Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Kolkata News

মহালয়ার সন্ধেয় জমজমাট পুজোর শপিং, লাইভ

এ দিন আমরা সারাদিনই শহরের বিভিন্ন প্রান্তে লাইভে ছিলাম। এ ভাবেই ঘুরতে ঘুরতে ঢুঁ দিয়েছিলাম দক্ষিণ কলকাতার দক্ষিণাপণ শপিং কমপ্লেক্সে। সেখানে নানা বয়সের মানুষের ভিড়। শেষ মুহূর্তের কেনাকাটাও একেবারে জমে উঠেছে।

পুজোর কেনাকাটা লাইভ।

পুজোর কেনাকাটা লাইভ।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৭ ২০:১৭
Share: Save:

মহালয়ার ভোরে পিতৃতর্পণ। দেবীর মূর্তিতে এ দিন চক্ষুদান। এই দিনটা এলেই পুজোটা যেন একেবারে ঘাড়ের উপর নিঃশ্বাস ছাড়ছে বলে মনে হয়। পুজো মানে আড্ডা, খাওয়া-দাওয়া, রাতভর ঠাকুর দেখা তো রয়েইছে। আর এ সব কিছুর আগে অবশ্যই শপিং। বাঙালির কাছে দুর্গাপুজো সবচেয়ে বড় উত্সব। তাই এর আয়োজনও হয় সবচেয়ে বড়। মহালয়ার ছুটির দিনে তাই শহরের সব দোকানেই পুজোর কেনাকাটার ভিড়ও ছিল চোখে পড়ার মতো।

এ দিন আমরা সারাদিনই শহরের বিভিন্ন প্রান্তে লাইভে ছিলাম। এ ভাবেই ঘুরতে ঘুরতে ঢুঁ দিয়েছিলাম দক্ষিণ কলকাতার দক্ষিণাপণ শপিং কমপ্লেক্সে। সেখানে নানা বয়সের মানুষের ভিড়। শেষ মুহূর্তের কেনাকাটাও একেবারে জমে উঠেছে। কী বলছেন ‘শপাহলিক’রা? ফেসবুক লাইভে দেখুন।

কেউ এসেছেন নিজের জন্য কিনতে। কেউ আবার প্রিয় মানুষকে সারপ্রাইজ দেওয়ার জন্য কেনাকাটা করতে। এ ভাবেই মায়ের আগমনীকে আরও এক বার স্মরণীয় করে তুলতে সেজে উঠছে তিলোত্তমা। অপেক্ষা আর কয়েকটা দিনের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Durga Pujo Shopping Facebook
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE