Advertisement
১৯ এপ্রিল ২০২৪

প্রসূতির মৃত্যু ঘিরে গাফিলতির অভিযোগ

হঠাৎ বৃহস্পতিবার সকালে নিকিতার পরিবারকে জানানো হয়, তিনি মারা গিয়েছেন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০১৮ ০১:৩৫
Share: Save:

কলকাতার তিনটি কর্পোরেট হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ ওঠার ২৪ ঘণ্টার মধ্যে ফের একই অভিযোগ উঠল উত্তর কলকাতার শ্যামপুকুর থানা এলাকার একটি নার্সিংহোমের বিরুদ্ধে। এ বার এক প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে অভিযোগ আনল তাঁর পরিবার।

পুলিশ জানিয়েছে, বুধবার সকালে কাশীপুরের বাসিন্দা, সন্তানসম্ভবা নিকিতা সিংহকে (২৪) শ্যামবাজারের ওই নার্সিংহোমে ভর্তি করানো হয়। ওই দিন সন্ধ্যায় তিনি একটি পুত্রসন্তানের জন্ম দেন। তার পর থেকেই নিকিতার সঙ্গে পরিবারের লোকজনকে দেখা করতে দেওয়া হয়নি বলে অভিযোগ। এর পরে হঠাৎ বৃহস্পতিবার সকালে নিকিতার পরিবারকে জানানো হয়, তিনি মারা গিয়েছেন।

মৃতার আত্মীয় গোবিন্দ বিশ্বাস এ দিন জানান, বুধবার সন্ধ্যায় সিজার করে সন্তান হওয়ার পর থেকে আর বাড়ির লোককে নিকিতার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। গোবিন্দবাবু বলেন, ‘‘শিশুটি ঠিকই ছিল। মায়ের সঙ্গে দেখা করানোর কথা বললে ডাক্তারবাবু ও নার্সরা জানান, নিকিতার অবস্থা একটু জটিল। তাই দেখা করানো যাবে না। এর পরে বৃহস্পতিবার সকালে ওঁর মৃত্যুর খবর আমাদের জানানো হয়।’’

পরিবারের অভিযোগ, চিকিৎসায় গাফিলতি হয়েছে বলেই প্রসূতির সঙ্গে তাঁদের দেখা করানো হয়নি। পুলিশের কাছে চিকিৎসকের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছেন তাঁরা।

পুলিশ জানিয়েছে, অভিযোগ পেয়েই তদন্ত শুরু হয়েছে। নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হচ্ছে বলে জানান এক তদন্তকারী অফিসা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Doctor Hospital
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE