Advertisement
২০ এপ্রিল ২০২৪

প্রেসিডেন্সির পরিচালন পর্ষদে ঠাঁই মালবিকার

মেন্টর গ্রুপের অন্তর্ভুক্ত করে বা অন্য কোনও ভাবে তাঁকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত রাখার কথা ছিলই। অবশেষে ওই বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি (জিবি) বা পরিচালন পর্ষদের সদস্য করে নেওয়া হল প্রাক্তন উপাচার্য মালবিকা সরকারকে। সেই সঙ্গে শিক্ষিকা হিসেবেও প্রেসিডেন্সির সঙ্গে যুক্ত থাকছেন তিনি। পড়াবেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ জুলাই ২০১৪ ০২:৫৪
Share: Save:

মেন্টর গ্রুপের অন্তর্ভুক্ত করে বা অন্য কোনও ভাবে তাঁকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত রাখার কথা ছিলই। অবশেষে ওই বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি (জিবি) বা পরিচালন পর্ষদের সদস্য করে নেওয়া হল প্রাক্তন উপাচার্য মালবিকা সরকারকে। সেই সঙ্গে শিক্ষিকা হিসেবেও প্রেসিডেন্সির সঙ্গে যুক্ত থাকছেন তিনি। পড়াবেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে।

মেন্টর গ্রুপের চেয়ারম্যান সুগত বসু আগেই জানিয়েছিলেন, উপাচার্য-পদে মালবিকাদেবীর মেয়াদ শেষ হওয়ার পরেও তাঁকে কোনও না কোনও ভাবে প্রেসিডেন্সির সঙ্গে যুক্ত রাখতে চান তাঁরা। মালবিকাদেবীকে মেন্টর গ্রুপের সদস্য করা হতে পারে বলেও এক সময় বিশ্ববিদ্যালয় সূত্রে খবর পাওয়া গিয়েছিল। শেষ পর্যন্ত মেন্টর গ্রুপ নয়, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা জিবি-র অন্তর্ভুক্ত হলেন তিনি।

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ‘স্ট্যাটিউট’ বা বিধি কার্যকর হয়েছে গত সোমবার। ফলে গভর্নিং বডি এ বার কাজ শুরু করতে পারবে। এত দিন বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা হিসেবে কাজ করত কাউন্সিল। গত মে মাসে কাউন্সিলের শেষ বৈঠক হয়েছে। কাউন্সিলের চার জন সদস্য আছেন জিবি-তে। তাঁরা হলেন নয়নজ্যোত লাহিড়ী, রাহুল মুখোপাধ্যায়, সুগত বসু ও মালবিকা সরকার। বাকি ২০ জনের মধ্যে চার জন শিক্ষক-প্রতিনিধিকে বাদ দিলে অন্যেরা পদাধিকারবলে সদস্য অথবা মনোনীত সদস্য। শিক্ষক-প্রতিনিধিরা আসবেন নির্বাচনের মাধ্যমে। তাঁঁদের বাদ দিলে জিবি গঠিত হয়ে গিয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্সির উপাচার্য অনুরাধা লোহিয়া। জিবি-র প্রথম বৈঠকও হবে শীঘ্রই।

উপাচার্য হিসেবে কার্যকাল বৃদ্ধি, বয়স পেরিয়ে যাওয়ার পরেও পদে থাকা ইত্যাদিকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে মালবিকাদেবীকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। গত ফেব্রুয়ারিতে মালবিকাদেবীর কার্যকালের বর্ধিত মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও রাজ্য সরকার অক্টোবর পর্যন্ত তাঁকে উপাচার্য হিসেবে রেখে দিতে চেয়েছিল। কিন্তু তৎকালীন আচার্য-রাজ্যপাল এম কে নারায়ণন তাতে সায় দেননি। তিনি দ্রুত স্থায়ী উপাচার্য নিয়োগে উদ্যোগী হন। শেষ পর্যন্ত অনুরাধাদেবী প্রেসিডেন্সির প্রথম স্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্ব নেন।

মালবিকাদেবী মঙ্গলবার বলেন, “কাউন্সিলের শেষ বৈঠকে জিবি-র সদস্য হিসেবে আমার নাম প্রস্তাবিত হয়েছিল বলে শুনেছি। পরে খবর পাই, আমাকে সদস্য করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।”

এ দিকে, বিশ্ববিদ্যালয়ে উন্নীত হওয়ার পরে প্রেসিডেন্সি থেকে স্নাতক স্তরের প্রথম ব্যাচ বেরিয়েছে। গত ৬ জুন ওই পরীক্ষা শেষ হয়েছিল। ফল বেরোয় ২৮ জুন। বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষ মঙ্গলবার জানান, স্নাতকে ৮৯.২৪ শতাংশ ছাত্রছাত্রী ৬০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন। বিজ্ঞানের বিষয়গুলিতে এই হার বেশি, কলা বিভাগে কম। উদাহরণ দিয়ে কর্তৃপক্ষ জানান, শারীরবিদ্যা বিভাগে সকলেই ৬০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন, দর্শনে এই হার ৭১ শতাংশ। স্নাতকোত্তর স্তরেরও ফল বেরিয়েছে ২৮ জুন। সেখানে ৯০.৫৩ শতাংশ ছাত্রছাত্রী ৬০ শতাংশেরও বেশি নম্বর পেয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE