Advertisement
১৯ এপ্রিল ২০২৪

‘প্রতারণা’, গ্রেফতার

প্রতারণার অভিযোগে সম্প্রতি গ্রেফতার হল এক ব্যক্তি। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম অরিন্দম মাইতি। তিনি সন্তোষপুরের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, মুকুন্দপুরের বাসিন্দা পেশায় সিভিল ইঞ্জিনিয়ার শুভঙ্কর পাল মাস খানেক আগে রিজেন্ট পার্ক থানায় অরিন্দমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৬ ০০:৩৫
Share: Save:

প্রতারণার অভিযোগে সম্প্রতি গ্রেফতার হল এক ব্যক্তি। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম অরিন্দম মাইতি। তিনি সন্তোষপুরের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, মুকুন্দপুরের বাসিন্দা পেশায় সিভিল ইঞ্জিনিয়ার শুভঙ্কর পাল মাস খানেক আগে রিজেন্ট পার্ক থানায় অরিন্দমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন। তিনি জানান, বন্ধুর মাধ্যমে অরিন্দমের সঙ্গে তাঁর আলাপ হয়েছিল। নিজেকে হাইকোর্টের আইনজীবী বলে পরিচয় দিয়েছিলেন অরিন্দম। শুভঙ্করবাবুর দাবি, ব্যক্তিগত মামলা লড়ার জন্য অরিন্দমকে আইনজীবী নিয়োগ করেন। গত আড়াই বছরে মামলার ফি বাবদ তিনি প্রায় আড়াই লক্ষ টাকা দেন অরিন্দমকে। সম্প্রতি শুভঙ্করবাবু জানতে পারেন, আদালতে তাঁর মামলাটি বিন্দুমাত্র এগোয়নি। তাঁর কথায়, ‘‘মামলার জন্য অরিন্দম কোনও দিনই আমাকে আদালতে উপস্থিত হতে বলেননি। তিনি আইনজীবীর পরিচয়ে ফাঁসিয়েছেন।’’ ২৪ অগস্ট সন্তোষপুরের বটতলার বাড়ি থেকে অরিন্দমকে গ্রেফতার করে পুলিশ। বিচারক ধৃতকে ২৯ অগস্ট পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

police arrest Fraud
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE