Advertisement
২৪ এপ্রিল ২০২৪

পরমা উড়ালপুলের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

পার্কসার্কাসের সঙ্গে ইএম বাইপাসের সংযোগকারী পরমা উড়ালপুলের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুরে কলকাতার দীর্ঘতম উড়ালপুল আনুষ্ঠানিকভাবে খুলে দিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ, কেন্দ্র উড়ালপুল তৈরির জন্য প্রতিশ্রুত অর্থ দেয়নি।

শুক্রবার থেকে খুলে দেওয়া হল মহানগরের এই দীর্ঘতম উড়ালপুল। নিজস্ব চিত্র।

শুক্রবার থেকে খুলে দেওয়া হল মহানগরের এই দীর্ঘতম উড়ালপুল। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৫ ১৪:০০
Share: Save:

পার্কসার্কাসের সঙ্গে ইএম বাইপাসের সংযোগকারী পরমা উড়ালপুলের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুরে কলকাতার দীর্ঘতম উড়ালপুল আনুষ্ঠানিকভাবে খুলে দিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ, কেন্দ্র উড়ালপুল তৈরির জন্য প্রতিশ্রুত অর্থ দেয়নি। এ দিন তারাতলা উড়ালপুলের সম্প্রসারণের কথাও তিনি ঘোষণা করেছেন।

সাড়ে ৪ কিলোমিটার দীর্ঘ পরমা উড়ালপুলটি তৈরিতে খরচ হয়েছে প্রায় ৩৩০ কোটি টাকা। পার্কসার্কাস সাত মাথার মোড় থেকে শুরু হয়ে উড়ালপুলটি গিয়ে মিশেছে ইএম বাইপাসে। একটি শাখা নেমেছে সল্টলেকের দিকে ধাপার মোড়ে। অন্য শাখাটি নেমেছে দক্ষিণে অম্বেডকর সেতুর কাছে। কেএমডিএ-র এক আধিকারিক জানালেন পরমা উড়ালপুল ব্যবহার করে শহরের উত্তর, পূর্ব এবং দক্ষিণ প্রান্ত থেকে বাইপাস হয়ে মহানগরের প্রাণকেন্দ্রে যাতায়াত অনেক সহজ হবে। নিউ টাউন, বিধাননগর, উল্টোডাঙা এলাকার সঙ্গে বালিগঞ্জ, গড়িয়াহাটের সংযোগও দ্রুততর হবে। পরমা উড়ালপুলের একটি শাখা এজেসি বোস রোডের সঙ্গেও জুড়ে দেওয়া হবে।

মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন দাবি করেন, পরমা উড়ালপুল নির্মাণের জন্য কেন্দ্রীয় সরকারের যে পরিমাণ টাকা দেওয়ার কথা ছিল, তা কেন্দ্র দেয়নি। রাজ্য সরকার অতিরিক্ত খরচ করে উড়ালপুল তৈরির কাজ শেষ করেছে। আগের বাম সরকারের গাফিলতিতেই এই উড়ালপুল তৈরিতে দেরি হল বলেও মুখ্যমন্ত্রী এ দিন অভিযোগ করেন। তিনি জানান, রাজ্য সরকার তারাতলা উড়ালপুলেরও সম্প্রসারণ করবে। যাদবপুর এবং গড়িয়ার সঙ্গে জুড়বে তারাতলা উড়ালপুল।

রাজ্য সরকারের সংশ্লিষ্ট দফতরগুলির দাবি, ২০১০ সালে অর্থাৎ বাম আমলে কাজ শুরু হলেও, নানা জটিলতায় পরমা উড়ালপুলের কাজ বন্ধ হয়ে গিয়েছিল। ২০১৪-র মার্চ থেকে দ্রুত কাজ করে ১৮ মাসে উড়ালপুল নির্মাণ শেষ করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE