Advertisement
২৫ এপ্রিল ২০২৪

থাবা বসাচ্ছে ম্যালেরিয়াও, মৃত রোগিণী

ডেঙ্গি এবং অজানা জ্বরে কাবু কলকাতার এ দিক-ও দিকে ম্যালেরিয়াও ছড়াচ্ছিল বেশ কয়েক মাস ধরেই। বুধবার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে সোনা সিংহ (৫০) নামে কসবার বোসপুকুর রোডের এক বাসিন্দার মৃত্যু জানান দিল ম্যালেরিয়া নিয়েও সতর্ক হওয়ার সময় এসে গিয়েছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৭ ০৩:১৪
Share: Save:

একে ডেঙ্গিতে রক্ষা নেই, দোসর ম্যালেরিয়া!

ডেঙ্গি এবং অজানা জ্বরে কাবু কলকাতার এ দিক-ও দিকে ম্যালেরিয়াও ছড়াচ্ছিল বেশ কয়েক মাস ধরেই। বুধবার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে সোনা সিংহ (৫০) নামে কসবার বোসপুকুর রোডের এক বাসিন্দার মৃত্যু জানান দিল ম্যালেরিয়া নিয়েও সতর্ক হওয়ার সময় এসে গিয়েছে।

মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার থেকে জ্বরে ভুগছিলেন সোনাদেবী। কয়েক বার বমিও করেছিলেন তিনি। এর পরেই তাঁকে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ভর্তি করা হয়। যদিও মৃতার পরিবারের অভিযোগ, চিকিৎসায় গাফিলতির জন্য মৃত্যু হয়েছে সোনাদেবীর। তাঁদের অভিযোগ, রক্ত পরীক্ষার রিপোর্টে ম্যালেরিয়ার কথা জানা গিয়েছিল। কিন্তু চিকিৎসকেরা কোনও ওষুধ দেননি। শুধু স্যালাইন দিয়ে রেখেছিলেন। কার্যত বিনা চিকিৎসায় চার দিন হাসপাতালে পড়েছিলেন সোনা। মৃতার ভাইপো সোনু রায় বলেন, ‘‘বুধবার সকালে পিসির শরীরের তাপমাত্রা বেশি ছিল না, এ কথা চিকিৎসক জানিয়েছিলেন। তার পরে হঠাৎ চিকিৎসকেরা জানালেন, ম্যালেরিয়ার জেরে হৃদযন্ত্র বিকল হয়ে পিসি মারা গিয়েছেন। চার দিন ধরে পিসিকে কোনও ওষুধ দেওয়া হয়নি।’’

যদিও এই অভিযোগ মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। এ দিন শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালের
সুপার সৌমাভ দত্ত বলেন, ‘‘দিন চারেক রোগী হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি ম্যালেরিয়ায় আক্রান্ত ছিলেন। তার জেরে হৃৎযন্ত্র বিকল হয়ে তিনি মারা গিয়েছেন। তবে রোগীর যথাযথ চিকিৎসা হয়েছে।’’

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সোনা সিংহ ভাইভ্যাক্স ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন। কিন্তু চিকিৎসকেরা জানাচ্ছেন, এই ধরণের ম্যালেরিয়ায় সাধারণত প্রাণনাশের ঝুঁকি থাকে না। তা হলে কেন মারা গেলেন আক্রান্ত?

বিশেষজ্ঞদের মতে, ভাইভ্যাক্স ম্যালেরিয়া ছাড়াও রোগীর দেহে অন্য কোনও রোগ সংক্রমিত হলে আক্রান্তের মৃত্যু হতে পারে। এ ক্ষেত্রে সোনাদেবীর দেহে আরও কোনও রোগ ছিল কি না, সে প্রশ্ন থেকে যাচ্ছে।

পাশাপাশি পরজীবী বিশেষজ্ঞেরা মনে করছেন, ভাইভ্যাক্স ম্যালেরিয়ার জেনেটিক পরিবর্তন হচ্ছে কি না, সে প্রশ্নও এড়ানো যাচ্ছে না। দীর্ঘ কয়েক বছর আগে, এই আশঙ্কা প্রকাশ করেছিলেন একাধিক বিশেষজ্ঞ। সোনাদেবীর মৃত্যু ফের সেই প্রশ্নকেই আরও জোরালো করে তুলছে। তবে, সোনাদেবীর ক্ষেত্রে সেগুলি হয়েছিল কি না সেটা যাচাইয়ের বিষয় বলেই মনে করছেন তাঁরা।

পরজীবী বিজ্ঞানী অমিতাভ নন্দী বলেন, অনেক ক্ষেত্রে ম্যালেরিয়ায় আক্রান্তদের ঠিক চিকিৎসা হয় না। কারণ, রক্ত পরীক্ষার রিপোর্ট ঠিক মতো পাওয়া যায় না। ম্যালেরিয়া দু’রকম হয়, ভাইভ্যাক্স এবং ফ্যালসিফেরাম। ভাইভ্যাক্সের ক্ষতি করার ক্ষমতা কম। কিন্তু ফ্যালসিফেরামে আক্রান্ত হলে প্রাণনাশের ঝুঁকি থাকে।

এ ক্ষেত্রে সোনাদেবীর মৃত্যু কেন হল? অমিতাভবাবুর কথায়, ‘‘অনেক সময় রোগীর শুধু ভাইভ্যাক্স ম্যালেরিয়া হয় না। সঙ্গে ফ্যালসিফেরামের সংক্রমণও থাকে। যাকে বলা হয় ‘মিক্সড ইনফেকশন’। অনেক ক্ষেত্রেই এই সংক্রমণ ধরা পড়ে না। এ ক্ষেত্রে তেমনটা হয়ে থাকতে পারে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Malaria Mosquito ম্যালেরিয়া
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE