ার। চালক জানান, তিনি যাবেন না, ওই অফিসার যেন তাঁর কাছে আসেন। অভিযোগ, এর পরে ওই চালক গাড়ি থেকে নেমে সিভিক ভলান্টিয়ারকে চড় মারেন। এই নিয়ে শুরু হয় বচসা। দ্রুত ঘটনাস্থলে চলে আসেন ওই এএসআই।
তাঁকেও অকথ্য গালিগালাজ করা হয় এবং ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ। এই বচসা চলাকালীন প্রায় শ’খানেক পথচলতি মানুষ
জড়ো হয়ে যান। এলাকায় উত্তেজনা তৈরি হয়। দ্রুত বাগুইআটি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই চালককে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, নিজেকে আইনজীবী বলে পরিচয় দিয়েছেন গাড়ির চালক। তাঁর বিরুদ্ধে কর্তব্যরত সরকারী কর্মীকে কাজে বাধা দেওয়া, হেনস্থা করা, মারধর করার মতো অভিযোগ এনেছে পুলিশ। বিধাননগরের এক পুলিশ কর্তা জানান, এক জন আইনজীবী যদি এমন কাণ্ড ঘটাতে পারেন তবে সাধারণ মানুষের ক্ষেত্রে কী হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Lawyer arrest Signal Police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE