Advertisement
১৯ এপ্রিল ২০২৪

শোভনের পিঠ চাপড়ে ববিকে খোঁচা মমতার

ঝুলি থেকে বেড়াল বার করে দিলেন নেত্রী স্বয়ং। বুধবার কলকাতার মেয়র পারিষদদের নাম ঘোষণা করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বললেন, তার সারমর্ম: ১) এই বাছাই পর্বে মেয়র শোভন চট্টোপাধ্যায়ের সক্রিয় ভূমিকা রয়েছে। ২) পুরমন্ত্রী ফিরহদ হাকিম যাঁর প্রতি ‘সদয়’ নন, বন্দর এলাকার ৭৯ ওয়ার্ডের কাউন্সিলর সেই রাম পিয়ারি রামকে মেয়র পারিষদ করে মন্ত্রীকে বার্তা দেওয়া হল। ৩) যোধপুর পার্ক এলাকার পুরনো কাউন্সিলর রতন দে এ বার মেয়র পারিষদ হলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সীর ‘ঘনিষ্ঠ’ হিসেবে।

মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দর্শকাসনে কলকাতা-সহ বিভিন্ন পুরসভার নবনির্বাচিত তৃণমূল কাউন্সিলরেরা। বুধবার, নজরুল মঞ্চে। ছবি: সুদীপ আচার্য।

মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দর্শকাসনে কলকাতা-সহ বিভিন্ন পুরসভার নবনির্বাচিত তৃণমূল কাউন্সিলরেরা। বুধবার, নজরুল মঞ্চে। ছবি: সুদীপ আচার্য।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ মে ২০১৫ ২৩:৫৭
Share: Save:

ঝুলি থেকে বেড়াল বার করে দিলেন নেত্রী স্বয়ং। বুধবার কলকাতার মেয়র পারিষদদের নাম ঘোষণা করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বললেন, তার সারমর্ম: ১) এই বাছাই পর্বে মেয়র শোভন চট্টোপাধ্যায়ের সক্রিয় ভূমিকা রয়েছে। ২) পুরমন্ত্রী ফিরহদ হাকিম যাঁর প্রতি ‘সদয়’ নন, বন্দর এলাকার ৭৯ ওয়ার্ডের কাউন্সিলর সেই রাম পিয়ারি রামকে মেয়র পারিষদ করে মন্ত্রীকে বার্তা দেওয়া হল। ৩) যোধপুর পার্ক এলাকার পুরনো কাউন্সিলর রতন দে এ বার মেয়র পারিষদ হলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সীর ‘ঘনিষ্ঠ’ হিসেবে।

এ ছাড়াও মমতা প্রকাশ্যেই জানিয়ে দিলেন, কলকাতা পুরসভার কয়েকটি ওয়ার্ডে দলীয় প্রার্থীকে হারাতে যে ভাবে দলেরই একাংশ কাজ করেছে, তা তাঁর অজানা নয়। কার্যত তারই ফলে হেরে যাওয়া মেয়র পারিষদ পার্থপ্রতিম হাজারিকে নতুন পুরবোর্ডে স্বাস্থ্য উপদেষ্টা কমিটির চেয়ারম্যান করতে নির্দেশ দিয়েছেন তিনি। বলেছেন, ‘‘পার্থবাবু এক জন বিশিষ্ট ভদ্রলোক।’’

এ দিন নজরুল মঞ্চে কলকাতা-সহ বিভিন্ন জেলায় তৃণমূলের নবনির্বাচিত পুর-প্রতিনিধিদের ওই সভায় এমন বহু প্রশংসা-তিরস্কার প্রকাশ্যেই করেছেন মুখ্যমন্ত্রী।

রাজ্যের অন্যান্য পুরসভা নিয়ে বলার পরে একেবারে শেষে কলকাতা পুরসভার প্রসঙ্গ তোলেন নেত্রী মমতা। জোকা গ্রাম পঞ্চায়েতের তিনটি ওয়ার্ড কলকাতার মধ্যে ঢোকায় বরোর সংখ্যা বেড়ে ১৫ থেকে ১৬ হয়েছে। প্রথমে বরো চেয়ারম্যানদের নাম ঘোষণা করতে গিয়ে নানা ব্যাখ্যাও দেন মুখ্যমন্ত্রী। ১৬টি বরোয় এ বার নতুন মুখ ৭ জন। সেই তালিকায় ৬ নম্বরে সঞ্চিতা মণ্ডল, ৭ নম্বরে জীবন সাহা, ৮ নম্বরে বৈশ্বানর চট্টোপাধ্যায়, ৯ নম্বরে মালাকারের পরে ১২ নম্বরে সুশান্ত (স্বরূপ) ঘোষের নাম করেই তাঁর দিকে তাকিয়ে মমতা বলেন, ‘‘মেয়র পারিষদ ছিল। ভাল কাজ করেছে। তবে ওই বরোটা খুবই গুরুত্বপূর্ণ। তাই সুশান্তকে এ বার চেয়ারম্যান করা হল।’’ গত পুরভোটে ৩ নম্বর বরো বামেদের দখলে ছিল। এ বার সেখানে বামেরা নিশ্চিহ্ন।

মুখ্যমন্ত্রী জানান, ওই বরোর চেয়ারম্যানের নাম পরে ঘোষণা করা হবে। যদিও সভা শেষে গাড়িতে ওঠার আগে মমতা জানিয়ে দেন, ওই বরোয় চেয়ারম্যান করা হচ্ছে ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিন্দ্য রাউতকে। আর জোকার তিনটি ওয়ার্ড নিয়ে নতুন বরোর চেয়ারম্যান হচ্ছেন ইন্দ্রজিৎ ভট্টাচার্য।

এ দিন মেয়র পারিষদদের নাম ঘোষণার শুরুতেই ‘নতুন’ মেয়রের দিকে তাকিয়ে মমতা বলেন, ‘‘দেখতে ছোটখাটো। কিন্তু কাজটা ভালই করেছে।’’ পরে জানান, মেয়র শোভন চট্টোপাধ্যায় ৮ মে দ্বিতীয় দফার জন্য শপথ নেবেন। কলকাতা পুরসভার প্রথম মহিলা চেয়ারপার্সন হচ্ছেন মালা রায়ও শপথ নেবেন ওই দিন।

নতুন মেয়র পারিষদদের তালিকায় রতন দে-র নাম উঠতেই মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ও বক্সীদার (সুব্রত বক্সী) অনেক কাজ করে দেয়। বক্সীদা আগে থেকে জানলে খুশি হত। রতনও এটা জানত না।’’

রাম পিয়ারি রামের নাম ঘোষণার সময়ে মমতার কটাক্ষের লক্ষ্য পুরমন্ত্রী ফিরহাদ (ববি) হাকিম— ‘‘আগে রাম, পিছে রাম। এ বার মেয়র পারিষদ হচ্ছেন।’’ তার পরেই ৮০ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর, ববির ঘনিষ্ঠ বলে পরিচিত আনোয়ার খানের (যিনি রাম পিয়ারির স্ত্রী তৃণমূলের হেমা রামকে পরাজিত করেছেন) এর দিকে তাকিয়ে বলেন, ‘‘ববি বললেই কিন্তু রামদার সঙ্গে ঝগড়া করবে না। আমি কিন্তু রামদাকে এমআইসি (মেয়র পারিষদ) করে দিয়েছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE