Advertisement
১৬ এপ্রিল ২০২৪

দুর্ঘটনায় মৃত্যু

লাইন পেরোতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। বৃহস্পতিবার, দমদম ক্যান্টনমেন্টে। মৃতের নাম শুভেন্দু দেব (৪২)। রেল পুলিশ জানায়, শুভেন্দুবাবু এক প্ল্যাটফর্ম থেকে নেমে লাইন টপকে অন্যটিতে যাওয়ার চেষ্টা করছিলেন, তখনই ঢুকছিল বারাসত লোকাল।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০১৬ ০০:২৯
Share: Save:

লাইন পেরোতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। বৃহস্পতিবার, দমদম ক্যান্টনমেন্টে। মৃতের নাম শুভেন্দু দেব (৪২)। রেল পুলিশ জানায়, শুভেন্দুবাবু এক প্ল্যাটফর্ম থেকে নেমে লাইন টপকে অন্যটিতে যাওয়ার চেষ্টা করছিলেন, তখনই ঢুকছিল বারাসত লোকাল। ব্রেক কষেও ট্রেন থামাতে পারেননি চালক। শিয়ালদহের রেল পুলিশ সুপার দেবাশিস বেজ বলেন, ‘‘আহতকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে মৃত্যু হয় তাঁর।’’ এই ঘটনায় স্টেশনে বিক্ষোভ শুরু হয়। প্রায় দেড় ঘণ্টা শিয়ালদহ-বনগাঁ শাখায় ট্রেন বন্ধ ছিল। রেল পুলিশ জানায়, ওই ট্রেনটির চালককে মারধরও করে উত্তেজিত জনতা। রেল সূত্রে খবর, এই ঘটনায় তিনটি লোকাল ট্রেন বাতিল করতে হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

train accident Man died
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE